|
|
|
|
লক্ষ্য অভিন্ন নীতি নির্ধারণ |
টোল ট্যাক্স নিয়ে কাল বৈঠক পূর্বে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জোর-জুলুম করে ‘টোল ট্যাক্স’ আদায়ের অভিযোগ ছিলই পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত সমিতিগুলির বিরুদ্ধে। সম্প্রতি টাকা আদায়ের সময় পরিবহণ কর্মীদের মারধরের অভিযোগও ওঠায় নড়েচড়ে বসেছে জেলা পরিষদ ও প্রশাসন। জেলার বিভিন্ন রাস্তায় টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে অভিন্ন নীতি নির্ধারণে তাই বৈঠকের ডাক দিয়েছে জেলা পরিষদ। কাল, মঙ্গলবারের ওই বৈঠকে থাকবেন প্রশাসন, পূর্ত দফতরের আধিকারিক,
বাস-লরি-ট্রেকার মালিকপক্ষ ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “আমরা বেআইনি ভাবে টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে। বাম আমলে এ সব শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে। রাস্তা সংস্কারের জন্য ট্যাক্স আদায় করলেও তার জন্য জেলাব্যাপী অভিন্ন নিয়ম থাকা দরকার। বন্ধ হওয়া দরকার জোরজুলুম। এ সব বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হবে।”
অভিযোগ, জেলার বিভিন্ন ছোট-বড় রাস্তা এমনকী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তায় টোল বসিয়ে নিজেদের মতো টাকা আদায় করছে পঞ্চায়েত সমিতিগুলি। কোথাও কোথাও টোল আদায়ের জন্য পঞ্চায়েত সমিতিগুলি মোটা টাকায় কোনও সংস্থা বা ব্যক্তিকে দরপত্র দিচ্ছে বলেও অভিযোগ। পঞ্চায়েত সমিতিগুলির দাবি, রাস্তা সংস্কারের জন্য ওই ট্যাক্স আদায় করা হয়। এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী অবশ্য এ ভাবে টাকা আদায়ে অন্যায়ের কিছু দেখছেন না। রাস্তা সংস্কারের জন্যই টাকা তুলতে হয় বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “ব্লকের জিনন্দপুর, পাহাড়পুর রাস্তায় বছর দশেক ধরে এ ভাবে টোল বসিয়ে ট্যাক্স আদায় হচ্ছে। তবে ট্যাক্স আদায় করতে গিয়ে জুলুম করা অনুচিত।”
জেলার প্রায় প্রতিটি ব্লকেই এই ভাবে টোল ট্যাক্স আদায় হয় বলে জেলা পরিষদ সূত্রে খবর। কখনও কখনও একই রাস্তা দু’টি ব্লক দিয়ে গেলে একাধিক বার ট্যাক্স দিতে হয় বলে অভিযোগ। এগরা ২ ব্লকের জিনন্দপুর, পটাশপুর ১ ব্লকের সিংদা মোড়, পটাশপুর ২ ব্লকের খাড়-সহ জেলার বিভিন্ন জায়গায় এই ভাবে ট্যাক্স আদায়ের প্রতিবাদে সম্প্রতি সরব হয়েছেন পরিবহণ ব্যবসায়ীরা। এই নিয়ে ১৮ নভেম্বর কাঁথির সাতমাইল ট্রেকার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শশাঙ্কশেখর মাইতি, পীযূষ চক্রবর্তী জেলা পরিষদে একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, “খাগদা, দুবদা, বলাগেড়িয়া, পাহাড়পুর, কাঁথি রুটে টোল ট্যাক্স দিতে জেরবার হচ্ছেন ট্রেকার মালিকেরা।” |
|
|
|
|
|