টুকরো খবর
বিষ্ণুপুরে ‘সুরযজ্ঞ’
নিজস্ব চিত্র।
শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ‘সুরযজ্ঞ’ শেষ হল বিষ্ণুপুরে। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত একটানা এই অনুষ্ঠান হয়। সংগীতাচার্য অমরনাথ গঙ্গোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে দীর্ঘকাল ধরে হয়ে অনুষ্ঠান হয়ে আসছে। শুরুতে ছিল শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে বক্তৃতামালা। বক্তব্য রাখেন বিষ্ণুপুর ঘরানার প্রবীণ সঙ্গীতশিল্পী অহিদাস চক্রবর্তী, শিক্ষাবিদ তপন গঙ্গোপাধ্যায়, হরিপ্রসন্ন মিশ্র প্রমুখ। রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয় হলে অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুজিত গঙ্গোপাধ্যায়। ‘সুরযজ্ঞ’ কমিটির পক্ষে দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। এ বার ১৯০ জন শিল্পী যোগ দিয়েছিলেন।” সুভাষ কর্মকার, জগন্নাথ দাশগুপ্ত, সেবক চট্টোপাধ্যায়, তন্ময় গঙ্গোপাধ্যায়ের কন্ঠসঙ্গীতের পাশাপাশি মথুর দত্তের এস্রাজ, নিতাই বন্দ্যোপাধ্যায়ের সেতার, অনুপম আচার্যর বেহালা, শিবপ্রসাদ গোস্বামীর পাখোয়াজ শ্রোতাদের মুগ্ধ করেছে।

স্ত্রীকে ‘খুনে’ গ্রেফতার স্বামী
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জিত বেইজ। তিনি ভূমি অধিগ্রহণ দফতরের চতুর্থ শ্রেণি কর্মী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া থানার কেন্দুয়াডিহি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সবিতা বেইজ (৩৮)। রবিবার সকালে বাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। সবিতাদেবীর ভাই তাপস প্রামাণিকের অভিযোগ, “বিয়ের পর থেকেই দিদির উপরে জামাইবাবু অত্যাচার করতেন। মদ্যপ অবস্থায় মারধরও করতেন। তিনিই দিদিকে খুন করে বাড়ির শিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছেন।” তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিতবাবুকে গ্রেফতার করেছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সবিতাদেবীর একমাত্র মেয়ে মৌমিতা লাই ঘটনার দিন তার স্বামী অসীম লাই-এর সঙ্গে বাপের বাড়িতেই ছিলেন। মৌমিতার দাবি, “তিন তলার ঘরে মা ও বাবা ছিলেন। শনিবার রাতে বাবা ও মায়ের মধ্যে ঝগড়া চলছিল। বুঝতে পেরে আমরা দু’একবার তাঁদের ডাকাডাকি করি। কিন্তু কেউ সাড়া দেননি।” তিনি বলেন, “রাত প্রায় ১১টা নাগাদ বাবা নেমে এসে আমাদের বলে যে মা মারা গিয়েছেন। আমরা গিয়ে দেখি পাখা থেকে গলায় দড়ি দিয়ে মা ঝুলছেন।” তাঁর দাবি, বাবাই মাকে খুন করেছেন। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

চোলাই বিক্রি, ধৃত
চোলাই বিক্রি করার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আবগারি দফতর ও পুলিশ শনিবার যৌথ অভিযান চালায় মানবাজার থানার কয়েকটি গ্রামে। পুলিশের দাবি, দোলদেড়িয়া গ্রামে চোলাই বিক্রি করার সময় হাতেনাতে শুকলাল মুর্মু ও মনীন্দ্র হাঁসদা এবং বিসরি গ্রাম থেকে পবন মাঝি ও চিত্ত মাহাতোকে গ্রেফতার করা হয়।

লাক্ষামেলা
৭ ও ৮ জানুয়ারি পুরুলিয়া শহরের জি ই এল চার্চ ময়দানে অনুষ্ঠিত হল লাক্ষামেলা। শনিবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.