দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার উস্থিতে শনিবার ও রবিবার দু’টি পৃথক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একই পরিবারের তিন সদস্য। শনিবার বিকেলে রায়দিঘি-ডায়মন্ড হারবার রোডে একতারা বাস মোড়ের কাছে গাড়ির ধাক্কায় বাসুদেব সরকার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকারই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেল সানে ৫টা নাগাদ একতারা গ্রামের বাসিন্দা বাসুদেববাবু সাইকেলে করে হটুগঞ্জ মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় ডায়মন্ড হারবার গামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের পিছনে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন বাসুদেববাবু। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। |
অন্যদিকে, লরি চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন এক দম্পতি ও তাঁদের শিশুপুত্র। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে ডায়মন্ড হারবার মহকুমা হাসতাপালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার উস্থি-হটুগঞ্জ রোডে বসর আলি মোড়ে। দুর্ঘটনার পরে কয়েকশো বাসিন্দা রাস্তায় বাম্পার তৈরি এবং আহতদের ক্ষতিপূরণের দাবিতে সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ বসর আলি মোড়ে রাস্তায় স্ত্রী মিনু বিবি ও ছেলে সাকির লস্করকে নিয়ে দাঁড়িয়েছিলেন সুকুর আলি। সেই সময় হটুগঞ্জগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বসর আলি মোড়ে উল্টে গেলে তার নীচে চাপা পড়েন ওই তিন জন। পুলিশ জানিয়েছে লরিটি আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে। |