l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
প্যাকেজের ‘টানে’ আসবেন আরও: ডিজি
নিজস্ব প্রতিবেদন
একদিন খেতে পাওয়ার টানেই সমাজ ছেড়ে ‘বনপার্টি’তে নাম লিখিয়েছিলেন। সেই খাবার চেয়েই যখন স্কোয়াডে জুটল মারধর, তখন পার্টি ছাড়ার সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি রবি মান্ডি। ঠিক করেছিলেন, সমাজের মূলস্রোতে ফিরবেন। রবিবার পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বছর উনিশের সেই রবিই ‘আনুষ্ঠানিক’ ভাবে মূলস্রোতে ফিরলেন। সেই অর্থে জাগরী বাস্কে, রাজারাম সোরেন বা দুর্যোধন রাজোয়াড়দের মতো বড় মাপের স্কোয়াড নেতা একেবারেই নন। তবু একাধিক খুনের অভিযোগ থাকা মাওবাদীদের অযোধ্যা প্লাটুনের অন্যতম কম বয়েসী ‘সেকশন মেম্বার’ রবির আত্মসমর্পণকে পুলিশ-প্রশাসন তাদের ‘সাফল্য’ হিসাবেই দেখছে। পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “স্কোয়াডে রবির নাম ছিল সিংরাই। এই তরুণ বলরামপুর থানার ভাঙিডি গ্রামের বাসিন্দা। ২০১০ সালের গোড়ার দিক থেকে রবি মাওবাদীদের সঙ্গে ছিলেন।”
বিস্তারিত...
তৃণমূলের সভামঞ্চে মন্ত্রীর পাশে খুনে অভিযুক্ত নেতা
সৌমেন দত্ত • কেতুগ্রাম
পুলিশের দাবি, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ খুনের ঘটনায় অভিযুক্ত সেই তৃণমূল নেতাকেই দলের প্রকাশ্য সভামঞ্চে দেখা গেল মন্ত্রী ও বিধায়কদের পাশে। রবিবার বর্ধমানের কেতুগ্রামে পুলিশি ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে জনসভা ডেকেছিল তৃণমূল। ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল এবং দলের দুই বিধায়ক। সভামঞ্চে আগাগোড়া তাঁদের সঙ্গে ছিলেন খুনের ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সাউদ মিঞা। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীরের কথায়, “সাউদ মিঞার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ তাঁকে খুঁজছে।” ওই সভায় পুলিশ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল না ওই তৃণমূল নেতাকে, সে প্রশ্নের জবাবে পুলিশ সুপারের যুক্তি, “এ দিন সভায় ভিড়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারত। তবে আমরা তাঁকে শীঘ্রই ধরব।” এ দিন সভামঞ্চে সাউদ মিঞাকে দলীয় নেতাদের সঙ্গে বারবার আলাপচারিতা করতে দেখা গেলেও পঞ্চায়েত মন্ত্রীর দাবি, “ওই নামে কাউকে চিনি না। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না।”
বিস্তারিত...
‘ডাক্তারবাবু’ নেই, ভাবতেই পারছে না মুরারই
নিজস্ব সংবাদদাতা • মুরারই
তখন দুপুর দেড়টা। খবর এল তাঁদের প্রিয় ‘ডাক্তারবাবু’ আর নেই। কয়েক মুহূর্তের জন্য কথাটা বিশ্বাসই করতে পারছিলেন না মুরারইবাসী। তবে ডাক্তারবাবু মোতাহার হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে মুরারই বিধানসভা এলাকা জুড়ে। জেলার মানুষের কাছে ডাক্তারবাবু হিসেবে পরিচিত মোতাহার হোসেন রবিবার দুপুর সওয়া ১টা নাগাদ কলকাতায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পেশায় চিকিৎসক মোতাহার ২০০৬ সাল অবধি ভোটে লড়েছেন। সদ্য প্রয়াত এই কংগ্রেস নেতা ১৯৩০ সালে ২৯ অগস্ট মুরারই থানার ভীমপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রামপুরহাটের ১০ নম্বর ওয়ার্ডে থাকতেন। কলকাতা থেকে রাতে তাঁর দেহ এনে সেখানেই রাখা হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এ দিন দুপুরে মারা যান পাঁচ বারের বিধায়ক মোতাহার হোসেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি অসিত মাল বলেন, “ডাক্তারবাবুর মৃত্যুতে রাজ্য তথা জেলা কংগ্রেসের অপূরণীয় ক্ষতি হল।” তাঁর রাজনৈতিক ইতিহাস দীর্ঘ। ১৯৪৭ সালে স্কুল ফাইনাল পাশ করে বর্ধমান মেডিক্যাল কলেজে এল এম এফ পড়েন।
বিস্তারিত...
বিতণ্ডা, হেনস্থায় তপ্ত শিল্পাঞ্চলের দলীয় সম্মেলন
বিতান ভট্টাচার্য • ব্যারাকপুর
কোথাও সম্মেলন ভণ্ডুল। কোথাও আবার সম্মেলন শুরু করেও শেষ করা যাচ্ছে না। রাজ্যে সরকার পরিবর্তনের পরে দলের নেতৃত্ব সাংগঠনিক ভাবে ঘুরে দাঁড়ানো এবং সর্ব স্তরের নেতা-কর্মীদের ‘শুদ্ধকরণে’র কথা মুখে বললেও লোকাল কমিটি স্তরের সম্মেলনে আগের মতোই ‘বিতণ্ডা’ দেখা দিচ্ছে সিপিএমে। নিচু তলার কর্মী এবং নেতাদের মধ্যে ‘দূরত্ব’ এবং বিবাদও প্রকট হচ্ছে। সম্মেলনের মধ্যেই নেতা-কর্মীদের হেনস্থা, নিগ্রহের অভিযোগও আসছে। বিধানসভা নির্বাচনের আগেই দলের ভাবমূর্তির স্বার্থে এক শ্রেণির নেতা-কর্মীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবেরা। কিন্তু বিধানসভা ভোটে সিপিএমের ভরাডুবির পরেও সেই সব নেতারা বহাল তবিয়তে থেকে গিয়েছেন বলে দলেরই কর্মীদের অভিযোগ। ব্যারাকপুর শিল্পাঞ্চলের লোকাল সম্মেলনগুলিতে প্রশ্ন উঠছে, যে নেতারা দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ, তাঁরা এখন শাসক দলের কিছু নেতা-মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে দলে ‘কর্তৃত্ব’ জারি রেখেছেন কী করে? তা হলে আর ‘শুদ্ধকরণে’র কথা বলা হচ্ছে কেন? সম্মেলন ঘিরে দলীয় বিবাদের এই ছবিই ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে নিমতা-২ লোকাল কমিটির সম্মেলনে।
বিস্তারিত...
আলোচনার সিদ্ধান্ত, তবুও
সিপিএম-ফব জট অব্যাহত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
দু’দলের জেলা নেতৃত্ব শরিকি দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও কোচবিহারে বিভিন্ন লোকাল কমিটি সম্মেলনের প্রতিবেদনে ফরওয়ার্ড ব্লকের তুলোধোনা অব্যাহত রাখল সিপিএম। কোচবিহার সদরের ঘুঘুমারি, দিনহাটার নাজিরহাট, বুড়িরহাট ও গোসানিমারিতে রবিবার সিপিএমের লোকাল কমিটির সম্মেলন ছিল। তার মধ্যে কোচবিহারের ঘুঘুমারি লোকাল কমিটির প্রতিবেদনে সরাসরি বামফ্রন্টের ঐক্যে ফাটল ধরার কথা স্বীকার করে বাম শরিক ফ ব-কে কাঠগড়ার তোলা হয়েছে। নাজিরহাট লোকাল কমিটির সম্মেলনেও গত পঞ্চায়েত ভোটে দলের দিনহাটা জোনাল কমিটির সম্পাদক তথা জেলা পরিষদ প্রার্থী তারাপদ বর্মনকে হারাতে শরিক দল তৃণমূলকে ভোট দিয়েছে বলে ফব-র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ফলে, কোচবিহারে ফ্রন্টের দুই শরিকের সম্পর্কে ‘টানাপোড়েন’ মিটছে না। সিপিএমের একের পর এক লোকাল কমিটির সম্মলনে এ ভাবে তাঁদের কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ফ ব নেতৃত্ব ২৪-২৮ নভেম্বর জেলায় বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচিতে অংশ না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি সামলাতে ২৫ নভেম্বর কোচবিহারে ফ ব-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কিন্তু ওই বৈঠক কতটা ‘ফলপ্রসূ’ হবে, তা নিয়ে দুই শরিক দলের নেতা-কর্মীদের মধ্যেই সংশয় সৃষ্টি হয়েছে।
বিস্তারিত...
এসজেডিএ নিয়ে শাসক জোটে
ফের টানাপোড়েন জলপাইগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) পরিচালন সমিতিতে জলপাইগুড়ির পুর চেয়ারম্যান এবং বিধায়ককে না-রাখায় কংগ্রেস-তৃণমূলের মধ্যে ফের ‘টানাপোড়েন’ শুরু হয়েছে। এক দিকে, এসজেডিএ-র সদস্য হিসেবে শহরের দুই নির্বাচিত জনপ্রতিনিধিকে রাখা হয়নি। তার উপরে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ দ্রুত চালু করতে আসরে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তিনি ঘনঘন জলপাইগুড়িতে গিয়ে স্পোর্টস কমপ্লেক্স, হাসপাতাল ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নের কাজও ত্বরান্বিত করছেন। এর ফলে জলপাইগুড়িতে তৃণমূলের সংগঠন ক্রমশ জোরদারের চেষ্টা হচ্ছে, এমন ‘আশঙ্কা’য় জেলা কংগ্রেসের নেতাদের একাংশের নির্দেশে আন্দোলনে নেমে পড়েছেন দলের যুব সংগঠনের নেতা-কর্মীরা। পাল্টা সভা-সমাবেশ শুরু করেছেন যুব তৃণমূলের নেতা-সমর্থকেরাও। তার জেরে জলপাইগুড়ি শহর ও লাগোয়া এলাকায় দুই শরিকের মধ্যে ‘টানাপোড়েন’ বেড়ে চলায় জোট শিবিরের একাংশে ‘উদ্বেগ’ তৈরি হয়েছে।
বিস্তারিত...
ইট, বালি ফেলে রাস্তা ঢাকলে শাস্তি অভিযুক্তদের
শান্তনু ঘোষ • কলকাতা
এ বার থেকে বাড়ি তৈরি ও ব্যবসার জন্য রাস্তায় যত্রতত্র বালি, সিমেন্ট, খোয়া ফেললেই অভিযুক্তের শাস্তি হিসেবে জেল ও জরিমানা দু’টিই হতে পারে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এমনই কড়া পদক্ষেপ নিতে শুরু করল হাওড়া সিটি পুলিশ। পুলিশকর্তাদের দাবি, যানবাহন ও পথচারীদের অসুবিধা করে ইমারতি দ্রব্য রাখলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ মানুষ। সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লিলুয়া বড় গেট এলাকায় জি টি রোডের উপর ফুটপাথ দখল করে স্টোনচিপস্, বালি রাখার অভিযোগে বালি থানায় একটি অভিযোগ দায়ের করেন বালি ট্রাফিক গার্ডের এক অফিসার। তিনি অভিযোগে জানান, ইমারতি দ্রব্য পড়ে থাকার কারণে রাস্তা খারাপ হচ্ছে, গাড়ির গতি কমে যানজট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। তদন্তে নেমে বালি থানার পুলিশ লিলুয়া এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দালাল-দাপটে ভোগান্তি
পরিবহণ দফতরে
প্রকাশ্য সভায় আলোচনায
বসার প্রস্তাব কেএলও-র
দক্ষিণবঙ্গ
ধুঁকছে বিশেষ জেলা
তথ্য-সংস্কৃতি দফতর
দুষ্কৃতীদের তাণ্ডবে
স্থগিত পরীক্ষা
বর্ধমান
ইন্ডোর স্টেডিয়াম সংস্কার
নিয়ে দুর্নীতির অভিযোগ
সব বই তাদের জন্য,
জেনেই খুশি খুদেরা
পুরুলিয়া
দু’টাকা কিলো দরের চালের
কার্ড বিলি নিয়ে গোলমাল
সাত বছরেও শৌচাগার
বসেনি পাঁচপুকুরে
মুর্শিদাবাদ
প্রতিশ্রুতিই সার,
ভরসা সেই সাঁকো
রাস্তা সংস্কার করতে
গিয়েই যানজট
মেদিনীপুর
তদারকির অভাবে
ব্যাহত উন্নয়ন-কাজ
এফসিআই গুদামে
চুরি, ধৃত নৈশপ্রহরী
কলকাতা
২৮.৬/১৯.৭
আজকের দিনে
• বিশ্ব টেলিভিশন দিবস
•
১৮৭০:
অস্ট্রেলীয় ক্রিকেটার
জো ডার্লিঙের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.