তলিয়ে গেল যাত্রীবাহী বাস |
জলের তোড়ে ভেসে গেল বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বারিকুলে। ঝাড়গ্রাম-দুর্গাপুর রুটের বাসটি সেতু দিয়ে যাওয়ার সময় ভৈরববাঁকী নদীতে হঠাত্ বান আসে এবং জলের তোড়ে ভেসে যায় যাত্রী-সহ বাসটি। স্থানীয় মানুষের তত্পরতায় শুরু হয় উদ্ধার কাজ। বাসটিতে প্রায় একশো জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বেশ কয়েকজন যাত্রীর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনাস্থলে দুর্গাপুর থেকে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলার দল, ক্রেন ও জেলা পুলিশের কর্তারা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয় মানুষ যারা উদ্ধার কাজ করতে এগিয়ে এসেছেন তাদের সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। |
ইনফোসিসের সঙ্গে বৈঠক শিল্পমন্ত্রীর |
রাজারহাটে ইনফোসিসের প্রস্তাবিত প্রকল্প নিয়ে আলোচনার জন্য আজ বেঙ্গালুরু পৌঁছন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকাল এগারোটা থেকে শুরু হয় এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর শেষ হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ইনফোসিসের শীর্ষ কর্তারা। রাজারহাটে ইনফোসিসের জন্য যে প্রস্তাবিত জমি রয়েছে তার লিজ দলিল চেয়ে রাজ্যেকে চিঠি পাঠিয়েছিল তারা। তাই এসইজেড ছাড়া রাজ্যে প্রকল্প গড়তে ইনফোসিসের সঙ্গে আলোচনা করেন শিল্পমন্ত্রী। বৈঠকের শেষে ‘অত্যন্ত সদর্থক’ বলে ব্যখ্যা করেন তিনি। |
হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
|
শহরে ডেঙ্গি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আচমকা হাসপাতাল পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে মহাকরণ যাওয়ার পথে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিম। রোগীর আত্মীয়দের পাশাপাশি তিনি কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও। ডেঙ্গি আক্রান্তদের চিকিত্সা ব্যবস্থা নিয়ে খোঁজ-খবর নেন তিনি। |
বিধাননগরে নিয়োগ ট্রেনি নার্স |
বিধাননগরে ক্রমাগত বেড়ে চলা ‘ডেঙ্গি-রাজ’ দমন করতে ২৮০ জন ট্রেনি নার্স নিয়োগ করবে পুরসভা। এলাকার সকল আবাসিকদের বাড়ি পরিদর্শন করবে এই নার্সেরা। ডেঙ্গি আক্রান্তদের পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কাজ করবেন এঁরা। এর জন্যে রাজ্যের কাছে ৮ লক্ষ টাকা আবেদন করেছে বিধাননগর পুরসভা। |
কাল সন্ধে থেকে দক্ষিণ শহরতলির কসবা থেকে নিখোঁজ এক কিশোর। বছর চোদ্দর ওই কিশোরের নাম রুদ্রনারায়ণ গুপ্ত। কসবা থানায় মিসিং ডায়েরি করেন তার পরিবারের লোকজনেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |