দিল্লির ঠান্ডাকেই প্রধান প্রতিপক্ষ বলছেন চিডি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মঙ্গলবার আই লিগের ম্যাচে ওএনজিসি নয়, দিল্লির ঠান্ডাকেই নিজেদের প্রধান প্রতিপক্ষ বলছেন ইস্টবেঙ্গলের গোলমেশিন এডে চিডি। রাজধানীতে পৌঁছেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে চিডি বললেন, “এখানে বোধহয় আমাদের প্রধান প্রতিপক্ষ হবে এই কনকনে ঠান্ডাই। এরকম ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা সত্যিই সমস্যার।” গোয়াতে ঠান্ডা ছিল না বললেই চলে। সেখান থেকে রবিবার সন্ধ্যায় সরাসরি দিল্লির হাড়-কাঁপানো ঠান্ডায় পৌঁছিয়ে মেহতাবদের প্রায় জমে যাওয়ার উপক্রম হয়েছে। এ দিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফুটবল খেলতে একেবারেই অভ্যস্ত নন পেনরা। মেহতাবও যেমন বলছিলেন, “এখানে ঠান্ডাটা খুব বেশী। মানিয়ে নেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র এক দিন।”
|
জাতীয় টিটিতে উত্তরবঙ্গের দল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আজ, সোমবার থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হতে যাওয়া সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় উত্তরবঙ্গের খেলোয়াড়রা দলগত বিভাগে অংশ নিচ্ছেন। পুরুষদের দলে রয়েছেন শুভজিৎ সাহা, অর্নব অধিকারী, রাজীব সরকার, অভীক দাস, শুভম বসাক। মহিলা দলে নন্দীতা সাহা, মেধা মিত্র, অনুষ্কা দত্ত, সাগরিকা মুখোপাধ্যায়, সুকন্যা বসু। গত বছর রানার্স হওয়ায় উত্তরবঙ্গ মহিলা দল এ বার প্রতিযোগিতায় দলগত বিভাগে দ্বিতীয় বাছাই। প্রাথমিক পর্বে তাদের গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড, হরিয়ানা। পুরুষদের দলগত বিভাগে উত্তরবঙ্গের গ্রুপে রয়েছে উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, গোয়া।
|
অনিশ্চিত হয়ে পড়ল এক দিনের ক্রিকেটে বীরেন্দ্র সহবাগের ভাগ্য। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে বাদ পড়ার পর এ বার আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচেও দলে জায়গা হল না সহবাগের। নির্বাচকরা এ দিন যে দল বেছেছেন, তাতে এসেছেন চেতেশ্বর পূজারা। শেষ ১০ ম্যাচে বীরুর রান ২৩৮, গড় ২৩.৮। হরভজনেরও জায়গা হল না। |