l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• তলিয়ে গেল যাত্রীবাহী বাস
• হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
• বিধাননগরে নিয়োগ ট্রেনি নার্স
বিস্তারিত...
পেট্রোকেমের শেয়ার বিক্রির পথে
বাধা কাটাতে উদ্যোগী রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)-এর শেয়ার বিক্রির ব্যাপারে আরও এক পা এগোতে চলেছে রাজ্য সরকার। এ মাসের শেষেই সংস্থার বার্ষিক সাধারণ সভার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, শেয়ার বিক্রির আগে সংস্থার হিসেবপত্র ঠিক করার পথে এটি আর একটি পদক্ষেপ। উল্লেখ্য, গত জুনেই সংস্থার পরিচালন পর্ষদে রাজ্য সরকার মনোনীত ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রাক্তন আমলা সুমন্ত্র চৌধুরী এইচ পি এল-এ যোগ দেন। চ্যাটার্জি গোষ্ঠীর ঘনিষ্ঠ বলে পরিচিত পার্থ ভট্টাচার্য নাটকীয় ভাবে পদত্যাগ করেন সংস্থার এমডি-র পদ থেকে। এই ভাবে সরকার মনোনীত প্রার্থীকে এমডি হিসেবে নিয়োগ করায় চ্যাটার্জি গোষ্ঠী ক্ষুব্ধ হলেও তা মেনে নিতে বাধ্য হন। কারণ পরিচালন পর্ষদে নিজেদের পক্ষে যথেষ্ট সমর্থন ছিল না তাঁদের। বুধবার রাজ্য শিল্পোন্নয়ন নিগমে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন চ্যাটার্জি গোষ্ঠীর প্রধান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। বৈঠক সেরে বেরনোর মুখে পূর্ণেন্দুবাবু বলেন, “আমরা চাই সংস্থার ভাল হোক। সংস্থাটি সুস্থ ভাবে চলার জন্য যা সহযোগিতার দরকার তা আমরা করব।”
বিস্তারিত...
মেয়েদের বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবারে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কেবল মেয়েদের জন্য একটি বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে। সেটি হবে ডায়মন্ড হারবারে। বুধবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই পরিকল্পনার কথা জানান। সেই সঙ্গে গত ১৪ মাসে শিক্ষা ক্ষেত্রে তাঁর সরকার কত কাজ করেছে, তার খতিয়ানও দেন তিনি। কাজের তালিকায় রয়েছে তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গড়া, শিক্ষকদের মাসপয়লা বেতনের ব্যবস্থা করা ইত্যাদি। রয়েছে অলচিকি পাঠ্যক্রম তৈরি, প্রথম-তৃতীয়-পঞ্চম শ্রেণির জন্য নতুন বই প্রকাশ প্রভৃতিও। ক্ষমতায় আসার পরে এ বারেই প্রথম শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। উপনির্বাচনের জন্য গত বছরের অনুষ্ঠানে তিনি ছিলেন না। বুধবারের অনুষ্ঠানে ১০০ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে। সংবর্ধিত শিক্ষকদের উদ্দেশে মমতা এ দিন বলেন, “রাজ্য সরকারের সংবর্ধনায় আপনারা কতটা সম্মানিত হলেন, জানি না। তবে আমরা এতে সম্মানিত বোধ করছি।” শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে মমতার ফেসবুক-জবানিতেও। তিনি লিখেছেন, “শিক্ষক দিবসে আমাদের এই সঙ্কল্প নেওয়া দরকার যে, আমরা শিক্ষার মূল সত্তার বিকাশ ঘটাব। শিক্ষকসমাজকে ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। আমরা যেন তাঁদের প্রতি বিশ্বাস ও গভীর শ্রদ্ধা বজায় রাখি।”
বিস্তারিত...
ডান দিক হারিয়েও বড় মাস্টার ‘বনস্পতি’
সমীর দত্ত • মানবাজার
চার বছর আগে স্ট্রোকে যখন ডান হাত-ডান পা অচল হয়ে যায়, তখন এক লহমার জন্য মনে হয়েছিল, জীবনটা শেষ হয়ে গেল! আর ২০১২-র শিক্ষক দিবসে সেই তাঁকেই যখন পড়ুয়ারা হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, তখন তাঁর মনে হচ্ছিল, এটাই তো জীবন! অবসরের পরেও রোজ সকালে ভ্যানরিকশা ভাড়া করে এক কিলোমিটার দূরের প্রাথমিক স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোটাই আনন্দ ষাটোর্ধ্ব জগন্নাথ কর্মকারের। বাঁ হাতে ব্ল্যাকবোর্ডে লেখেন, বই ধরে পড়ান। সামনে সার দিয়ে পড়ুয়ারা। জগন্নাথবাবুর কথায়, “এর চেয়ে আনন্দ আর কিছুতে পাই না।” আসলে ওষুধের থেকেও এই কচিমুখগুলোই বেশি সুস্থ রাখে পুরুলিয়ার মানবাজারের সিন্দুরপুর গ্রামের বাসিন্দা জগন্নাথবাবুকে। যিনি এলাকায় ‘বড় মাস্টার’ বলেই বেশি পরিচিত। সকাল ৯টার মধ্যে ভ্যানরিকশায় চেপে গোপালনগর পুরাতন প্রাথমিক স্কুলে পৌঁছে যান তিনি। তার পর থেকেই বিরামহীন কাজ। স্কুলচত্বর ঝাঁট দেওয়ানো থেকে শুরু করে পড়ুয়াদের দিয়ে প্রার্থনা করানো, মিড-ডে মিল দেখার কাজকী নেই সেই তালিকায়! যত্ন নিয়ে ছাত্রদের পড়াতে ভুল হয় না কখনও।
বিস্তারিত...
খড়্গপুরে পুরপ্রধান জহরলাল পাল-ই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
আপাতত সমস্যার সমাধান হল। তবে জট পুরোপুরি কাটল না। তৃণমূলের জহরলাল পালকেই খড়্গপুরের পুরপ্রধানের কাজ চালানোর নির্দেশ দিল পুর-দফতর। দফতরের তরফে জানানো হয়েছে, খড়্গপুর পুরসভার অনাস্থা সংক্রান্ত বৈঠকের বিষয়টি এখন ‘লিগ্যাল সেলে’র বিবেচনাধীন। যতক্ষণ না সেল কোনও মতামত দিচ্ছে, ততক্ষন পর্যন্ত ২৭ অগস্টের আগে পুরসভা যেমন চলছিল, তেমনই চলবে। অর্থাৎ, জহরলাল পালই পুরপ্রধানের কাজকর্ম চালাবেন। বুধবার বিকেলে এই নির্দেশের প্রতিলিপি এসে পৌঁছয়। পুরসভার এক্সিকিউটিভ অফিসার (ই ও) বাসুদেব পালও বলেন, “বুধবারই ওই নির্দেশ পেয়েছি। অনাস্থা সংক্রান্ত বিষয়টি এখন লিগ্যাল সেলের বিবেচনাধীন।” বুধবার পুরসভায় এসেছিলেন জহরলাল পাল।
বিস্তারিত...
চার ছাত্রের মাথা ‘ফাটিয়ে’ ধৃত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
শিক্ষক দিবসে শিক্ষক-বরণের জন্য চলছিল তোড়জোড়। বেলুন, রঙিন শিকলি দিয়ে ক্লাসঘর সাজাচ্ছিল চতুর্থ শ্রেণির কচিকাঁচারা। হচ্ছিল হইচই। সেই ‘অপরাধে’ সাতটি বাচ্চাকে ধাতব ‘ক্যান’ দিয়ে ‘পেটালেন’ শিক্ষক। মাথা ফাটল চার জনের। বুধবার ব্যান্ডেলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ছাত্রদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই স্কুলের ভাইস-প্রিন্সিপ্যাল সুবীর মণ্ডলকে। ঘটনার প্রতিবাদে এ দিন প্রথমে স্কুলে, পরে থানায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পুলিশ স্কুলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সুবীরবাবুর বিরুদ্ধে এর আগেও ছাত্রদের উপরে নির্যাতন চালানোর অভিযোগে সরব হন অভিভাবকেরা। পুলিশ ও স্কুল সূত্রের খবর, সাড়ে ৮টায় ক্লাস শুরু হয়। শিক্ষক দিবস উপলক্ষে সাড়ে ১২টায় ছুটির কথা ঘোষণা করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। ঠিক হয়েছিল, ক্লাসে ক্লাসে প্রথমে শিক্ষক বরণের অনুষ্ঠান হবে। সেই মতো সকাল ৯টা নাগাদ চতুর্থ শ্রেণির ‘এ’ সেকশনের ছাত্রেরা নিজেদের ক্লাসরুম সাজাচ্ছিল। ছাত্রদের একাংশ ‘ফোম-ক্যান’ নিয়ে নিজেদের মধ্যে হইচই করছিল। সেই সময়ে ক্লাসে আসেন সুবীরবাবু।
বিস্তারিত...
পুলিশ লাইন থেকে উদ্ধার
কিশোরীর ক্ষতবিক্ষত দেহ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ লাইনের ভিতর থেকে। রূপা সোরেন (১৩) নামে আদিবাসী ওই কিশোরী স্থানীয় তারণচন্দ্র হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সেই তার পরিবারের প্রথম প্রজন্মের পড়ুয়া। খুব দরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরী সকালে পুলিশ লাইনের ভিতর থেকে পাতা কুড়োতে যেত। রূপার বাড়ির লোকের দাবি, বুধবার সকালেও সেখানেই গিয়েছিল সে। দুপুরে তার দেহ মেলে। তারপর থেকেই শহরে তা নিয়ে উত্তেজনা ছড়ায়। শহরের বাসিন্দাদের বক্তব্য, কী করে ওই কিশোরী মারা গেল, তা পুলিশ লুকোনোর চেষ্টা করছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি বলেন, “সম্ভবত বাইরে থেকে খুন করে ওই কিশোরীর দেহ পাঁচিল টপকে ভিতরে ফেলা হয়।” কিন্তু স্থানীয় বাসিন্দারা সে কথা মানতে চাননি। রূপার মা রেণুকা সোরেন বলেন, “পুলিশ লাইনের পাঁচিল বেশ উঁচু। রাতে বন্ধ থাকে সব গেট। বাইরের লোক খুন করে পাঁচিলের উপর দিয়ে দেহ ফেলবে কী করে? তা ছাড়া ওর মুখে ইট চাপা দেওয়া ছিল। সেটাও সেক্ষেত্রে সম্ভব নয়। তাই বাইরের লোক হতে পারে না। পুলিশ লাইনের মধ্যেই আমার মেয়ের উপরে অত্যাচার করে খুন করা হয়েছে।”
বিস্তারিত...
এক নজরে...
• শিক্ষক দিবসে সুটিয়ায়
স্মরণ বরুণ বিশ্বাসকে
•
শিক্ষক দিবসের নাচ,
রাজ কলেজে খসল ছাদের
চাঙড়
•
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কার্ডই সার, সরকারি সুবিধা পান না রায়গঞ্জের মৃৎশিল্পী
শিক্ষক দিবসে
গণ্ডগোল কলেজে
দক্ষিণবঙ্গ
জমির সমস্যায় শ্লথ ‘নিজ
গৃহ, নিজ ভূমি’ প্রকল্প
তৈরির দেড় মাসেই
ভাঙল গার্ডওয়াল
বর্ধমান
পুলের পাশেই বসত
মদের আসর
বেসরকারি রক্ষীরা নেই,
ডিপিএলে সঙ্কট চলছেই
পুরুলিয়া
বন্ধ শিশু
প্রকল্পের খাবার
শ্রী পদ্ধতিতে চাষ করার
পরামর্শ কৃষি দফতরের
মুর্শিদাবাদ
ছাত্রীকে উত্যক্ত
করায় ধৃত যুবক
লালগোলায় অটোর
দাপটে থমকে
ট্রেকার চলাচল
মেদিনীপুর
বিক্ষোভে তাল
কাটলেও হল
বোর্ড মিটিং
প্রকল্প রূপায়ণে সমস্যা,
চিঠি জেলাশাসকের
কলকাতা
২৬.৬/২৪.৫
আজকের দিনে
• ১৯২৯:
চলচ্চিত্র প্রযোজক আনন্দ রাজ জোহর ওরফে যশ জোহরের জন্ম। আশি ও নব্বইয়ের দশকে তাঁর প্রযোজনায় অন্যতম সেরা ছবিগুলি— অগ্নিপথ, গুমরাহ ও ডুপ্লিকেট।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.