টুকরো খবর |
গবেষককে শো-কজ |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিতকেতন |
সংবাদমাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ করার অভিযোগে এক গবেষক ছাত্রকে শো-কজ করল বিশ্বভারতী। অভিযুক্ত পুলক চক্রবর্তী বিশ্বভারতীর প্রাক্তনীদের সংগঠনের প্রাক্তন সম্পাদক। গত শনিবার পুলকবাবুকে চিঠি দিয়ে আগামী দশ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিশ্বভারতীর ছাত্র পরিচালক অধ্যাপক শমিত রায় বলেন, “বিশ্বভারতীর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা এবং প্রতিষ্ঠানের অনুরাগীদের আবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে ওই গবেষকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই শৃঙ্খলাভঙ্গকারীকে শো কজ করা হয়েছে।” স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিযুক্ত পুলক চক্রবর্তী বিশ্বভারতীর ভূগোল বিভাগে গবেষণা করছেন। গত ২৫ ডিসেম্বর বিশ্বভারতীর আম্রকুঞ্জে জহরবেদীতে মুখে কালো কাপড় বেঁধে বিশ্বভারতীর কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। তাঁর দাবি, “অনৈতিক ভাবে প্রাক্তনীদের সংগঠনকে বন্ধ করে দেওয়া এবং সংগঠনের দফতরে বেআইনি ভাবে তালা ঝোলানোর প্রতিবাদ করাতেই এই শো-কজ।”
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বছরের শুরুতেই রামপুরহাট থানা এলাকার মন্দিরে ফের চুরির ঘটনা ঘটল। শনিবার গভীর রাতে রামপুরহাট থানার সাধীনপুর গ্রামের কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে কালীমূর্তির সোনা ও রুপোর গয়না চুরি করা হয়েছে। ওই মন্দিরের প্রণামী বাক্স ভেঙেও টাকা চুরি করা হয়েছে। রবিবার সকালে চুরির বিষয়টি খেয়াল করে মন্দিরের সেবাইত বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। এ দিকে, শনিবার রাতে ওই গ্রামেরই পুলক মণ্ডল নামে এক ব্যবসায়ীর মুদিখানা দোকানেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।
|
সারদাদেবীর স্মরণে |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
|
ভোগ বিতরণ।—নিজস্ব চিত্র। |
সারদাদেবীর ১৬০তম জন্মতিথি উপলক্ষে রবিবার নানা অনুষ্ঠানের আয়োজন করল সাঁইথিয়ার শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র। ছিলেন রামকৃষ্ণ মঠের স্বামী বিরাগানন্দ, পাঠচক্রের সভাপতি বিমলেন্দু ভট্টাচার্য প্রমুখ।
|
প্রতিবাদ মিছিল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আমিরুল ইসলামের আত্মঘাতী হওয়ার ঘটনায় একটি প্রতিবাদ মিছিল বের করল রামপুরহাট শহর কংগ্রেস। রবিবার মুখে কালো কাপড় বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
|
|