|
|
|
|
পৃথক দুর্ঘটনায় মৃত ২, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’টি পৃথক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল মেদিনীপুর ও খড়্গপুরে। দুর্ঘটনায় দু’জন যুবকের মৃত্যুর পরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট এলাকায় পথ অবরোধ করেন। পরে পুলিশ পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনে।
রবিবার সকালে খড়্গপুর শিল্পতালুকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বেঙ্গল এনার্জি কারখানার সামনে এই ঘটনায় প্রাণ হারান বিশ্বনাথ দাস (২৬) নামে এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাস্তা পারাপারের সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বিশ্বনাথের মৃত্যু হয়। লরিটি কারখানায় ঢোকার সময়ই এই দুর্ঘটনা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয়ে অবরোধ। শিল্পতালুকের সংশ্লিষ্ট রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি দেখে ঘটনাস্থলে পৌঁছন খড়্গপুরের সিআই অরুণাভ দাস। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়, আজ, সোমবার সিআইয়ের দফতরে এক আলোচনা হবে। স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি আলোচনায় যোগ দেবে ওই কারখানার প্রতিনিধিও। সেখানেই সমাধানসূত্র খোঁজা হবে। স্থানীয়দের ক্ষোভের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। |
|
দুর্ঘটনার পর অবরুদ্ধ মেদিনীপুরের কর্ণেলগোলা-ধর্মা রাস্তা। নিজস্ব চিত্র। |
দুপুরে আবার মেদিনীপুর শহরের কর্নেলগোলা-ধর্মার রাস্তায় আরেকটি পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে রাজা মাহাতো (২৫) নামে এক যুবকের। মৃতের বাড়ি সদর ব্লকের সাঁকোটিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অটোয় করে বাড়ি ফিরছিলেন রাজা। কর্ণেলগোলা পেরোনোর পরই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। আহত হন আরও ৩ জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, অটোতে অতিরিক্ত যাত্রী থাকে। অথচ, পুলিশ-প্রশাসন কোনও পদক্ষেপ করে না। সংশ্লিষ্ট রাস্তায় আগে হাম্প ছিল। তখন দুর্ঘটনা কম হতো। কিন্তু, ওই হাম্প তুলে দেওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। ক’দিন আগে রাস্তার উপর নতুন পিচ পড়েছে। কিন্তু, পিচ রাস্তা সংলগ্ন মাটি কিছুটা নীচু। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থাকেই। রাস্তা অবরুদ্ধ হয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোতয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায়। আইসি আশ্বাস দেন, এখানে হাম্প তৈরির ব্যবস্থা হবে। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। |
|
|
|
|
|