মধ্যস্থতার সাফল্যে সংশয় রাজ্যপালের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাওবাদীদের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা ‘ফলপ্রসূ’ না হলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন রাজ্যপাল এম কে নারায়ণন। কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে রবিবার রাজ্যপাল বলেন, “মধ্যস্থতাকারীদের আলোচনা সফল হবেই, এমন কোনও কথা নেই। এর আগে অন্ধ্রপ্রদেশও এই চেষ্টা করেছে। মনে রাখতে হবে, এ রাজ্যের মধ্যস্থতাকারীরা মাওবাদীদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। কিন্তু মাওবাদীদের সংগঠন এ রাজ্যের বাইরেও বিস্তৃত। সুতরাং খুব সহজে সাফল্য আসবে না।” রাজ্যপালের মতে, এ দেশের মাওবাদী-সমস্যা একটি ‘বৃহৎ আর্থ-সামাজিক সমস্যা’ এবং এর পিছনে বিশিষ্ট জনেদের একাংশের ‘সমর্থন’ রয়েছে। সুতরাং অভিযান বা আলোচনা—নির্দিষ্ট কোনও বাঁধা-ধরা পথে মাওবাদী-সমস্যা মিটবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই মধ্যস্থতাকারীদের মহাকরণে ডেকে পাঠিয়ে তাঁদের বলেছেন, তাঁরা যেন মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যান। ঠিক তার পরের দিনই মধ্যস্থতাকারীদের আলোচনা বিষয়ে রাজ্যপালের ওই প্রতিক্রিয়া যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’। বিশেষত, নারায়ণন এ রাজ্যের রাজ্যপাল হওয়ার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তারও আগে তিনি ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান।
সেই প্রেক্ষিতে মাওবাদী কার্যকলাপ এবং তাদের মোকাবিলার পদ্ধতি নিয়ে তিনি সম্যক অবহিত। তাই নারায়ণনের এ দিনের মন্তব্য বিশেষ ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করছে রাজ্য প্রশাসনেরই একাংশ। তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মাওবাদী মোকাবিলার পদ্ধতিকে ‘স্বাগত’ই জানিয়েছেন। |