নতুন অধ্যক্ষ, আজ খুলছে রায়গঞ্জ কলেজ
প্রশাসক নয়, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করে আজ, সোমবার থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ খোলার কথা ঘোষণা করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ে রায়গঞ্জ কলেজের উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, কলেজ পরিদর্শক, বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে ডিন, ৫ জানুয়ারি রায়গঞ্জ কলেজে প্রহৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার, কলেজের শিক্ষক সমিতির সম্পাদক মিলন রায় এবং শিক্ষাকর্মী সংগঠনের সম্পাদক সুব্রত চক্রবর্তী। নিগৃহীত হওয়ার পরেই ইস্তফা চেয়েছিলেন দিলীপবাবু। এ দিন উপদেষ্টা কমিটির বৈঠকে তা গৃহীত হয়েছে। উপাচার্য বলেন, “এ দিন বৈঠকে সর্বসম্মতিক্রমে দিলীপবাবুর ইস্তফা গ্রহণ করা হয়েছে। সেই জায়গায় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শত্রুঘ্ন সিংহকে ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জরুরি প্রয়োজনে ১০/৬ ধারায় তা অনুমোদন করেছি। আজ, সোমবার থেকে কলেজ খুলবে। ছাত্রছাত্রী-শিক্ষক-শিক্ষাকর্মীদের নিরাপত্তার জন্য উত্তরবঙ্গের আইজি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব। যাতে সকলে নির্ভয়ে কলেজে যেতে পারেন।”
রায়গঞ্জ কলেজের উপদেষ্টা কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার (বাঁ দিকে)
এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদার। নিজস্ব চিত্র
উপদেষ্টা কমিটি সূত্রে জানা গিয়েছে, এর আগেও শারীরিক অসুস্থতার কারণে দিলীপবাবু চার বার ইস্তফা দিতে চেয়ে আবেদন করেছেন। প্রক্রিয়া মেনে তা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সভায় অনুমোদন করাতে হয়। গত জুন মাসের পর কর্মসমিতির কোনও সভাই হয়নি। এ দিন উপদেষ্টা কমিটির বৈঠকে কলেজের শিক্ষকদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে চার জনের নামের তালিকা করা হয়। তিন জন প্রস্তাব গ্রহণ করেননি। শত্রুঘ্নবাবু রাজি হন। ‘পরিবর্তনপন্থী’ বলেই পরিচিত শত্রুঘ্নবাবু জানিয়েছেন, কলেজের উন্নয়নে এবং সুনামরক্ষায় যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
অধ্যক্ষ-নিগ্রহের পর ছাত্র সংসদের নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছিল। এ দিন বৈঠকে ঠিক হয়েছে, কলেজ খোলার পর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি দেখা হবে। ওই দিন ফের উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে কলেজের নির্বাচন বিভাগকে জানানো হবে। সেই মতো মনোনয়নপত্র জমা করা থেকে ওই প্রক্রিয়া ফের নতুন করে করা হবে। নির্বাচনের দিনক্ষণও তখনই ঘোষণা করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.