|
|
|
|
|
৮ জানুয়ারি - ১৪ জানুয়ারি, ২০১২ |
আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথাধনুতে রবি ও বুধ, মিথুনে চন্দ্র, সিংহে মঙ্গল, মেষে বৃহস্পতি, মকরে শুক্র পরে কুম্ভে শুক্র, তুলায় শনি,
বৃশ্চিকে রাহু ও বৃষে কেতু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র মিথুনে আর্দ্রা থেকে সিংহে উত্তর ফাল্গুনী নক্ষত্র। তিথি সঞ্চার শুক্লা চতুর্দশী
থেকে কৃষ্ণা পঞ্চমী। যোগসঞ্চার ব্রক্ষ থেকে শোভন। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুযায়ী জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বিবৃত হল। |
|
|
মেষ: কর্মে নতুন পরিকল্পনা সফল হতে পারে। ব্যবসা সম্প্রসারণ ও মূলধন বিনিয়োগ বৃদ্ধিতে সাফল্যের যোগ। বন্ধুবিচ্ছেদ ও স্বজনবিরোধে একাকীত্ব বাড়বে। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ায় অহেতুক সমস্যা, মূল্যবান দ্রব্যাদি প্রাপ্তির যোগ, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। মধ্যভাগে স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক সঙ্কটমোচন, পিত্ত রোগে দুর্ভোগ। অন্তভাগে প্রিয়জনের সুসংবাদ পেতে পারেন, বেদ-পুরাণ চর্চায় ব্যুৎপত্তি। মেষ লগ্নে জাত ব্যক্তির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও বৃহত্তর সংস্থায় কাজের সুযোগ। সঙ্গীত, নাটকাদি চারুকলায় দক্ষতার বিশেষ স্বীকৃতি ও বাড়তি উপার্জনের হদিস। শ্লেষ্মাজনিত পীড়া ও হজমের গোলমালে দুর্ভোগ। |
|
|
|
বৃষ: আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। জনহিতকর প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ক্লেশ। সপ্তাহের আদ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে বাবা-মায়ের অনড় মনোভাবের জন্য পারিবারিক জটিলতা বৃদ্ধি, কর্মে সংস্থাগত পরিবর্তনের সম্ভাবনা। মধ্যভাগে সাহস ও সুবুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার, গৃহনির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভাল। অন্তভাগে দক্ষতা ও নিষ্ঠা সত্ত্বেও কর্মস্থলে প্রাপ্য থেকে ফের বঞ্চনা, গ্যাসট্রাইটিসের সমস্যায় দুর্ভোগ। বৃষ লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য আসতে দেরি হতে পারে। অতিরিক্ত ভাবপ্রবণতায় বিপত্তির আশঙ্কা। মধুর ব্যবহার ও সংযত কথাবার্তায় অন্যের মন জয়। সবান্ধব অদূরভ্রমণের পরিকল্পনা। |
|
|
মিথুন: একাধিক উপায়ে অর্থাগমের সুযোগ আসতে পারে। সন্তানের বেয়াড়াপনায় পরিবারে অশান্তি বৃদ্ধি ও মানহানির আশঙ্কা। ললিতকলার অনুশীলনের সূত্রে উপার্জনের বিকল্প পথের সন্ধান, সপ্তাহের আদ্যভাগে কর্মে সংস্থা পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে, শ্বশুরকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। মধ্যভাগে কপট বন্ধুর প্ররোচনায় আর্থিক ক্ষতির আশঙ্কা, মা বা বাবার শারীরিক অসুস্থতায় কাজে বাধা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে, প্রিয়জনের বিয়ে নিয়ে আলাপ আলোচনা। মিথুন লগ্নে জাত ব্যক্তির অতিরিক্ত কর্মভার ও দায়িত্বের চাপে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। অতিরিক্ত ভাবাবেগ কর্মপরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। স্পন্ডিলাইটিসের সমস্যায় দুর্ভোগ। |
|
|
|
কর্কট: পরিকল্পনায় ক্রুটি বা নিজের ভুলের জন্য কর্মক্ষেত্রে গোলযোগ ও হতাশা। প্রিয়জনের ভাগ্য বিড়ম্বনায় মানসিক ক্লেশ। ললিতকলার অনুশীলনে বিশেষ সাফল্য। সপ্তাহের আদ্যভাগে নিকটজনের আচরণে পারিবারিক অশান্তি বৃদ্ধি, রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যায় দুর্ভোগ। মধ্যভাগে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। অন্তভাগে সম্পত্তি ও সম্মান রক্ষার বিষয়ে বাড়তি সতর্কতা দরকার, বিদ্যার্থী ও গবেষকদের শুভ সময়। কর্কট লগ্নে জাত ব্যক্তির বিলাসিতায় বাড়তি খরচের জন্য আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা মুশকিল। অসম প্রেমপ্রণয় ঘিরে জটিলতা। খেলাধুলায় নৈপুণ্য। |
|
|
|
|
সিংহ: বহু শ্রম ও চেষ্টায় পরে পদোন্নতি ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য ও সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনা। কর্মস্থলে বা সামাজিক
ক্ষেত্রে হঠকারিতার মাসুল দিতে হতে পারে। সপ্তাহের আদ্যভাগে স্বামী-স্ত্রীর চেষ্টায় সাংসারিক অশান্তির অবসান ও শ্রীবৃদ্ধি, কিডনি বা লিভারের সমস্যায় দুর্ভোগ।
মধ্যভাগে বন্ধুকে অতি বিশ্বাস করে বিড়ম্বনার আশঙ্কা, উপকারের প্রতিদান প্রত্যাশা করলে আঘাতই জুটতে পারে। অন্তভাগে প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাট
ও অন্যান্য কারণে বাড়তি ব্যয়, আংশিক ঋণশোধের পরিকল্পনায় ব্যাঘাত। সিংহ লগ্নে জাত ব্যক্তির বহু কর্মব্যস্ততা, নতুন কর্মোদ্যোগ ও পরিকল্পনায় কার্যসিদ্ধি।
গৃহসমস্যার সমাধান ও পারিবারিক সঙ্কটমুক্তি। অ্যাপেন্ডিসাইটিসের মতো রোগে ক্লেশ। |
|
|
|
কন্যা: কর্মে সংস্থাগত পরিবর্তন এবং দায়িত্ব ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। সম্পত্তির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্র বিষয়ে সতর্কতাই যথেষ্ট নয়, মোকাবিলায় আইনি প্রস্তুতি জরুরি। সপ্তাহের আদ্যভাগে একাধিক সদুপায়ে আয় বৃদ্ধি, বহুমুখী প্রতিভার বিকাশ। মধ্যভাগে মূল্যবান দ্রব্যাদির সরক্ষণে আইনি পরিকল্পনা, দীর্ঘলালিত কোনও আশা পূরণ হতে পারে। অন্তভাগে কুটুম্বের আচরণে পারিবারিক শান্তি ব্যাহত হওয়ার আশঙ্কা, আকস্মিক অঘটনে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। কন্যা লগ্নে জাত ব্যক্তির দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা। জমি-বাড়ি ক্রয়-বিক্রয়ে জ্ঞাতিশত্রুর বাগড়া। সদ্গুরুর সন্ধানে সপরিবার তীর্থভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
তুলা: ব্যবসায় মৌলিক পরিকল্পনার সার্থক রূপায়ণ। বিজ্ঞান গবেষণায় বিশেষ সাফল্যের শুভযোগ। মিষ্টকথন ও আন্তরিক ব্যবহারে অন্যদের আকর্ষণ ও প্রভাবিত করতে পারেন। সপ্তাহের আদ্যভাগে প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ ও চিকিৎসায় বহু ব্যয়, ধৈর্যের অভাবে বিপত্তি দেখা দিতে পারে। মধ্যভাগে জ্ঞাতিকুটুম্বের অনৈতিক কাজকর্মে সম্পর্কহানির আশঙ্কা, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। অন্তভাগে আপস-আলোচনায় বৈষয়িক সমস্যার সমাধান, মানসিক শান্তির খোঁজে আধ্যাত্মিক মনন। তুলা লগ্নে জাত ব্যক্তির অতিমানিতার সমস্যায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। জলপথে ভ্রমণ এড়ানোই ভাল। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ। |
|
|
|
বৃশ্চিক: সৃষ্টিশীল কাজের বিলম্বিত স্বীকৃতি। কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের জন্য উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। জমি বা বাড়ি কেনার ব্যাপারে বাধা আসতে পারে। সপ্তাহের আদ্যভাগে আত্মীয়স্বজনদের চক্রান্তে ক্ষতি ও মানহানির আশঙ্কা, দুর্ঘটনায় রক্তপাত বা অস্থিভঙ্গের আশঙ্কা। মধ্যভাগে মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা, চিত্রপরিচালক ও অভিনেতাদের শুভ সময়। অন্তভাগে হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা, দূরভ্রমণ থেকে বিরত থাকাই ভাল। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির নতুন কাজের সুযোগে উপার্জন বৃদ্ধির উপায় হতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। অতিরিক্ত রক্ষণশীল মনোভাবের জন্য পরিবারে অশান্তির আশঙ্কা। |
|
|
ধনু: উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতান্তরের জেরে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ আদালতে গড়াতে পারে। লটারি বা ফটকায় প্রাপ্তি যোগ। সপ্তাহের আদ্যভাগে প্রলোভন বা প্ররোচনার ফাঁদে বিপত্তির আশঙ্কা, কিডনি বা লিভারের সমস্যায় দুর্ভোগ। মধ্যভাগে মামলা-মকদ্দমায় সময় ও অর্থের অপচয়, প্রিয়জনের আচরণে অশান্তি। অন্তভাগে নানা কারণে বাড়তি ব্যয়ের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে, বন্ধুর গৃহে শুভ অনুষ্ঠানে আকস্মিক জট কাটিয়ে বাহবা জুটতে পারে। ধনু লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের কারণে শারীরিক ক্লেশ ও মানসিক চাপ। মন ও বুদ্ধির চঞ্চলতায় কর্মপরিকল্পনায় অগ্রগতি ব্যাহত হতে পারে। সপরিবার কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
মকর: কর্মক্ষেত্রে নানা জায়গায়, এমনকী বিদেশে ভ্রমণেরও সুযোগ মিলতে পারে। কর্মস্থলে নিজস্ব পরিকল্পনায় স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। হস্তশিল্পে নৈপুণ্য উপার্জনের বিকল্প দিশা দেখাতে পারে। সপ্তাহের আদ্যভাগে শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের জটিলতায় কাজকর্মে ব্যাঘাত, বৈষয়িক গোলযোগ বাড়ায় মানসিক অস্থিরতা। মধ্যভাগে কর্মকুশলতার পুরস্কার জুটতে পারে, শত্রুর মোকাবিলায় আইনি প্রস্তুতি। অন্তভাগে শেয়ার বাজারে আপাতত বিনিয়োগ না-করাই ভাল, বিমা সূত্রে লাভ। মকর লগ্নে জাত ব্যক্তির অপ্রিয় সত্যকথনে প্রিয়জনও বিরূপ হতে পারে। একাধিক উপায়ে উপার্জনের সুযোগ। পারিবারিক কর্তব্যপালনে ও অন্যান্য কারণে বহু ব্যয়। লিভারের পীড়ায় ভোগান্তি। |
|
|
|
কুম্ভ: দক্ষতা ও সততার মূল্য পেতে দেরি হতে পারে। বুদ্ধিমত্তা ও বাস্তববোধের জোরে জটিলতা কাটিয়ে অগ্রগতি। রক্তচাপের অস্বাভাবিক হ্রাস বৃদ্ধিতে নানা ধরনের শারীরিক সমস্যা। সপ্তাহের আদ্যভাগে না-পাওয়ার বেদনায় নিত্যকর্তব্যে অমনোযোগ বা অবহেলা, পারিবারিক অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মধ্যভাগে বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতিবিরোধ আদালতে গড়াতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতায় স্বস্তি। অন্তভাগে অস্থিরতার জন্য নতুন কর্মপরিকল্পনায় বাধা ও বিলম্ব, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। মাতৃকুল থেকে প্রাপ্তিযোগ। তীর্থক্ষেত্রে পুণ্যস্নান ও দেবদর্শনে মানসিক শান্তি। |
|
|
|
|
মীন: মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মস্থলে বা ব্যবসায় বিশেষ সাফল্য। সন্তানের মতিগতি ও উদ্ধত ব্যবহারে উদ্বেগ। অহেতুক ঝামেলায় গৃহনির্মাণে বাধা। রহস্যবিদ্যা ও
জ্যোতিষবিদ্যার চর্চায় অনুরাগ। সপ্তাহের আদ্যভাগে কর্মে পদোন্নতির সম্ভাবনা, জীবাণু সংক্রমণে নানান রোগের প্রকোপ, ভ্রমণের পরিকল্পনা বানচাল
হতে পারে। মধ্যভাগে কোনও দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন। শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে সমঝোতা। অন্তভাগে মধুর ব্যবহার ও সংযত
কথাবার্তায় অন্যের মন জয়, বিপন্ন প্রতিবেশীর পাশে দাঁড়াতে গিয়ে বিপত্তি। মীন লগ্নে জাত ব্যক্তির রাসায়নিক দ্রব্যের ব্যবসায় বাড়তি
বিনিয়োগে সাফল্য। আগুন থেকে বিপদের আশঙ্কা। সদ্গুরুর শিক্ষা ও অনুপ্রেরণায় আধ্যাত্মিক অগ্রগতি। |
|
|
সঞ্জয় |
[ভারতীয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অ্যালমানাক ও এফিমেরিস অনুযায়ী লিখিত] |
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|
|