টুকরো খবর |
বধূর অপমৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু ভাইয়েরও
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দিদির পুড়ে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটেছিলেন ভাই। দুর্ঘটনায় মৃত্যু হল তাঁরও। শুক্রবার আগুনে পুড়ে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি হন মহিষাদল থানার দনিপুর গ্রামের বধূ দেবযানী ভৌমিক (২৪)। এই খবর শুনে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন ওই বধূর মা-ভাই-কাকু। নন্দকুমার থানার নরঘাট থেকে তমলুক হাসপাতালে যাওয়ার পথে নিমতলার কাছে মোটর সাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে মৃত্যু হয় দেবযানীর ভাই দেবাশিস ঘোড়ইয়ের (২১)। গুরুতর জখম হন মা সুচিত্রা ঘোড়ই ও সম্পর্কে কাকা অনন্ত সামন্ত। এরপর শনিবার তমলুক জেলা হাসপাতালে মারা যান দেবযানী। মৃতার দাদা দেবব্রত ঘোড়ইয়ের অভিযোগ, “আমার বোনের থেকে টাকা চাইত ওর শ্বশুরবাড়ির লোকেরা। আমি নিশ্চিত ওরাই আমার বোনকে মেরে ফেলেছে।” বছর সাতেক আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলকেশ ভৌমিকের সঙ্গে বিয়ে হয়েছিল নরঘাটের দেবযানীর। দম্পতির পাঁচ বছর ও দেড় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পরেই ওই বধূর উপরে অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ বাপের বাড়ির লোকেদের। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনও। আর পুলকেশবাবুর দাবি, “আমার স্ত্রী সামান্য মানসিক ভারসাম্যহীন ছিল। আমি সেদিন বাড়ি গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাইনি। তারপর ছাদে গিয়ে দেখতে পাই গায়ে আগুন লাগিয়েছে।”
|
ঘাটালে শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
ঘাটালে দলীয় কর্মী সম্মেলনে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী |
ইন্দিরা ভবন থেকে রায়গঞ্জ কলেজের ঘটনায় শরিকি বিবাদ নিয়ে যতই জল্পনা চলুক না কেন, ঘাটালে কংগ্রেস-তৃণমূলের পুরবোর্ড থেকে সমর্থন তুলবে না দলরবিবার ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ষষ্ঠ সম্মেলনে এসে এমনটাই বললেন তৃণমূলের সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তবে, সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে শুভেন্দু এ-ও বলেন, “আর কয়েকমাস পরেই পঞ্চায়েতের নিবার্চন। তাই সময় নষ্ট না করে এখন থেকেই কাজ শুরু করে দিন। যাতে ঘাটাল মহকুমার সবক’টি পঞ্চায়েতই আমরা দখল করতে পারি।” এ দিনের শহর সম্মেলনে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, এলাকার বিধায়ক শঙ্কর দোলই, ব্লক সভাপতি অজিত দে, উপপুরপ্রধান উদয় সিংহরায়, দিলীপ মাঝি, পঞ্চানন মণ্ডল-সহ স্থানীয় নেতৃত্ব। আগামী ৪ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে তৃণমূলের মহাসমাবশ হবে বলে ঘোষণা করেন দীনেনবাবু। সম্মেলনে সভাপতি পদে অলোক দে এবং সাধারণ সম্পাদক পদে অরুণ মণ্ডল-সহ মোট ১৬ জনের কমিটি গঠিত হয়।
|
এগরা বইমেলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
ছবি: কৌশিক মিশ্র। |
শুরু হল এগরা বইমেলা। এগরা প্রেসক্লাবের পরিচালনায় পুরসভা সংলগ্ন সেচ দফতরের মাঠে রবিবার এই মেলার উদ্বোধন করেন মহকুমাশাসক রত্নেশ্বর রায়। উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কল্যাণ মৈত্র, জেলা পরিষদের সহ-সভাপতি মামুদ হোসেন প্রমুখ। মেলা চলবে ৮-১২ জানুয়ারি পর্যন্ত। এ দিন মেলা উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা এগরা শহর পরিক্রমা করে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই থাকছে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান। এ ছাড়াও সৃজনশীল সাহিত্য উৎসব, গুণীজন সংবর্ধনা, পুরস্কার প্রদানের আয়োজনও আছে।
|
হলদিয়ায় সচেতনতা প্রচার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অসংগঠিত শ্রমিকদের সুরক্ষা প্রকল্পের আওতায় আনার জন্য প্রচার চালাচ্ছে হলদিয়ার মহকুমা শ্রম দফতর। শনিবার হলদিয়া মহকুমাশাসকের দফতর থেকে একটি ট্যাবলো শিল্পতালুক-সহ সন্নিহিত এলাকায় সচেতনতা প্রচারের উদ্দেশ্যে বেরয়। অন্যটি রবিবার থেকে নদীর অন্য পাড়ের নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় প্রচার চালাবে বলে জানান সহ-শ্রম কমিশনার শুভাগত গুপ্ত। তাঁর কথায়, “এই সামাজিক সুরক্ষা প্রকল্পে অনেক সুবিধা। কিন্তু সে ভাবে প্রচারের আলোয় না আসায় এই প্রকল্পটি অনেকের অজানা থেকে গিয়েছে। তাই আমাদের এই উদ্যোগ।” ১ জানুয়ারি থেকে শুরু হওয়া সামাজিক সুরক্ষা সপ্তাহেরও সূচনা হল এ দিন। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, অসংগঠিত ক্ষেত্রে সাধারণ, নির্মাণ ও পরিবহণ শ্রমিকেরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। পরিবহণ শ্রমিকেরা বার্ষিক ৩০ টাকার বিনিময়ে এই পরিষেবা পেলেও বাকি দু’টি ক্ষেত্রে মাসিক ২০ টাকার বিনিময়ে এই প্রকল্পের সুবিধা পাবেন। মিলবে পেনশনের বাড়তি সুবিধাও।
|
গাঁধী স্মৃতি মেলার প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মোহনদাস করমচাঁদ গাঁধীর স্মৃতি-বিজড়িত গাঁধী স্মৃতি প্রদর্শনী ২০১২ শুরু হতে চলেছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে। রবিবার কাঁথি মহকুমাশাসকের সভাঘরে প্রদর্শনীর উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহকুমাশাসক সুমিত গুপ্তের সভাপতিত্বে উপদেষ্টা কমিটির বৈঠকে কাঁথির সাংসদ তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির আধিকারী ও তমলুকের সাংসদ শুভেন্দু আধিকারীকে প্রধান উপদেষ্টা এবং পরামর্শদাতা করে একটি মেলা কমিটি গঠন করা হয়। মেলা কমিটির সভাপতি হয়েছেন মহকুমাশাসক সুমিত গুপ্ত। মেলা কমিটির সম্পাদক হেরম্ব কুমার দাস জানান, ১২ দিন ব্যাপী এই মেলার বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
লালগড়ের কাকচরা-ডাঙায় হাইটেনশন তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বিশ্বনাথ দলুই (৩২)। মেদিনীপুরের বাসিন্দা বিশ্বনাথবাবু পেশায় ভাড়ার গাড়ি-চালক। রবিবার বিশ্বনাথবাবুর গাড়ি ভাড়া করে সেচ-দফতরের একটি সমীক্ষক-দল লালগড়ে কংসাবতী নদীর উপর প্রস্তাবিত সেতুর জন্য সমীক্ষা করতে এসেছিল। কাকচরা-ডাঙায় সমীক্ষার কাজে দু’জন প্রতিনিধিকে সাহায্য করছিলেন বিশ্বনাথবাবু। সেখানেই হাইটেনশেনের একটি নিচু তারের স্পর্শে তড়িদাহত হন তিনি।
|
গ্রেফতার ৯
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পটাশপুর থানার মংলামাড়ো বাজারের। এলাকায় জুয়ার ঠেক বাড়ছে বলে প্রশাসনে অভিযোগ করেছিলেন ব্যবসায়ীরা। এরপরেই শনিবার দুপুরে এলাকায় অভিযান চালায় পুলিশ।
|
পাঠ্যপুস্তক বিলি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রবিবার দুপুরে নয়াগ্রামের বড়ডাঙায় পাঁচশো জন দুঃস্থ স্কুলপড়ুয়াকে পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী বিতরণ করল বেলদার ‘আভাস গণমাধ্যম’। খরচ বহন করেছেন বেলদার সমাজসেবী সুজিত চক্রবর্তী। ছিলেন বিধায়ক দুলাল মুর্মু, বিডিও তাপস ভট্টাচার্য প্রমুখ।
|
প্রশিক্ষণ শিবির |
অসংগঠিত শ্রমিক নেতৃত্বের একটি দু’দিনের প্রশিক্ষণ শিবির হয়েছে এগরা পুরসভায়। এগরা মহকুমা সড়ক পরিবহণ শ্রমিক কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং ভারত সরকারের শ্রম ও কর্মী-নিযুক্তি মন্ত্রকের অধীন কেন্দ্রীয় শ্রমিক পর্ষদের সহযোগিতায় শিবির হয়। উপস্থিত ছিলেন আইএনটিইউসি-র জেলা সভাপতি বারিদবরন মোহান্তি, মহকুমা সভাপতি সাধনকান্তি উত্থাসনী, মহকুমা সম্পাদক মিন্টু কুমার দাস প্রমুখ। |
|