|
|
|
|
মানিকপাড়ায় অগ্নিকাণ্ড |
পুড়ে মৃত্যু একই বাড়ির ছ’জনের |
নিজস্ব সংবাদদাতা • মানিকপাড়া |
গভীর রাতে বাড়িতে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হল এক মহিলা ও আট মাসের শিশু -সহ ছ’জনের। শনিবার ঝাড়গ্রামের মানিকপাড়ার ঘটনা। মৃতদের মধ্যে পাঁচ জন একই পরিবারের। অন্য জন স্থানীয় সিপিএম নেতা, যিনি বাড়িতে ভাড়া থাকতেন।
দোতলা বাড়িটির এক তলায় ছিল ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির দোকান। অনুমান, সেখানে শট -সার্কিটের জেরেই আগুন লাগে। কালো ধোঁয়ায় দম আটকে ও অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছ’জন। বাড়ির বাসিন্দা বাকি ছ’জনকে উদ্ধার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মৃতদের পরিজনকে দু’লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।” |
|
এই বাড়িতেই আগুন লাগে। —নিজস্ব চিত্র। |
ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার অধীনচন্দ্র দত্ত (৭২)। তিনি ছাড়াও মারা গিয়েছেন তাঁর বড় ছেলে পীযূষ (৩৮) , ছোট ছেলে সঞ্জীব (৩৩) , পীযূষবাবুর স্ত্রী অনুপমা (২৯) , পীযূষ -অনুপমার ৮ মাসের শিশুপুত্র শৌভিক এবং ভাড়াটে সিপিএমের মানিকপাড়া লোকাল কমিটির সম্পাদক পেশায় স্কুলশিক্ষক কালীপদ মাহাতো (৫২)। স্থানীয়দের চেষ্টায় প্রাণে বেঁচেছেন অধীনবাবুর স্ত্রী কল্যাণীদেবী, মেয়ে স্বপ্না ও তাঁর দুই ছেলেমেয়ে এবং কালীপদবাবুর স্ত্রী ও ছেলে। রবিবার ভোরে এঁদের উদ্ধার করা হয়। কয়েকজনকে ভর্তি করানো হয় হাসপাতালে।
এক তলার ঘরে ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির দোকান ছিল সঞ্জীবের। সেখানেই প্রথম আগুন লাগে। দোতলার একটি ঘরে ভাড়া নিয়ে চলত স্থানীয় কেবল টিভির কন্ট্রোল রুম। সবই দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়ায়। শনিবার রাতে মানিকপাড়ায় যাত্রানুষ্ঠান ছিল। ফলে, দত্ত বাড়ির লোকজনের আর্ত চিৎকার এলাকাবাসী প্রথমটায় শুনতে পাননি। রাত আড়াইটে নাগাদ একতলার ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। অগ্নিকাণ্ডের কথা জানাজানি হয়। খবর পেয়ে আসে মানিকপাড়া বিট হাউসের পুলিশ ও যৌথ বাহিনী। সকাল পৌনে ৬টা নাগাদ দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। বিধ্বংসী আগুন ততক্ষণে দোতলায় ছড়িয়েছে। আগুন নেভাতে গিয়ে দমকলের জল শেষ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে ঝাড়গ্রাম ও মেদিনীপুর থেকে দমকলের আরও তিনটি ইঞ্জিন আসে। ক্রমে আগুন আয়ত্তে আসে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে একে একে দেহগুলি উদ্ধার করা হয়। |
|
|
|
|
|