এখনও সেঞ্চুরি করে আকাশের দিকে মাথা তুলে তাকান। এখনও সেঞ্চুরির পর অন্ধভক্ত মাঠে ছুটে এসে পায়ে লুটিয়ে পড়ে। সচিন তেন্ডুলকরকে ঘিরে আবেগ আছে আগের মতোই। তাঁকে ঘিরে পরিচিত দৃশ্যগুলোও দেখা গেল রবিবারের ওয়াংখেড়েতে। মুম্বইয়ের হয়ে রঞ্জিতে সেঞ্চুরি করছেন সচিন (১০৮)। প্রায় একই সময় দিল্লিতে পাক বোলিংয়ের সামনে বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং। দিনের শেষে কোটলায় ভারত জিতল। ওয়াংখেড়েতে কি সচিনও জিতলেন না?
রবিবার বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সচিনের ব্যাটিং চলার সময় টুইটারে ঝড় উঠল। কেউ লিখলেন, ভারত-পাক ম্যাচের চেয়ে মুম্বই-বরোদা ম্যাচের টিআরপি বেশি। কারও মন্তব্য, ওই তো সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বর আবার ব্যাট তুলছেন। কেউ শোকাহত, সচিন আর ওয়ান ডে-তে নেই! |
গুরুপ্রণাম। রবিবার রঞ্জিতে সেঞ্চুরির পরে। ছবি: পিটিআই |
শুষ্ক পরিসংখ্যান বলছে, রঞ্জিতে ১৮তম সেঞ্চুরি হল সচিনের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০টা (গাওস্করের রেকর্ডের থেকে এক কম)। এ দিন ওয়াসিম জাফর (১৩৭ ন.আ.) আর সচিন মিলে তৃতীয় উইকেটে ২৩৪ রান তুললেন। দিনের শেষে মুম্বই ২৭২-৩। জাফরের বাবা হাসপাতালে ভর্তি। সেই অবস্থায় খেলে সেঞ্চুরি করে গেলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। কিন্তু সে সব আজ পিছনের সারিতে। আজ দিনটা সচিনের। তা তাঁর গায়ে যে জার্সিই থাকুক না কেন।
এ দিকে, ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রস্তুতি ম্যাচে এ দিন ভারত ‘এ’-র কাছে হারল ইংল্যান্ড এগারো। মন্দ আলোয় বিঘ্নিত ম্যাচে ভারত ‘এ’ জিতল ৫৩ রানে। ২২৪ তাড়া করতে নেমে ১৭৫ অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সাত ওভারে ১৬ রান দিয়ে একটা উইকেট নিলেন শ্রীসন্থ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার। |