|
|
|
|
কাজ দেখতে প্রতিনিধি দল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বীরভূমে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির কাজ কেমন চলছে তা খতিয়ে দেখলেন বিধানসভার খাদ্য সরবরাহ ও প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, কনসিউমান ফোরাম এবং সমবায় দফতরের স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। ছিলেন বিধানসভার কয়েক জন আধিকারিকও। বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “বিভিন্ন সরকারি কাজ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া জেলায় ধান কেনা নিয়েও কথা হয়েছে।” শুক্র ও শনিবার দু’দিনের সফরে ওই প্রতিনিধি দলে ছিলেন পাঁচ তৃণমূল বিধায়ক অশোক দেব, নমিতা সাহা, আবীর বিশ্বাস, সুনীল রায় ও স্বপনকান্তি ঘোষ। শুক্রবার তাঁরা সিউড়িতে একটি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করেন। বৈঠকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ কেমন চলছে, কোথায় কতটুকু উন্নয়ন ঘটেছে, কোথায় সমস্যা রয়েছে তা নিয়ে প্রতিনিধি দল জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেন। বৈঠকের পর প্রতিনিধি দল পৌঁছয় বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। তাঁরা সমবায়ের নানা কাজকর্ম খতিয়ে দেখেন। শনিবার সকালে ওই প্রতিনিধি দল যায় নলহাটির সুলতানপুরে। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে তাঁরা সুলতানপুর কৃষি উন্নয়ন সমিতিতে আলোচনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোক দেব বলেন, “জেলার সমবায় সমিতিগুলির মধ্যে সুলতানপুরের এই সমবায়ের কাজ প্রশংসনীয়। তাই এখানে এসে ঘুরে গেলাম।” |
|
|
|
|
|