গোবরডাঙার কলেজে প্রার্থী দিল না এসএফআই |
এসএফআই প্রার্থী না দেওয়ায় গোবরডাঙা হিন্দু কলেজে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ জোট। আগামী ১৭ জানুয়ারি ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন ছিল যথাক্রমে ৪ এবং ৭ জানুয়ারি। কিন্তু এসএফআই কোনও মনোনয়নপত্র তোলেনি। কলেজের অধ্যক্ষ গোপীনাথ হাইত জানিয়েছেন, আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে।
এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক দেবজ্যোতি দাসের অভিযোগ, মনোনয়নপত্র তুলতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ তাঁদের প্রার্থীদের হুমকি দেয়। সদস্য সংগ্রহের কাজেও বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নির্বাচন হচ্ছে না। সেই কারণে তাই তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।” যদিও এসএফআইয়ের পক্ষ থেকে তাঁর কাছে কোনও অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় রাহা পাল্টা বলেন, “কোনও রকম হুমকি দেওয়া হয়নি। হেরে যাওয়ার ভয়ে প্রতিদ্বন্দ্বিতাই করেনি এসএফআই।” গত বছর এই কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। তার আগের বছর সংসদের ক্ষমতায় ছিল এসএফআই।
|
সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান কেনা শুরু হল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র হাবরায়। রবিবার শ্রীচৈতন্য কলেজে ওই শিবির হয়। উত্তর ২৪ পরগনায় হাবরা-১ ব্লকের ৭টি পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ১৫০ জন চাষি ওই শিবিরে ধান বিক্রি করতে এসেছিলেন। তাঁদের কাছ থেকে ১২০০ কুইন্টাল ধান কেনা হয়েছে বলে জানিয়েছেন হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন। শিবিরে হাবরা-১ ব্লকের বিডিও তপনকুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রত্না বিশ্বাস উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, “হাবরায় ধান কেনা শুরু হয়েছে। শীঘ্রই আরও দু’টি শিবির করে আরও ধান কেনা হবে।” |