l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
দিল্লি ডেয়ারডেভিলস
বনাম
কলকাতা নাইট রাইডার্স
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম..
• এনআই অ্যাক্ট অনুযায়ী আগামীকাল রাজ্য সরকারের ছুটি ঘোষণা
• বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু এক ডাকাতের
• কংগ্রেসের পুরনির্বাচনী এজেন্ট অপহরণ, অভিযোগের তির তৃণমূলের দিকে
বিস্তারিত...
চোরেদের কাটা ডাল অটোয়, মৃত ৪ মহিলা
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা ও বারাসত
বনগাঁর পেট্রাপোল সীমান্ত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত যশোহর রোডের দু’ধারের বেশ কিছু প্রাচীন গাছ ‘অবৈধ’ ভাবে কেটে বিক্রি হচ্ছে, অথচ হুঁশ নেই প্রশাসনের এই অভিযোগ ছিলই স্থানীয় বাসিন্দাদের। কিন্তু ‘প্রাত্যহিক’ এই ঘটনা রবিবার অন্য মাত্রা পেল। এ দিন গাইঘাটার মণ্ডলপাড়ার কাছে একটি শিরীষ গাছের উপরের দিকের ডাল কাটা চলছিল ‘অবাধে’ই। কিন্তু নীচে দিয়ে যাওয়া একটি যাত্রী বোঝাই অটোরিকশার উপরে ওই গাছের একটি কাটা ডাল ভেঙে পড়ায় প্রাণ গেল চার মহিলা যাত্রীর। এর পরেই ওই কাঠ চুরিতে জড়িত অভিযোগে ভোলা বিশ্বাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে জনতা। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। শেষ পর্যন্ত ভোলাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। দুর্ঘটনার জেরে যশোহর রোডে বিশাল যানজটও হয়।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
• দুর্ঘটনা নয় খুন, বলছেন মৃতের আত্মীয়পরিজন
কাটিহারে বিক্রি হওয়া কিশোরী উদ্ধার রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
বিহারের কাটিহারে বিক্রি হয়ে যাওয়া ছত্তীসগঢ়ের এক কিশোরীকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার সকালে রায়গঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়। রাধা কুজুর নামে বছর ষোলোর ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, তার বাড়ি ছত্তীসগঢ়ের সীতাপুর জেলার চিনাপাহাড়ি গ্রামে। বাড়িতে তিন বোন আর দুই ভাই রয়েছে। বাবা পেশায় দিনমজুর। কাজের লোভ দেখিয়ে তারই এলাকার নির্মলা কুজুর নামে এক মহিলা তাকে গ্রাম থেকে এনে বিক্রি করে দেয়। যাদের কাছে তাকে বিক্রি করা হয়, কিছুদিন পরে তারাও রাধাকে কাটিহারের একটি চক্রের কাছে বিক্রি করে। শনিবার দুপুরে ওই দুষ্কৃতীদের খপ্পর থেকে পালিয়ে ট্রেনে রাধা রায়গঞ্জে আসে। রাতভর স্টেশনে কাটিয়ে এ দিন সকালে বাসস্ট্যান্ডে গিয়েছিল চিনাপাহাড়ির বাসের খোঁজে। তার কথাবার্তায় বাসিন্দাদের সন্দেহ হয়। সিপিএমের স্থানীয় যুব কর্মী শঙ্কর চক্রবর্তী রায়গঞ্জ থানায় খবর দেন। রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ বলেন, “কিশোরী যাতে বাড়িতে ফিরতে পারে, সে জন্য সীতাপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
বিস্তারিত...
মেদিনীপুরের ‘আপনজন’ ছিলেন নন্দগোপাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
বাড়ি উত্তর চব্বিশ পরগনার খলিসাকোটা গ্রামে। তবু রাজনীতির সূত্রে মেদিনীপুরের ‘আপনজন’ হয়ে উঠেছিলেন। সেই কাছের মানুষ, দাঁতনের প্রাক্তন সিপিআই বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুরে। রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন নন্দগোপালবাবু। বয়স হয়েছিল ৭৬ বছর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ছিল তাঁর বিধানসভা এলাকা। বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী দাঁতন বিধানসভা আসনটি সিপিআইয়ের জন্য বরাদ্দ ছিল। ওই কেন্দ্র থেকে জিতেই রাজ্যের মন্ত্রী হয়েছিলেন সিপিআইয়ের কানাই ভৌমিক। পরবর্তীকালে সিপিআইয়ের রঞ্জিত পাত্র বিধায়ক হন। অসুস্থতার জন্য রঞ্জিতবাবু নির্বাচন থেকে সরে দাঁড়ান ১৯৯৬ সালে। কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দলে জোর আলোচনা শুরু হয়। উঠে আসে নন্দগোপাল ভট্টাচার্যের নাম। তখনও মেদিনীপুর জেলা ভাগ হয়নি। মেদিনীপুরের মানুষ নন, এমন একজনকে প্রার্থী করা নিয়ে দলের মধ্যে ধন্দও ছিল। তবে নন্দগোপালবাবু মেদিনীপুরে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন। ।
বিস্তারিত...
অসুস্থ শিশু-মাকে সারিয়ে
পরীক্ষা দিতে পাঠাল ক্লাব
নিজস্ব সংবাদদাতা • কুলটি
স্বামীর সঙ্গে নয় মাসের শিশু সন্তান কোলে নিয়ে রামপুরহাট থেকে কুলটিতে রেলের পরীক্ষা দিতে এসেছিলেন শ্রাবণী লেট। রবিবার ভোর ৫টা নাগাদ শহরে পৌঁছেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ও তাঁর সন্তান পীযূষ। অথচ শহরের কিছুই জানেন না স্বামী সঞ্জয়। কী করবেন, কোথায় যাবেন বুঝতে না পেরে উদভ্রান্তের মতো চার দিকে তখন ছুটে বেড়াচ্ছেন তিনি। এ দিকে, পরীক্ষা কেন্দ্রের সামনে খোলা আকাশের নীচে অসুস্থ সন্তানকে শুইয়ে রেখে কাঁদছেন শ্রাবণী। শেষ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবেন তো! হয়তো পরীক্ষাটা দেওয়াই হত না, যদি না কাছাকাছি ক্লাবের কয়েক জন সদস্য সাহায্য করতেন। স্থানীয় ডাক্তারের কাছে মা ও ছেলেকে নিয়ে গেলেন তাঁরা। খানিক সুস্থ করে শ্রাবণীকে পাঠালেন পরীক্ষাকেন্দ্রে। সঞ্জয়বাবু জানান, রামপুরহাট মহকুমার কালোয়া গ্রামে তাঁদের বাড়ি। রাজমিস্ত্রীর কাজ করে টেনেটুনেই চলছিল সংসার। শ্রাবণী মাধ্যমিক পাশ করেছেন। বছর খানেক আগে রেলের গ্রুপ ‘ডি’ পদে চাকরির জন্য আবেদন করেন। সেই পরীক্ষাই ছিল এ দিন। তিনি বলেন, “ওরা দু’জনেই অসুস্থ হয়ে পড়েছিল। অচেনা জায়গা। কী করব বুঝতে পারছিলাম না!”
বিস্তারিত...
কংগ্রেস ‘বিশ্বাসঘাতক’, তোপ শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • ধুলিয়ান
অধীর চৌধুরীর ‘শক্ত ঘাঁটি’ মুর্শিদাবাদে গিয়ে জেলা কংগ্রেসকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ দাগলেন তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শুধু ‘বিশ্বাসঘাতক’ বলেই থামেননি শুভেন্দু। মুর্শিদাবাদের তিন কংগ্রেস সাংসদই ‘উন্নয়নের কাজ করেননি’ বলেও মন্তব্য তাঁর। প্রসঙ্গত, জেলায় অধীর ছাড়া কংগ্রেসের অন্য দুই সাংসদ হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, অধীর চৌধুরী ও মান্নান হোসেন। মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসুদেবপুরে রবিবার দলীয় সংগঠনের প্রথম জেলা সম্মেলনে শুভেন্দু বলেন, “আমি কারও নাম করতে চাই না। কিন্তু এটা বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় তিন জন সাংসদ রয়েছেন। তাঁরা জেলার উন্নয়নে কোনও কাজই করেননি।” তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রুখতে ‘চক্রান্ত’ করেছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃবর্গ।
বিস্তারিত...
ভুল ধরিয়ে দিলেই আমরা জোটবিরোধী, প্রদীপ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
পঞ্চায়েতিরাজ সম্মেলনে এসে রবিবার বসিরহাটে তৃণমূলের কড়া সমালোচনার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জন্য দলীয় নেতা- কর্মীদেরও তৈরি থাকার নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এ দিন সভায় প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক ছিলেন প্রদেশ সভাপতি। তিনি বলেন, “সিপিএম চেয়েছিল বাংলাকে লাল করতে। এখন তৃণমূল সেই পথ নিয়েছে। তৃণমূল আমাদের কাছে প্রিয় এমনটা মনে করার কোনও কারণ নেই। গত ৩৪ বছরে সিপিএম আমাদের ১১ হাজার কর্মীকে খুন করেছে। ধর্ষিতা হয়েছেন বহু মহিলা। মা-বোন, কৃষকদের কথা ভেবে সিপিএমকে সরাতে তৃণমূলের সঙ্গে যোগ দেওয়া।” তিনি আরও বলেন, “বামফ্রন্টে সিপিএম, সিপিআই, আরএসপি যদি সমান সুযোগ পায়, তাহলে কেন দ্বিতীয় দল হিসাবে রাজ্যে কংগ্রেস গুরুত্ব পাবে না।”
বিস্তারিত...
রবীন্দ্র গবেষণা কেন্দ্র গড়তে ৪ কোটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সংগ্রহশালাকে ঘিরে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে মংপুতে । রবিবার শিলিগুড়িতে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তাঁর দফতর ওই কাজের জন্য ইতিমধ্যেই ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মংপুর ওই সংগ্রহশালাকে ঘিরে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছিলেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর জন্য প্রাথমিক ভাবে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই রবীন্দ্র গবেষণাকেন্দ্র গড়তে নথিপত্র তৈরি হচ্ছে। তার পরেই কাজ শুরু হবে।” তিনি জানান, ওই কেন্দ্র গড়তে অর্থ সমস্যা বাধা হবে না। কেন্দ্রের কাছেও আর্থিক সহায়তা চাওয়া হবে। ‘সেন্টার ফর এক্সেলেন্স’ হিসাবে কেন্দ্রটিকে গড়ে তোলা হবে। গবেষণাকেন্দ্র গড়ার কাজের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা গোর্খা জনমুক্তি মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী। তাঁর কথায়, “খুবই ভাল ব্যাপার। শিক্ষা অনুরাগীদের বেশি করে যাতে এর সঙ্গে যুক্ত করা যায়, তা দেখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তাঁর সাহিত্যচর্চা যাতে নিয়মিত এখানে হয়, সেই ব্যবস্থাও করতে হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
পঞ্চায়েতে লড়বেন
বংশীবদন
স্কুল সরিয়ে বহুতলে
বাণিজ্যিক ভবন
দক্ষিণবঙ্গ
হালিশহরে তৃণমূল
কর্মী খুন, জখম ২
মিলছে না উপযুক্ত জমি,
সঙ্কটে প্রকল্পের ভবিষ্যৎ
বর্ধমান
বিকল্প চাষে উৎসাহ
বাড়ছে কালনায়
২৫ বছর পরেও
অসমাপ্ত স্টেডিয়াম
পুরুলিয়া
পুরুলিয়ার দম্পতি
খুনে ধৃত ব্যবসায়ী
মনোনয়ন ও প্রার্থী নিয়ে
শরিকি বিবাদ ফ্রন্টে
মুর্শিদাবাদ
নদী ‘খেয়েছে’ ভিটে,
আতঙ্কে রাত জাগছে গ্রাম
মেদিনীপুর
তিন বার উদ্বোধন, তবু
বাস ঢোকে না স্ট্যান্ডে
মাঠ নিয়ে মিছিল,
পাল্টা মিছিল
কলকাতা
৩৬.১/২৫.৭
আজকের দিনে
•
১৫৩৯: শিখ ধর্মের প্রবর্তক
গুরু নানকের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.