ঘরের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হারে আনন্দের কিছু নেই। তবু দিল্লিতে শেষ ওয়ান ডে-তে দশ রানের উত্তেজক জয়ের পর হাসছেন মহেন্দ্র সিংহ ধোনি।
সিরিজ হার নিয়ে ভারত অধিনায়ক বলছেন, “সিরিজের প্রথম দুটো ম্যাচ আমরা হেরেছিলাম। তাই এ রকম উত্তেজক ভাবে ক্লোজ ম্যাচ জিততে পারলে তো ভাল লাগবেই।” কোটলার জয়ের জন্য কাকে কৃতিত্ব দেবেন? “জয়ের জন্য কোনও একজন প্লেয়ারকে কৃতিত্ব দেওয়া যাবে না। আজকের জয়ের পিছনে গোটা দলের অবদান রয়েছে।”
রবিবারের ম্যাচ নিয়ে ধোনির ব্যাখ্যা, “অধিনায়ক হিসেবে আমার মনে হয়েছিল টার্গেটটা খুব বেশি নয়। আমরা আক্রমণাত্মক ফিল্ড সাজিয়ে পরিকল্পনা মাফিক বল করেছি। মাঝে মাঝে তরুণ, অনভিজ্ঞ বোলাররা আবেগে বেশি প্রভাবিত হয়ে পড়ে। আজ সেটা হয়নি। ওদের শৃঙ্খলাবদ্ধ বোলিং দেখে ভাল লাগল।” সঙ্গে তাঁর সংযোজন, “তবু বলব, আমার কাছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমাদের ফিল্ডিং। ফিল্ডিংয়ে প্রায় কুড়ি-পঁচিশ রান বাঁচিয়েছি।”
মাত্র ১৬৭ রান ডিফেন্ড করতে নেমে দুটো নতুন বল কাজে লাগানো প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে যখন এই সফরে ভুবনেশ্বর কুমারকে খুব সহজে খেলতে পারছিলেন না পাক ব্যাটসম্যানরা। কোটলায় ঠিক সেটাই হল। যা নিয়ে ধোনির বক্তব্য, “ছকটা ছিল নতুন বলেই ওদের ধাক্কা দেওয়া। তাড়াতাড়ি উইকেট নেওয়া দরকার ছিল। ভুবনেশ্বরের সৌজন্যে আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তার পর বাকি দুই পেসার সুযোগটা কাজে লাগাল। অভিষেক ম্যাচে ভাল বল করেছে সামি আহমেদ। স্পিনাররাও চাপটা রেখে গিয়েছে। বিশেষ করে রবীন্দ্র জাডেজা। প্রত্যেক ম্যাচেই ওর কিছু না কিছু অবদান থাকছে।”
সিরিজ শুরুর আগে ওয়ান ডে-র নতুন নিয়ম নিয়ে মুখ খুলতে চাননি ভারত অধিনায়ক। আর সিরিজ হারের পরে তাঁকে এ নিয়ে একটু ভাবিত দেখা গেল। ধোনির আশা, নতুন নিয়ম আর নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া। “আমাদের দায়িত্ব এখন এমন একটা বোলিং আক্রমণ তৈরি করা, যে আক্রমণ যে কোনও পিচে উইকেট নিতে পারবে। যার জন্য আমাদের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। বিশেষ করে দুটো নতুন বলের নিয়মের সঙ্গে। তার উপর নতুন ফিল্ডিং নিয়মও আছে,” বলে ধোনি যোগ করেছেন, “এই নিয়মটার জন্যই তো যুবরাজকে এই সিরিজে এত কম ব্যবহার করলাম। জাডেজাকে খেলাচ্ছিলাম, যাতে ও পঞ্চম বোলারের কাজটা ভাল মতো করতে পারে। জাডেজা কোনও দিন অফ ফর্মে থাকলে পার্ট-টাইম বোলারদের কাজে লাগানো যেত।”
কোটলার জয়ে ধোনি-বাহিনী যে উচ্ছ্বসিত, সেটা মাঠে তাঁদের উৎসব থেকেই পরিষ্কার। কিন্তু কয়েকদিন পরেই আরও একটা কঠিন চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। যার আগে ধোনির আশা, “আজকের জয় টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ক্লোজ ম্যাচ জিততে পারলে সেটা টিমকে খুব মোটিভেট করে। এ রকম ম্যাচই টিমটাকে ঐক্যবদ্ধ করে তোলে। আমরা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু এই সময় থেকে বেরিয়ে আসার ক্ষমতা এই টিমের আছে।” |