জয়ের হাসি মুখেই এসসিজি-তে টেস্ট জীবনে ইতি টানলেন মাইকেল হাসি। তাঁর ‘ফেয়ারওয়েল টেস্ট’ জেতার পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও ৩-০ জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনির ক্রিকেট জনতা এবং সতীর্থদের অভিবাদনের মাঝে মাঠ ছাড়ার সময়ও স্বভাবসিদ্ধ রসিকতাও বাদ দিলেন না মাইকেল ক্লার্কদের ‘মিস্টার ক্রিকেট’। বললেন, “অন্যতম পছন্দের মাঠে খেলা ছাড়লাম। ব্যাট করতে যাওয়ার সময় এ বার থেকে আর পেটের মধ্যে অস্বস্তি হবে না।” ততক্ষণে অবশ্য মাঠেই খবর চলে এসেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে নির্বাচকরা রাখেননি হাসিকে। ফলে এখানেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ইতি পড়ে গেল। |
বিদায় বেলায় হাসি। রবিবার সিডনিতে। ছবি: এপি |
রিকি পন্টিংদের দলে তিনি ‘লেট কামার’। ২০০৫-এর নভেম্বরে যখন টেস্ট জীবন শুরু করেন, বয়স তিরিশের কোঠায়। দলে তাঁর নির্বাচন নিয়ে মুখ খুলেছিলেন সমালোচকদের কেউ কেউ। কিন্তু ব্যাগি গ্রিন টুপি মাথায় বাঁ হাতি মাইকেল হাসি সেই সমালোচনা থামিয়েছিলেন ব্যাট হাতেই। ৭৯ টেস্টে ৬২৩৫ রান। এক দিনের ম্যাচেও তাঁর ঝোলায় পাঁচ হাজারের ওপর রান। ক্লার্কদের ড্রেসিংরুমে এতদিন জয়ের বিখ্যাত গান, “আন্ডার দ্য সাদার্ন ক্রস’ শুরু করতেন তিনিই। বিদায়বেলায় সেই দায়িত্ব হাসি দিয়ে গিয়েছেন সতীর্থ নাথান লিঁয়কে। তাঁর কথায়, “নাথানই এই গান শুরুর যোগ্য ব্যক্তি।”
|
• টেস্ট ৭৯, রান ৬২৩৫, সেঞ্চুরি ১৯, গড় ৫১.৫২
• ওয়ান ডে ১৮৫, রান ৫৪৪২, সেঞ্চুরি ৩, গড় ৪৮.১৫। |
|