কলেজের অনুষ্ঠানে এক শিক্ষককে হেনস্থার অভিযোগকে ঘিরে ছাত্র পরিষদ ও টিএমসিপি সদস্যদের মধ্যে গণ্ডগোলের জেরে রক্তারক্তি হল। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি কমিশনারেটের বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। টিএমসিপির অভিযোগ, কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র পরিষদের একটি দল মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠে এক শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে। তার প্রতিবাদ করায় পরে টিএমসিপি সদস্য আণবিক জোয়ারদারের বাড়িতে হামলা করা হয়। বাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি পরিবারের বয়স্ক সদস্যদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। ছাত্র পরিষদের অভিযোগ, শিক্ষক দিবসের অনুষ্ঠানে ‘ডিজে’ চলার প্রতিবাদ করেছিলেন ছাত্র পরিষদ সমর্থকরা। পরে অজয় মাহাত নামে এক ছাত্র পরিষদ সমর্থককে বাড়িতে ডেকে তাঁর হাতে কোপ দেয় এক টিএমসিপি সদস্য। তাঁর ডান হাতে চোট লেগেছে। অজয়কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির মহাসচিব কৃষ্ণ পাল। তিনি বলেন, “শিক্ষক দিবসে এমন ঘটনা দুর্ভাগ্যজনক।” এসএফআই-ছাত্র পরিষদের একাংশ মিলে ওই ঘটনা ঘটিয়েছে বলে কৃষ্ণবাবুর অভিযোগ। ছাত্র পরিষদ ও এসএফআই ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূলকেই দুষেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বাগডোগরা কলেজে। এদিন কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। সে সময় টিএমসিপি ও সিপি’র সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূল নেতা গৌতম কীর্তনিয়ার অভিযোগ, ছাত্র পরিষদের সদস্যরা মদ্যপ অবস্থায় জোর করে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চে ওঠার চেষ্টা করে। সে সময় কলেজের ইংরেজি বিভাগের প্রধান শৌনক সমাজদ্বারের নেতৃত্বে একটি অনুষ্ঠান চলছিল। ছাত্র পরিষদ সমর্থকরা শিক্ষক সহ ওই মঞ্চে থাকা কয়েকজনকে নিগ্রহ করেন বলে অভিযোগ। টিএমসিপি সদস্যরা বাধা দিলে তাঁরা চড়াও হয়। পরে স্থানীয় কংগ্রেস সমর্থকদের নিয়ে আনবিকের বাড়িতে হামলা চালায় ছাত্র পরিষদ সমর্থকরা। তিনি বলেন, “আণবিকের বৃদ্ধা ঠাকুমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। সে সময় জানালার কাঁচ ভাঙার সময় এক কংগ্রেস কর্মীর হাত কেটে যায়। পরে তাঁরা চলে যায়। এখন ওই বাড়ির লোকেরা আতঙ্কে রয়েছে। পুলিশকে সব জানিয়েছি।” কলেজের শিক্ষক শৌনকবাবু বলেন, “আমরা অনুষ্ঠান করছিলাম। সে সময় কয়েকজন মঞ্চে ওঠে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ভয়ে আমরা সেখান থেকে চলে যাই। তারা কোন দলের আমি জানি না।” বাগডোগরা কংগ্রেস নেতা অমিতাভ সরকারের অভিযোগ, তাদের সমর্থক অজয় মাহাতকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার হাতে কোপ মারে এক টিএমসিপি সমর্থক। তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদারের অভিযোগ, টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ এদিন বাগডোগরা সহ কয়েকটি কলেজে শিক্ষক দিবসের পালনের নামে হুল্লোড় করছিল। তিনি বলেন, “ডিজে চালিয়ে হইচই হচ্ছিল। শিক্ষক দিবসে এমন অনুষ্ঠানে আপত্তি জানায় আমাদের সদস্যরা। তখন তাঁদের উপরে হামলা হয়।” তৃণমূলের দীপক শীল ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “একটা গণ্ডগোলের পর একজনকে ডেকে নিয়ে গিয়ে কেউ হাতে কোপ দেবে এটা বিশ্বাসযোগ্য নয়। সবাই তা বুঝতে পারেন। কংগ্রেস হামলা করেছে। এখন রাজনৈতিক সুবিধে নেওয়ার জন্য টিএমসিপি সদস্যের উপর দোষ চাপাচ্ছে।” |