বৃষ্টি মঙ্গলবার খানিকটা দিন আর পুরো রাতের সেশন ভাসিয়ে দেওয়ায় বুধবার ফ্লাশিং মেডোয় চাঁদের হাট। একই দিনে ফেডেরার, জকোভিচ, মারে, রডিক, দেল পোত্রো, সেরেনা, শারাপোভার ম্যাচ। তারই মধ্যে অসমাপ্ত ডাবলস কোয়ার্টার ফাইনাল শেষ করতে নামছেন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। অস্ট্রিয়ান-স্লোভাক জুড়ি জুলিয়ান নোয়েল-ফিলিপ পোলাসেকের বিরুদ্ধে ৬-২, ১-০ এগিয়ে রয়েছেন লিয়েন্ডাররা।
রডিক-দেল পোত্রো লড়াই প্রথম সেটে টাইব্রেকারে পৌঁছনোর পরেই স্থগিত রয়েছে। ওয়ারিঙ্কার বিরুদ্ধে জকোভিচ প্রথম নেটে ২-০ এগিয়ে। তবে বার্তোলির বিপক্ষে শারাপোভা শুরুতেই ০-৪ গেমে পিছিয়ে পড়ার পর বৃষ্টি আশীর্বাদের মতো আবির্ভূত হয় রুশ টেনিস সুন্দরীর ভাগ্যে। ম্যাচ বন্ধ হয়ে যায় গত কাল। এবং সেটাই সম্ভবত ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিল। আজ খেলা শুরু হওয়ার পর প্রথম সেট শারাপোভা হারেন ৩-৬। |
কিন্তু দ্বিতীয় সেটেই তিনি ফিরে আসেন দারুণ ভাবে। জেতেন ৬-৩। এর পর তৃতীয় সেটও শারাপোভা জিতে নেন ৬-৪। বার্তোলিকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর এ বার শারাপোভার সামনে বিশ্বের এক নম্বর আজারেঙ্কা। যিনি গত কাল গতবারের চ্যাম্পিয়ন সামান্থা স্তোসুরকে প্রচুর লড়ে হারান ৬-১, ৪-৬, ৭-৬ (৭-৫)।
কোর্টে শারাপোভা এ দিন অনবদ্য হলেও কোর্টের বাইরে কিন্তু তাঁর সময়টা বেশ কঠিন যাচ্ছে। জীবনের প্রথম অলিম্পিকে রুপোর পদক জেতার পরপরই অসুস্থতার কারণে মন্ট্রিয়ল এবং সিনসিনাটি উপর্যুপরি দুটো বড় টুর্নামেন্ট খেলেননি। তার চেয়েও তাৎপর্যের, শারাপোভার পেটের যন্ত্রণার কারণ জানতে চিকিৎসক তাঁকে যা-যা মেডিক্যাল পরীক্ষা করতে বলেছিলেন, সেগুলো সবই মাতৃত্বের পরীক্ষা। ফলে শারাপোভা প্রচণ্ড টেনশনে পড়ে যান যে, তিনি সন্তানসম্ভবা কি না। কারণ তার কিছু দিন আগেই শারাপোভার সঙ্গে তাঁর বহুদিনের প্রেমিক, এনবিএ তারকা শাশা ভুজাচিচের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। অথচ ঠিক ছিল, আগামী নভেম্বরে তাঁরা ইস্তানবুলে বিয়ে করবেন। আচমকা পুরো ব্যাপারটা কী ভাবে ১৮০ ডিগ্রি ঘুরে গেল তার কারণ টেনিসমহলের কাছে এখনও অজানা।
|