|
|
|
|
মৃত ছেলেই, দুর্ঘটনাস্থলে গিয়ে দেখলেন পুলিশকর্মী |
নিজস্ব সংবাদদাতা • নানুর |
ট্রাক একমাত্র ছেলেকে পিষে মেরেছে, দুর্ঘটনাস্থলে ভিড় সরাতে গিয়ে তা জানতে পারলেন পুলিশকর্মী বাবা। রবিবার ঘটনাটি ঘটে নানুরের দাসকল গ্রামের কাছে সিউড়ি-কাটোয়া সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন লাভপুর থানার জামনা গ্রামের বাসিন্দা রাকেশ ঘোষ (২০) মোটরবাইকে মুর্শিদাবাদের ভরতপুর গ্রামে তাঁর মামাবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ দাসকল গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগলে রাকেশ ঘটনাস্থলেই মারা যান। আর পাঁচটা ঘটনার মতোই এই দুর্ঘটনার খবর পেয়েই সেখানে তদন্তে যান স্থানীয় কীর্ণাহার পুলিশ ফাঁড়ির কর্মী, রাকেশের বাবা হরিচরণ ঘোষ।
দুর্ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনকে সরিয়ে দেহ তুলতে গিয়ে থ হয়ে যান হরিচণবাবু। মধ্যবয়স্ক ওই পুলিশকর্মী বিশ্বাস করে উঠতে পারছিলেন না, চোখের সামনে রাস্তায় পড়ে রয়েছে তাঁরই একমাত্র ছেলের দেহ। তাঁর সামনে দিয়েই নিথর দেহ তুলে ময়নাতদন্তে পাঠান হরিচরণবাবুর সহকর্মীরা। ঘটনার অনেকটা পরেও স্বাভাবিক ভাবে কথা বলার মতো অবস্থায় ছিলেন না ওই পুলিশকর্মী ও তাঁর পরিবার। পড়শি রতন মণ্ডল, কৃষ্ণা পাল বলেন, “হরিচরণবাবুর দুই ছেলেমেয়ে। রাকেশ ছোট। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রাকেশও কলকাতা পুলিশ পদে নিয়োগের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। হয়তো চাকরিটা পেয়েও যেত!” নানুর থানার ওসি চয়ন ঘোষ বলেন, “মর্মান্তিক ঘটনা। ওই কর্মীর পরিবারকে সমবেদনা জানাই। চালক-সহ ট্রাকটিকে ধরার চেষ্টা চলছে।”
|
|
|
|
|
|