টুকরো খবর |
বাংলার নির্বাচক হচ্ছেন ইন্দুভূষণ, অলোক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সাত বছর পরে বাংলা নির্বাচকের ভূমিকায় প্রত্যাবর্তন হচ্ছে ইন্দুভূষণ রায়ের। বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য ইন্দুভূষণের সঙ্গে নতুন নির্বাচনী প্যানেলে আসছেন অলোক ভট্টাচার্য। মলয় বন্দ্যোপাধ্যায়ের এবং মিন্টু দাসের জায়গায় নতুন কমিটিতে আসছেন তাঁরা। প্রধান নির্বাচক দীপ দাশগুপ্ত এবং সতিন্দর সিংহও নতুন কমিটিতে থাকছেন। বৃহস্পতিবার সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে সরকারি ভাবে নির্বাচকদের নাম ঘোষণা করা হবে। নিরপেক্ষ দল নির্বাচনের জন্য নতুন কমিটিতে সিএবি এমন সদস্যদের চেয়েছিল যাঁরা ক্লাব ক্রিকেটের সঙ্গে জড়িত নন। ইন্দুভূষণ নিজেও এ দিন বললেন, “দল বাছার ক্ষেত্রে আমার একমাত্র মাপকাঠি হবে ক্রিকেটারদের পারফরম্যান্স। আমি কোনও ক্লাবের সঙ্গে জড়িত নই। কোনও পক্ষপাতিত্ব চাই না।” ২০০৩ থেকে ২০০৫ বাংলা সিনিয়র দলের নির্বাচক ছিলেন ইন্দুভূষণ। তার আগে দু’বছর জুনিয়র ক্রিকেটেও নির্বাচক ছিলেন। পরে ভারতীয় বোর্ডের ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন। নির্বাচনী কমিটির আর এক নতুন মুখ অলোক ভট্টাচার্য আবার বলছেন, “ক্রিকেটাররা যাতে ঠিকমতো সুযোগ সুবিধে পায়, সেটা দেখব।” সিএবি-র আম্পায়ার কমিটির প্রাক্তন চেয়ারম্যান মনে করছেন, আম্পায়ার হিসেবে ক্রিকেটারদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা নতুন ভূমিকায় তাঁকে সাহায্য করবে। এ দিকে, দল বদলের মরসুমে ইস্টবেঙ্গলে সই করলেন অভিষেক ঝুনঝুনওয়ালা। কালীঘাটে সই করলেন অণর্ব নন্দী। ভবানীপুরে এলেন শিবশঙ্কর পাল, দিব্যেন্দু চক্রবর্তী এবং জয়জিৎ বসু। লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়ি সহ গত বারের সব ক্রিকেটারদেরই এ বারও রেখে দিচ্ছে মোহনবাগান। অন্য দিকে, এ দিনই শহরে পৌঁছলেন বাংলার কোচ ডব্লিউভি রামন।
|
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মেরি কম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন মেরি কম। অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী বক্সারের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে মহাকরণে যাওয়ার কথা জয়দীপ কর্মকার, রাহুল বন্দ্যোপাধ্যায়-সহ লন্ডন অলিম্পিকে যোগ দেওয়া রাজ্যের ক্রীড়াবিদদেরও। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বুধবার রাতে এ খবর জানিয়ে বলেন, “মেরি কমের সঙ্গেই লন্ডন অলিম্পিকে যাওয়া বাংলার সব ক্রীড়বিদকেই আমন্ত্রণ জানানো হয়েছে।” অলিম্পিকে পদক জেতার পর দেশ জুড়ে সংবর্ধনার মাঝেই আজ সকালে শহরে আসছেন মেরি। সারা দিন জুড়ে তাঁর নানা অনুষ্ঠান রয়েছে। সকালে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাঘরে বেঙ্গালুরু ও অসমের দু’টি সংস্থা মণিপুরের বক্সিং কন্যার সঙ্গেই সংবর্ধনা দেবে জয়দীপ, রাহুল, অঙ্কিতাদের। তাদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কারও। দুপুরে বেঙ্গল চেম্বার অব কমার্স ও সন্ধ্যায় ময়দানে ডালহৌসি ক্লাব সংবর্ধনা দেবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নকে। ক্রীড়ামন্ত্রী এ দিন ঘোষণা করেন নেহরু কাপ জয়ী দলে খেলা সুব্রত পাল, রহিম নবি, মেহতাব হোসেন-সহ বাংলার সব ফুটবলারকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে একশো প্রাক্তন ফুটবলারকে। তিনি বলেন, “আমাদের ইচ্ছে ফেড কাপ শুরুর আগেই অনুষ্ঠান করার।”
|
ফিফার সঙ্গে এআইএফএফের ১০ বছরের মউ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতে ফুটবলের উন্নতির জন্য আজ দিল্লিতে ফিফা সচিব জেরোমে ভালকের সঙ্গে দশ বছরের একটি মউ সই করলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। সেখানেই এআইএফএফের তরফে বলা হয়, ভারত ২০২২-এ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। এমনকী সেই উদ্দেশ্য কী ভাবে সফল হবে তার একটি দশ বছরের ‘রোড ম্যাপ’ ফেডারেশন প্রধান তুলে দেন ফিফা সচিবের হাতে। প্রফুল্ল পটেল বলেন, “যদিও লক্ষ্যে পৌঁছতে ভারতের অনেক সময় লাগবে। তবে আমরা যে সঠিক রাস্তায় আছি তার প্রথম পদক্ষেপ ২০১৭-এ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন এ দেশে করতে চলা। ফিফাও এ ব্যাপারে আগ্রহী এবং আমাদের ‘বিড-ডকুমেন্ট’ও তৈরি।”
|
ভারত ১৬৯
সংবাদসংস্থা • জুরিখ |
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বুধবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ উঠলেও এখনও প্রথম দশের বাইরেই আছে। পেলের দেশ তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে নীচে, ১৩ নম্বরে নেমে গিয়েছিল ফিফার আগের র্যাঙ্কিংয়ে। শেষ ফ্রেন্ডলি আন্তর্জাতিকে সুইডেনকে ৩-০ গোলে হারানোয় ব্রাজিল যদিও ১২ নম্বরে উঠেছে, কিন্তু গ্রিসও এখন তাদের আগে। এ দিকে উপর্যুপরি তিনবার নেহরু কাপ চ্যাম্পিয়ন হয়েও ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের কোনও উন্নতি ঘটেনি। বরং সুনীল ছেত্রী-রহিম নবিরা এক ধাপ নেমে এই মুহূর্তে ১৬৯-এ।
|
বোল্ট বনাম রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন |
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে উসেইন বোল্টকে প্রথম দলে রাখতে পারেন অ্যালেক্স ফার্গুসন! অলীক কল্পনা নয়। সব ঠিক থাকলে, পরের বছর চ্যারিটি ম্যাচে নিজের প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার উইনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে মাঠে নামবেন বিশ্বের দ্রুততম মানুষ। ক’দিন আগে ফাগুর্সনের কাছে ট্রায়াল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন বোল্ট। বলেন, “ফুটবল ভাল খেলতে পারি বিশ্বাস না করলে কখনওই চ্যালেঞ্জ নিতাম না।” ফার্গুসনও তাঁকে ট্রায়ালে ডাকতে রাজি।
|
সুব্রত আজ নামছেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রিমিয়ার ডিভিসনের ক্লাব চিরাগ ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে আজ বৃহস্পতিবার অভিষেক হচ্ছে সুব্রত ভট্টাচার্যের। কল্যাণীর আবাসিক শিবিরে। গত বছর মোহনবাগানের টিডি ছিলেন সুব্রত। এ বার তাঁকে বাদ দিয়ে নেওয়া হয়েছে সন্তোষ কাশ্যপকে। ফলে নতুন চ্যালেঞ্জ সুব্রতর সামনে। সুব্রত বললেন, “নতুন বিদেশি এসেছে। টিমও নতুন। তাদের দু’বেলা অনুশীলন করাব। টিম তৈরি করে ভাল খেলাই লক্ষ্য।”
|
অপেক্ষায় তারকা |
|
মুম্বইয়ে আত্মবিশ্বাসী যুবরাজ। ছবি: পিটিআই। |
আমি জানি না আট তারিখ আমি কী করব। জানি না, ১ রান করব না ২০। তবে এটুকু বলতে পারি, মাঠে ফিরতে পেরে আমি খুশি। আমি তো সিঁড়ি দিয়েও উঠতে পারতাম না। এখন আমার সামনে এই সুযোগ এসেছে। গত কয়েক দিন ধরে এনসিএ-তে ট্রেনিং করেছি। প্রতিদিন গুনছি ম্যাচের আর ক’দিন বাকি, কত ঘণ্টা বাকি। কখন ব্যাট হাতে মাঠে নামব, ফিল্ডিং করব। আমার কাছে ব্যাপারটা যেন এক জন বাচ্চাকে ক্রিসমাসের উপহার দেওয়া হয়েছে, আর সে প্যাকেটটা খোলার অপেক্ষায় রয়েছে... যুবরাজ সিংহ। ভারতীয় খেলাধুলোয় আগামী শনিবার এক বিরলতম দিন হতে চলেছে। যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে খুব সম্ভবত মাঠে নামবেন ক্যানসারকে হার মানিয়ে ফিরে আসা যুবরাজ।
|
আজমল নিয়ে ক্ষুব্ধ পিসিবি |
আইসিসি বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন তালিকায় সৈয়দ আজমলের নামা না রাখা নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে সংঘর্ষের পথে পাক বোর্ড। পরিস্থিতি এমন যে, বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান বয়কট করতে পারে পাকিস্তান। টেস্ট বা ওয়ান ডে-র সেরা হিসাবে আজমলের মনোনয়ন রাখতে আইসিসি-কে অনুরোধ করে পাক বোর্ড। কিন্তু এটা বিশেষজ্ঞ প্যানেলের ভোটে হয় জানিয়ে অনুরোধ ফিরিয়ে দিয়েছে আইসিসি। পাক বোর্ডের মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার এ দিন বলেছেন, “মনোনয়ন ঠিক করার এই পদ্ধতিতে প্রচুর ত্রুটি রয়েছে।” |
|