দীর্ঘ টানাপোড়েনের পর প্লেয়ারদের সঙ্গে আপসের রফাসূত্রে হাঁটতে শুরু করে দিল সর্বভারতীয় টেনিস সংস্থা। মহেশ-সোমদেবদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হল। যেমন সাপোর্ট স্টাফ বদলানো হল, পাল্টানো হল কোচ। রাত পর্যন্ত মহেশ ভূপতি বা প্লেয়ারদের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।
প্লেয়ারদের তরফে ছ’দফা দাবি পেশ করা হয়েছিল টেনিস সংস্থার কাছে। বলা হয়েছিল, আমাদের পছন্দ মতো ডেভিস কাপ দলে নতুন অধিনায়ক, নতুন কোচ চাই। সঙ্গে পাল্টাতে হবে টিমের ডাক্তার এবং ফিজিওথেরাপিস্টকেও। না হলে ডেভিস কাপে নামবেন না প্লেয়াররা। উপরোক্ত দাবির সিংহভাগ মেনে নেওয়া হয়েছে। কিন্তু প্লেয়ারদের পছন্দ মানা হয়নি।
নন্দন বালের জায়গায় কোচ করা হয়েছে জিশান আলিকে। প্লেয়ারদের পছন্দ ছিল আদিত্য সচদেবকে। যিনি য়ুকি ভামব্রির কোচ ছিলেন। কিন্তু এআইটিএ পরিষ্কার জানিয়ে দেয়, টিমের ক্যাপ্টেন হবে অভিজ্ঞ কোনও প্রাক্তন ডেভিসকাপার। কোচকেও অন্তত ডেভিসকাপার হতে হবে। ক্যাপ্টেন এসপি মিশ্রকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টাই পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁর বদলে কে আসবেন, এখনও ঠিক নেই। প্লেয়ারদের পছন্দের কেউ না কি ফেডারেশনের প্রার্থী সেটা নিয়েও ধোঁয়াশা। এআইটিএ এক বিবৃতিতে এ দিন জানিয়েছে, “একজিকিউটিভ কমিটি মনে করছে যে ডেভিস কাপ টিমে এসপি মিশ্রের যা অবদান, তাতে ওঁর প্রভূত সম্মান প্রাপ্য। তাই কোরিয়া টাই পর্যন্ত এসপি মিশ্রকে ক্যাপ্টেন রেখে দেওয়া হচ্ছে।”
ডেভিস কাপের পুরস্কার অর্থের ভাগাভাগি নিয়েও টানাপোড়েন চলছিল দু’পক্ষে। গ্রুপ ওয়ান টাইয়ে পুরস্কারমূল্য বাড়িয়ে ষাট শতাংশ করা হল। প্লেয়ারদের দাবি ছিল সত্তর শতাংশ। ওয়ার্ল্ড গ্রুপের পুরস্কারমূল্য বাড়িয়ে করা সত্তর শতাংশ। দাবি ছিল আশি শতাংশের। দীর্ঘ বাইশ বছর পর টিমের ডাক্তার পদ থেকে সরতে হল ডা: ভেস পেজকেও। প্লেয়ারদের ইচ্ছেয়। সাই কর্তৃপক্ষের সঙ্গে কথার্বাতা বলে পরবর্তী ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট ঠিক করা হবে।
ডেভিস কাপের সারফেস নিয়ে প্লেয়ারদের দাবি আংশিক মঞ্জুর হল। সোমদেবদের বক্তব্য ছিল, দেশের মাটিতে ডেভিস কাপ কোন সারফেসে হবে, সেটা নিয়ে প্লেয়ারদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হোক। ফেডারেশন জানিয়েছে, কোন প্লেয়ার দলে থাকবে, সেটা আগে জানা সম্ভব নয়। তাই ক্যাপ্টেনের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে। তবে পাশাপাশি দেশের সব শহরে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ দেবে ফেডারেশন। পাশাপাশি ওয়ার্ল্ড গ্রুপের টাইয়ে ক্যাপ্টেন সহ চার জনের ক্ষেত্রে বিজনেস ক্লাসে যাতায়াত বরাদ্দ হচ্ছে।
|
চাওয়া |
• সব প্লেয়ারের বিজনেস ক্লাসে যাতায়াতের ব্যবস্থা করতে হবে।
• গ্রুপ ওয়ান টাইয়ে পুরস্কার অর্থের ভাগ ৭০ শতাংশ করতে হবে। ওয়ার্ল্ড গ্রুপে ৮০ শতাংশ।
• সাপোর্ট স্টাফে পরিবর্তন
• সারফেস পছন্দে প্লেয়ারদের মতামত নিতে হবে।
• ক্যাপ্টেন পাল্টাতে হবে।
• কোচ পাল্টাতে হবে। |
পাওয়া |
• ওয়ার্ল্ড গ্রুপে ক্যাপ্টেন-সহ চারজন বিজনেস ক্লাসে যেতে পারবেন। গ্রুপ টাইয়ে সিঙ্গলসে প্রথম একশোয় আর ডাবলসে প্রথম পঞ্চাশে থাকা প্লেয়ার।
• গ্রুপ ওয়ান টাইয়ের পুরস্কারমূল্যের ভাগ বাড়িয়ে ৬০ শতাংশ। টাই জিতলে ৭০ শতাংশ। ওয়ার্ল্ড গ্রুপে ৭০ শতাংশ।
• টিম ডাক্তার ভেস পেজ এবং লিয়েন্ডারের ব্যক্তিগত ফিজিও সঞ্জয় ছাঁটাই। নতুন ডাক্তার-ফিজিও নেওয়া হবে সাইয়ের সঙ্গে কথা বলে।
• কোনও একটি শহরকে বারবার টাই দেওয়া চলবে না। তবে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে ভেনু-সারফেস বাছা হবে।
• দক্ষিণ কোরিয়া টাইয়ের পরে ক্যাপ্টেন পরিবর্তনের প্রতিশ্রুতি। নন প্লেয়িং ক্যাপ্টেন এসপি মিশ্র পদত্যাগ করলেও তাঁকে এই টাই পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে।
• নন্দন বালকে সরিয়ে জিশান আলি কোচ। প্লেয়ারদের পছন্দের আদিত্য সচদেব কোচ হচ্ছেন না। |
|