টুকরো খবর
অবস্থান-ক্ষোভ
পাটের সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি ৫ হাজার টাকা করার দাবিতে জুট জেসিআই অফিসের সামনে এক ঘন্টা ধরে অবস্থান করে বিক্ষোভ দেখালেন ৫টি বামপন্থী কৃষক সংগঠনের সদস্যরা। সোমবার মালদহের চাঁচলে জেসিআই দফতরের সামনে বিক্ষোভের ঘটনাটি ঘটে। বিক্ষোভের পর ঘন্টাখানেক ধরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের অভিযোগ, পাটের সহায়ক মূল্য কুইন্ট্যাল পিছু ঠিক হয়েছে ২২৩৮ টাকা। কিন্তু এবছর জলাভাবে পাট পচাতে পারেননি চাষিরা। বহু চাষিই এখনও পাট কাটতেই পারেননি। এই অবস্থায় পাটের বাড়তি দাম না পেলে পথে বসতে হবে চাষিদের।

পথ দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম উপল বসু (৫০)। পেশায় ঠিকাদার ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি রবীন্দ্রনগরে। ব্যক্তিগত কাজে তিনি বক্সিরহাটে

ধর্ষণে ধৃত
বিধবাকে ধর্ষণের অভিযোগে বুধবার এক ষুবককে ধরেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম বিরজু হেমব্রম। সোমবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বালুরঘাট থানার জলঘর অঞ্চলের ধারাইল এলাকায়। বছর চল্লিশের ওই ধর্ষিতা মঙ্গলবার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ঘরে একা শুয়েছিলেন। রাতে বেড়া ভেঙে ঢুকে বিরজু তাকে মারধর করে জোর করে একাধিক বার ধর্ষণ করে।”

উৎসব শেষ
৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দ্বিতীয় পর্যায়ের উৎসবের শেষ হল মালদহের চাঁচলের গোবিন্দপাড়া হাই স্কুলে। গত সোমবার অনুষ্ঠান শুরু হওয়ার পর বুধবার শিক্ষক দিবসে তা শেষ হয়। আগামী ২০১৩ সালে ৭৫ বছরে পা দেবে স্কুলটি। ওই বছর জানুয়ারি মাসে ধুমধাম করে স্কুলের ৭৫ বছর পূর্তি উৎসব পালন করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। একে সামনে রেখেই তিন দিনের অনুষ্ঠান হয়। শেষ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

ছাই ১৫ ঘর
আগুনে পুড়ে ছাই হল ১৫টি ঘর। বুধবার দুপুর নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার আরুয়াগছ গ্রামে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। চোপড়া পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুরোপুরি নষ্ট হয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, এক বাড়ির রান্না ঘর থেকে এ দিন আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।

ধৃত তিন
বধূ নির্যাতনে স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বক্সিরহাট থানার বড়শালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম জগদীশ রাভা, অজিত রাভা ও নরেন রাভা। ২০ বছর আগে জগদীশ রাভার সঙ্গে হরিরহাটের বাসিন্দা সঙ্গীতা রাভার বিয়ে হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.