কংগ্রেসও আক্রান্ত তৃণমূলের হাতে: মানস
রাজ্য জুড়ে তৃণমূলের হাতে তাঁদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। রবিবার আসানসোলে এক জনসভায় তাঁর হুঁশিয়ারি, এ সব বন্ধ না হলে তাঁরা আন্দোলনে নামবেন।
শনিবারই পূর্ব মেদিনীপুরের এগরায় দলীয় সভায় যাওয়ার সময়ে কংগ্রেস কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। জনা পঁচিশ কংগ্রেস কর্মী জখম হন। প্রতিবাদে পটাশপুর থানায় অবস্থান বিক্ষোভ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অসিত মাল, মানসবাবু প্রমুখ। মানসবাবুর অভিযোগ, “আমাদের কর্মীদের তৃণমূলের লোকেরা রড, লাঠি দিয়ে মারে। পার্টি অফিস ভাঙচুর হয়েছে।” কংগ্রেসের অভিযোগ, ক’দিন আগে খেজুরিতেও এমন ঘটেছিল। প্রতিবাদে সোম ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বেলা ১১ থেকে ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি নিয়েছে কংগ্রেস।
রবিবার আসানসোলের জনসভায় মানসবাবুর দাবি, “এখানেও আমাদের কর্মীদের উপরে হামলা হচ্ছে। ২০১৬ বিধানসভা ভোটের আগে পর্যন্ত আমরা বিরোধী আসনেই বসব। সংগঠন টিকিয়ে রাখতে হলে কর্মীদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যেতে হবে।” এখনও আসানসোলে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, অভিযোগ মানসবাবুর। তাঁর দাবি, তৃণমূলের হাত ধরেই মাফিয়ারা এখন এলাকার দখল নিচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য এই অভিযোগ মানেননি। আসানসোল পুরসভায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও ক্ষমতায় রয়েছে, তা স্মরণ করিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, “পুরবোর্ড ভাঙব না। তবে কর্মীদের প্রতি অন্যায়ও বরদাস্ত করব না। মনে রাখুন, পরিবর্তনেরও পরিবর্তন হয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.