টোলগের ‘তৃতীয় গোল’ মাঠের বাইরে |
 |
প্রীতম সাহা, কলকাতা: যুবভারতীতে টোলগে ওজবের হ্যাটট্রিকের গোলটা বুধবার কেউ দেখেনি। আসলে মাঠে সেই গোলটা হয়ইনি। কিন্তু টোলগে এ দিন তাঁর ‘তৃতীয় গোল’টাও করলেন। পায়ে নয়, মুখে। ম্যাচের শেষে বলে দিলেন, “আজকের দু’টো গোল আমি নীতুদাকে উৎসর্গ করছি। |
|
জন রাইট: শেষমেশ দুর্দান্ত একটা টেস্ট জিতল ভারত। নিউজিল্যান্ডের আরও একটা টেস্ট হারা নিয়ে সমালোচকেরা যা-ই বলুন, বেঙ্গালুরুর ম্যাচে ওরা যা উন্নতি করেছে আর যে ভাবে লড়েছে, সেটা গর্ব করার মতো। বিশেষ করে ওদের বোলারদের প্রশংসা করতেই হবে। প্রথম দিন কিউয়িদের তাতিয়ে দিয়েছিল রস টেলরের অধিনায়কোচিত সেঞ্চুরি। |
ঘূর্ণি পিচ চেয়ে
ধোনি ভুল
কী বলেছে |
|

ভেতর-বাইরের চাপ কাটিয়ে শেষ চারে শারাপোভা |
|
সচিনের পাশে মঞ্জরেকর |
টুকরো খবর |
|
|