|
|
|
|
শিক্ষিকাদের বেতন আটকানোর অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
স্কুলের প্রশাসক সই না করায় বেতন মিলছে না এমনটাই অভিযোগ তুলেছেন সিউড়ির রবীন্দ্রনাথ ঠাকুর গার্লস্ হাইস্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সময় মতো বেতন দেওয়ার দাবিতে তাঁরা গত শুক্রবারই মহকুমাশাসককে একটি স্মারকলিপি দিয়েছেন। প্রধান শিক্ষিকা মৌ দাশগুপ্ত-র অভিযোগ, “প্রশাসক কাকলি জোয়ারদার মাসের বেতনের চেকে সই না করায় এখনও পর্যন্ত শিক্ষিকা বা শিক্ষাকর্মী কারও বেতন হয়নি।” শিক্ষিকাদের একাংশের অভিযোগ, কাকলিদেবীর ‘অসহযোগিতায়’ স্কুলের নানা উন্নয়নমূলক কাজও আটকে গিয়েছে।
ওই স্কুলের প্রশাসক তথা সিউড়ি সদর পশ্চিম চক্রের প্রাইমারি এডুকেশনের এসআই কাকলিদেবীর অবশ্য পাল্টা অভিযোগ, “নিয়ম হল জিরো ব্যালান্স অ্যাকাউন্ট থাকতে হবে। বারবার বলা সত্ত্বেও প্রধান শিক্ষিকা-সহ অন্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা নিজেদের জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলেননি। তাই আমি সই করিনি।” তাঁর প্রতি ওঠা অন্য অভিযোগগুলিও মানতে চাননি কাকলিদেবী। মৌদেবীর যদিও দাবি, “আমরা ইতিমধ্যেই ওই অ্যাকাউন্টের জন্য ব্যাঙ্কে আবেদন করেছি। কিন্তু তবুও এমন কোনও নির্দেশ নেই যে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট ছাড়া বেতন হবে না।” এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিআই স্বপ্না আইচ বলেন, “প্রশাসক যা বলেছেন সেটাই ঠিক। এর বাইরে আমি কিছু বলব না।” অন্য দিকে, মহকুমাশাসক চন্দ্রনাথ রায়চৌধুরী বলেন, “ওই শিক্ষিকাদের স্মারকলিপি পেয়েছি। আজ, সোমবার তাঁদের দেখা করতে বলেছি।” |
|
|
|
|
|