|
|
|
|
কাঠি নাচ পুনরুজ্জীবনে অনুষ্ঠান ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার ‘বাগাল’ সম্প্রদায়ের জীবনচর্যার সঙ্গে জড়িয়ে রয়েছে ‘কাঠি নাচ’। বিলুপ্তপ্রায় সেই কাঠি নাচ পুনরুজ্জীবনে শনিবার ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন মঞ্চে এক আলোচনাসভা ও নৃত্যানুষ্ঠান হল। অনুষ্ঠানের আহ্বায়ক ও আয়োজক ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট লোকশিল্প ও সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায়। আলোচনায় যোগ দেন রাজ্য লোকসংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু, রাজ্যের উপ তথ্য-অধিকর্তা ভানুচরণ মারাণ্ডি, ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, মহকুমা অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক শিবানীশঙ্কর দাস, শিক্ষাবিদ (পাঁশকুড়া বনমালী কলেজের বাংলার বিভাগীয় প্রধান) বিশ্বরঞ্জন গরাই, ঝুমুরগানের বিশিষ্ট শিল্পী বিজয় মাহাতো প্রমুখ। |
|
স্থানীয় দেবেন্দ্রমোহন মঞ্চে দেবরাজ ঘোষের তোলা ছবি। |
পশ্চিম মেদিনীপুরের সুবর্ণরেখা নদি-সংলগ্ন দাঁতন, কেশিয়াড়ি, সাঁকরাইল ও গোপীবল্লভপুর এলাকায় বসবাসকারী ‘বাগাল’দের নিজস্ব আঞ্চলিক কথ্য-ভাষা, সংস্কৃতি, পালাপার্বণ ও প্রথা-প্রকরণ রয়েছে। তারই মধ্যে উল্লেখযোগ্য হল এই কাঠি নাচ। বিলুপ্তপ্রায় এই লোকসংস্কৃতি পুনরুজ্জীবনে উদ্যোগী হয়েছেন বিশিষ্ট লোকশিল্প ও সংস্কৃতি গবেষক সুব্রতবাবু। দীর্ঘ কয়েক বছর ধরে জেলার ২৫টি বাগাল-অধ্যুষিত গ্রামে ক্ষেত্রসমীক্ষা করেছেন তিনি। সুব্রতবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বছর দু’য়েক আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ‘কাঠি নাচ’ পুনরুজ্জীবনে সাহায্য-অনুদান দিয়েছে। সুব্রতবাবু বলেন, “বাগাল শব্দটি গো-চারণের সঙ্গে যুক্ত। জনশ্রুতি, মোহন বাঁশি বাজিয়ে কৃষ্ণ গো-চারণে যেতেন। নৃত্যশিল্পীদের পোষাকে এবং কাঠি নাচের গানের কথায় ও মুদ্রায় রয়েছে কৃষ্ণকথার ইঙ্গিত।” কাঠি নাচের প্রবীণ-শিল্পী মুরলী খিলারি, রমানাথ খিলারিরাও এই প্রসঙ্গে সহমত পোষণ করে জানান, বাগাল সম্প্রদায়ভুক্তরা নিজেদের কৃষ্ণের উত্তরসূরি বলে মনে করেন।
কাঠি নাচের মুদ্রাগুলি অনেকটা গুজরাটের ডান্ডিয়া নৃত্যের মতো। মোট ১৮ জনের দলে নৃত্য পরিবেশন করে ৬ জন কিশোর ও ৫ জন কিশোরী। প্রতি নৃত্যশিল্পীর হাতে থাকে একজোড়া লাল কাঠি। দলে ৩ জন গায়ক ও ৪ জন বাদক থাকেন। গান এবং ধামসা-মাদলের যন্ত্রানুসঙ্গে পরস্পরের সঙ্গে কাঠি বাজিয়ে নাচে অংশ নেয় কিশোর-কিশোরীরা। শনিবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে কাঠি নাচ পরিবেশন করে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের দিগারবাঁধ গ্রামের একটি দল। |
|
|
|
|
|