First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

আজকের শিরোনাম
• রেজ্জাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ তৃণমূলের
স্থানীয়দের তৎপরতায় বাঁচল ছ’টি প্রাণ
স্কুলে পড়ার সময় বয়েজ স্কাউটের প্রশিক্ষণ নেওয়া ছিল প্রসাদ মাহাতো, সঞ্জয় মাহাতো ও ললিত মাহাতোদের। রবিবার ভোররাতে বিপদ দেখেই ঝাঁপিয়ে পড়েছিলেন এই তিন যুবক। কিন্তু মানিকপাড়া বাজারের ব্যবসায়ী কৃষ্ণেন্দু সেন, অমলেশ সাউ ও দিলীপ ভূঞ্যাঁদের মতো আমজনতার বিপর্যয় মোকাবিলা করার কোনও পূর্ব অভিজ্ঞতাই ছিল না। তা সত্ত্বেও তাঁরা সকলেই হাতে -হাত ধরে প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের গ্রাস থেকে বাঁচালেন ৬টি প্রাণ। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবসরপ্রাপ্ত ডাক -কর্মী অধীনচন্দ্র দত্তের অভিশপ্ত দোতলা বাড়িটির এক তলার যে ঘরে তাঁর ছোট ছেলে সঞ্জীব দত্ত ওরফে টুলুর ইলেকট্রনিক্স -সরঞ্জাম মেরামতির দোকান ছিল, সেই ঘর থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া কার্যত গোটা বাড়িটাকে গ্রাস করে নিয়েছিল। রবিবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ কৃষ্ণেন্দুবাবুরা পৌঁছে যান সেখানে।
এই সংক্রান্ত আরও খবর
• পুড়ে মৃত্যু একই বাড়ির ছ’জনের
জমি উদ্ধারে সিপিএম, মরিয়া আরাবুলরাও
পঞ্চায়েত ভোট যত কাছাকাছি আসছে, উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। একের পর এক ঘটনায় নাম জড়িয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে চলেছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম! তবে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের বরাভয় রয়েছে আরাবুলের সঙ্গেই! সিপিএমের বর্ষীয়ান বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার উপরে রবিবারের হামলার পরেও যার ব্যতিক্রম হয়নি। গত কয়েক মাস ধরেই ভাঙড়ে একাধিক বার সিপিএম এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। কেন ভাঙড়েই এত উত্তেজনা? জেলার রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, ওই এলাকায় ঘর গোছাচ্ছে সিপিএম। ঘন ঘন সভা-সমাবেশ হচ্ছে তাদের। ‘ভাঙড়ের ভূমিপুত্র’ রেজ্জাক নিজেও হাজির থাকছেন সেখানে। মাস তিনেক আগে বিজয়গঞ্জ বাজারে তাঁর উপরে হামলা করতে উদ্যতও হয়েছিলেন তৃণমূল সমর্থকেরা। ভাঙড় এলাকায় সিপিএমের সভায় ইদানীং ভিড় হচ্ছে চোখে পড়ার মতো।
সহকর্মীরা পাশে, তবু ফিরতে নারাজ ইলিয়াস
চার বছর আগের ৫ জানুয়ারি তাঁকে পাকাপাকি অতীতে পাঠিয়ে দিয়েছিল। কিছু ক্ষোভ, কিছু অভিমানে সেই অতীত থেকে আর বর্তমানে ফিরতে চান না শেখ ইলিয়াস মহম্মদ! দলের সহকর্মীরা যোগাযোগ রাখেন। বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে খোঁজ নিতে হাজির হন জেলার নেতারাও। কমিউনিস্ট পার্টির বহিষ্কৃত সদস্যের সঙ্গে যে আচরণ সচরাচর হয় না। তবু নন্দীগ্রামের প্রাক্তন সিপিআই বিধায়ক ইলিয়াস আর দলে ফিরতে রাজি নন। পুরনো ক্ষত তাঁর মোছেনি। বলছেন, “শরীর আমার ভাল নেই। কী হবে আর এ সব করে? এই কোনও ভাবে কেটে যাচ্ছে।” জমি-আন্দোলনকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রামের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছিল ইলিয়াস-কাণ্ড। একটি বেসরকারি চ্যানেলের গোপন ক্যামেরায় ধরা পড়েছিল, বিধায়ক আবাসে বসে শংসাপত্র লিখে দেওয়ার জন্য ঘুষ নিচ্ছেন নন্দীগ্রামের তৎকালীন বিধায়ক। কেলেঙ্কারি সামনে আসতেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ইলিয়াস।
চার নাবালিকাকে ধর্ষণের
অভিযোগে গ্রেফতার দোকানি
চার নাবালিকাকে কেক-বিস্কুট খাওয়ানোর নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক মুদির দোকানির বিরুদ্ধে। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার নামোপাড়ার ঘটনা। বৃহস্পতিবারের ঘটনা হলেও তা জানাজানি হয় শনিবার রাতে। উত্তেজিত জনতা রবিলোচন দে নামে ওই দোকানির বাড়িতে চড়াও হতে যায়। বেগতিক বুঝে প্রথমে পালিয়ে যান অভিযুক্ত। পুলিশের হস্তক্ষেপে জনরোষের হাত থেকে রক্ষা পায় অভিযুক্তের পরিবার। যদিও শনিবার রাতেই পুলিশ গ্রেফতার করে রবিলোচনকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে তাদের কাছে অপরাধ কবুল করেছেন ওই দোকানি। রবিবার অভিযুক্তকে ১৪ দিন জেল হফাজতে রাখার নির্দেশ দেন বাঁকুড়ার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। শনিবার রাতে ওই চার নাবালিকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল বেলিয়াতোড় স্বাস্থ্যকেন্দ্রে। জেলার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “এ দিন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই চার জনের ডাক্তারি পরীক্ষা হয়েছে। সোমবার রিপোর্ট পাব।”
একশো দিনের কাজে পিছিয়েই রয়েছে জঙ্গলমহল
একশো দিনের কাজ প্রকল্পে পশ্চিম মেদিনীপুরে পিছিয়ে রয়েছে জঙ্গলমহল এলাকা। জেলা প্রশাসনের পর্যালোচনায় এই তথ্যই সামনে এসেছে সম্প্রতি। জেলার ২৯টি ব্লকের কাজের পর্যালোচনা করে একটি র্যাঙ্কিং তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার একেবারে নীচের দিকে রয়েছে জঙ্গলমহলের লালগড় (বিনপুর ১ ) , গোপীবল্লভপুর, সাঁকরাইলের মতো ব্লক। পরিস্থিতি দেখে বিডিওদের চিঠি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। জেলা প্রশাসন সূত্রে খবর, চিঠি পাঠানো হয়েছে মহকুমাশাসকদের কাছেও। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে যেন কাজের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট জেলায় এসে পৌঁছয়। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “প্রতিটি জেলাতেই এ ভাবে র্যাঙ্কিং তালিকা তৈরি হয়। প্রকল্পের ক্ষেত্রে জঙ্গলমহল এলাকার পরিস্থিতি একটু খারাপ, এটা ঠিক। তবে কাজে গতি নিয়ে আসার সব রকম চেষ্টা চলছে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। নজরদারিও বাড়ানো হয়েছে।”
ফের শালীনতার গণ্ডি ছাড়ালেন জ্যোতিপ্রিয়
স্কুলছাত্রীর নিগ্রহ রুখে বাবা
প্রহৃত, অভিযুক্ত কাউন্সিলর
ধর্ষণ, শ্লীলতাহানি-সহ নারী-নিগ্রহ নিয়ে দিল্লি-কলকাতায় যতই তুলকালাম চলুক, বারাসত আছে বারাসতেই। শনিবার বারাসতের উত্তর অশ্বিনীপল্লিতে এক কিশোরীকে উত্ত্যক্ত করতে করতে পিছু নেয় এক তরুণ। তাকে তখনকার মতো বাধা দিয়ে ওই তরুণের নামে থানায় ডায়েরি করেন কিশোরীর বাবা। রবিবার ওই তরুণের পক্ষ নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সজল ভট্টাচার্য এবং তাঁর দলবল মেয়েটির বাবাকে মারধর করেন বলে অভিযোগ। মেয়েটির বাবা পরে বারাসত থানায় কাউন্সিলরের নামে এফআইআর করে জানান, ওই তৃণমূল নেতা তাঁর ভাইপো। সপ্তাহখানেক আগেই বারাসতের জগন্নাথপুরে ইটভাটার কাজ থেকে ফেরার সময় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন মাঝবয়সি এক দম্পতি। মহিলাকে গণধর্ষণের পরে খুন করার অভিযোগ ওঠে। পরে তাঁর দেহ পাওয়া যায় ইটভাটার কিছুটা দূরে। দুষ্কৃতীরা তাঁর স্বামীকে মারধর করে গলায় অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মহিলা কনস্টেবলের তৎপরতায় ধৃত দুষ্কৃতী
এক নজরে...
• কংগ্রেসও আক্রান্ত তৃণমূলের হাতে: মানস
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ
বর্ধমান
ফার্নেস ফেটে মৃত্যু শ্রমিকের
শিক্ষিকাদের বেতন আটকানোর অভিযোগ

মুর্শিদাবাদ
মেদিনীপুর

কলকাতা



আজকের দিনে
• ১৯৬১: অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের জন্ম। ১৯৮১ সালে ‘কলিযুগ’ হিন্দি ছবিতে আত্মপ্রকাশ। এছাড়া ‘বিজেতা’, ‘বাজার’, ‘মাসুম’, ‘মির্চ মশালা’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য বহু প্রশংসা কুড়িয়েছেন।

হপ্তা শেষে...
শনিবার রবিবার বৃহস্পতির পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
সোমবার সারাবেলা


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.