মহানাটকীয় জয়ে অশৌচের
আবহাওয়া থেকে মুক্তি ধোনিদের |
গৌতম ভট্টাচার্য, নয়াদিল্লি: রবি শাস্ত্রী সকালে তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন, “হ্যাপি ফর্টিয়েথ বার্থডে” বলে।
শুভেচ্ছাপ্রাপকও দ্রুতই একমত: “পুরুষের বয়স চল্লিশের পর আর বাড়ে না। চল্লিশটাই আমার ঠিক আছে।” জন্মদিনে
ব্র্যান্ড নিউ কালো স্যুটে এ দিন কমেন্ট্রি করতে এসেছেন। তিনি, কপিল দেব নিখাঞ্জ, বয়স যতই হোক, ৪০ বা ৫৪,
দারুণ জন্মদিনের উপহার যে তাঁকে ধোনির দল দিল, কোনও সন্দেহ নেই। কপিলের নেতৃত্বেই আঠাশ বছর
আগে পাকিস্তানের বিরুদ্ধে শারজায় তার সর্বকালের অন্যতম সেরা ওয়ান ডে ম্যাচ জিতেছিল ভারত। |
|
চেতন নারুলা, নয়াদিল্লি: ঘরের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হারে আনন্দের কিছু নেই। তবু দিল্লিতে শেষ ওয়ান ডে-তে দশ রানের উত্তেজক জয়ের পর হাসছেন মহেন্দ্র সিংহ ধোনি। সিরিজ হার নিয়ে ভারত অধিনায়ক বলছেন, “সিরিজের প্রথম দুটো ম্যাচ আমরা হেরেছিলাম। তাই এ রকম উত্তেজক ভাবে ক্লোজ ম্যাচ জিততে পারলে তো ভাল লাগবেই।” কোটলার জয়ের জন্য কাকে কৃতিত্ব দেবেন? “জয়ের জন্য কোনও একজন প্লেয়ারকে কৃতিত্ব দেওয়া যাবে না। আজকের জয়ের পিছনে গোটা দলের অবদান রয়েছে।” |
নতুন বোলিং আক্রমণ তৈরিই
এখন ধোনির লক্ষ্য |
|
বরাবর এ ভাবেই চাপ সামলায় সামি |
|
সৌরাশিস লাহিড়ি: ৪৮তম ওভারটা যখন শুরু হল, তখন থেকেই মনে হতে লাগল, ভারত ম্যাচটা জিতবে। কারণ, বোলারের নাম যে মহম্মদ সামি। একই ক্লাবের হয়ে মাঠে নামি আমরা। ও কী করতে পারে, তা খুব ভাল করেই জানি। যখন ওর বল আজমলের ব্যাটের কানা ছুঁয়ে সোজা ধোনির গ্লাভসে ঢুকে পড়ল, তখন জয় নিয়ে আর কোনও সন্দেহ ছিল না। কারণ বিশ্বাস ছিল, সামি আবার ধাক্কা দেবে। নিজে আর উইকেট না নিলেও রান আউট একটা হল। সবচেয়ে বড় কথা সেই ওভারে সামি একটাও রান দেয়নি। |
|
ফিরলেন চেনা সচিন |
|
হাসির বিদায়ী টেস্টে
সিরিজ অস্ট্রেলিয়ার |
|
|
বিদ্রোহ মেটাতে আপসের রাস্তায় টেনিস ফেডারেশন |
|
বারাসতকে হারিয়ে শেষ চারে বর্ধমান |
|
টুকরো খবর |
|
|