ইন্ডোরের সভায় কংগ্রেসের তোপ, জবাব দিল তৃণমূলও |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কেউ বললেন, “কংগ্রেস ভিক্ষাবৃত্তি করবে না।” কেউ বললেন, “কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হলে প্রতিবাদে নামবই।” কেউ বললেন, “১৯ জন সাংসদের জন্য ইউপিএ-২ সরকারের পতন হবে না। হুমকি দেবেন না!” কেউ বললেন, “রাজ্যে পরিবর্তন কি শুধু ঝান্ডারই পরিবর্তন?” |
|
সমালোচনা স্বাভাবিক, মমতাকে বার্তা দিল্লির |
জয়ন্ত ঘোষাল, নয়াদিল্লি: এ বার কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিলেন, জাতীয় স্তরে তৃণমূল যেমন কংগ্রেসের সমালোচনা করতে পারে, রাজ্যে তেমনই কংগ্রেসেরও সেই সুযোগ থাকা উচিত। দিল্লিতে আজ দলীয় সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মমতার সরকারকে পূর্ণ সহযোগিতা করলেও রাজ্য স্তরে কংগ্রেস যে হেতু একটি পৃথক শরিক দল, তাই তারা নিজেদের কথা বলতেই পারে। সমালোচনার এই রাজনৈতিক পরিসর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। দলের রাজ্য নেতা-নেত্রীরা যে তৃণমূল সম্পর্কে ধীরে ধীরে সমালোচনামূলক অবস্থান নিচ্ছেন, তাতে
কংগ্রেস হাইকম্যান্ডের প্রচ্ছন্ন সমর্থনই রয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সরকারি আধিকারিকদের দিয়ে পঞ্চায়েতে ‘উন্নয়নের কাজে’ নজরদারির যে মডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে চাইছেন, তার বিরুদ্ধে আগেই ‘আপত্তি’ জানিয়েছিল তাঁর কংগ্রেস। এ বার দলের পঞ্চায়েতি-রাজ সম্মেলনে ‘আমলাতান্ত্রিক’ সেই মডেলের বিরোধিতায় ‘আপত্তি’র সুর আরও চড়া করে কেন্দ্রে ও রাজ্যে শরিক তৃণমূলকে ‘বার্তা’ দিলেন কংগ্রেস নেতৃত্ব। |
মমতার পঞ্চায়েত
মডেলের বিরুদ্ধে
সরব প্রণব-অধীর |
|
স্টেডিয়াম বেসরকারি হাতে
দিতে চলেছে রাজ্য সরকার |
কর্মী-তথ্য পেশ, বেতনের
পথ খুলল দুই পরিবহণে |
|
মধ্যস্থতার সাফল্যে সংশয় রাজ্যপালের |
|
টুকরো খবর |
|
|