শিক্ষক দিবসে গাইঘাটার সুটিয়ার বারাসাত পল্লি উন্নয়ন বিদ্যাপীঠ স্কুলে স্মরণ করা হল সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশনের (মেন) শিক্ষক বরুণ বিশ্বাসকে। এলাকায় প্রতিবাদী মানুষ হিসাবে পরিচিত বরুণবাবু গত ৫ জুলাই গোবরডাঙা রেল স্টেশনের কাছে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। এ দিন স্মরণসভায় উপস্থিত ছিলেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার, সম্পাদক পরিমল মণ্ডল, বরুণবাবুর কাকা অতুল বিশ্বাস ও বরুণবাবুর অসংখ্য অনুরাগী।
উপস্থিত প্রতেকেই বরুণবাবুর জীবনের নানা ঘটনা এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। সভা থেকে বরুণ বিশ্বাসকে জাতীয় শিক্ষকের সম্মান দেওয়ার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বরুণবাবুর নামে পুরস্কার চালু করার দাবি তোলা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজরঞ্জন প্রধান বলেন, “বরুণবাবু এই স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।” বরুণবাবুকে জাতীয় শিক্ষক এবং তাঁর নামে পুরস্কার চালুর বিষয়টি তিনি স্কুলের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে জানাবেন বলেও জানান। সুটিয়া প্রতিবাদী মঞ্চের সম্পাদক পরিমল মণ্ডল জানান, বরুণবাবু ছিলেন ছাত্র তৈরির কারিগর। তিনি বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনার আর্থিক দায়ভারও বহন করতেন। |
গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা-সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি ও গাইঘাটা বিডিও দফতরের উদ্যোগেও পালিত হয় শিক্ষক দিবস। গাইঘাটা ব্লকের ৪৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের মানপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। বনগাঁ পুরসভার পক্ষ থেকেও এদিন শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয় ও একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এখানেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা দেওয়া হয়। বাগদা ব্লক তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকেও পালিত হয় শিক্ষক দিবস। ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় শিক্ষক দিবস।
শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা জানালেন দেগঙ্গা এবং বসিরহাটের মানুষ। কোথাও স্কুলের মধ্যে, কোথাও খোলা মাঠে মঞ্চ বেঁধে শিক্ষক-শিক্ষিকা, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তবে বৃষ্টিতে এ দিন অধিকাংশ জায়গায় অনুষ্ঠানে বিঘ্ন ঘটে। বসিরহাটের স্বরূপনগরে এ দিন সকালে বালতি হাইস্কুলে শিক্ষকদের সংবর্ধনা দেয় এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এলাকার প্রাথমিক, জুনিয়ার এবং হাইস্কুল মিলিয়ে ১৫টি স্কুলের অন্তত দেড়শো শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ দিনে ছাত্রেরা শিক্ষকদের ক্লাস নেয়। বসিরহাটের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভু চট্টোপাধ্যায়ও স্থানীয় স্মৃতি সংঘের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। হাজির ছিলেন সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ের হিন্দি সাহিত্য সমালোচক ও অধ্যাপক অরুণ হোতা, শিক্ষাবিদ কৌশিক বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের এবং ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় পিসিএম বালিকা বিদ্যালয়ে এ দিন এক অনুষ্ঠানে এলাকার গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অন্য দিকে, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার প্রবীণ শিক্ষকদের উত্তরীয়, ছাতা এবং মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নুরুজ্জামান, বিডিও অমিয় দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া এ দিন বিভিন্ন স্কুলে মিড-ডে মিলে ডিম, মাছ, মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। |