|
|
|
|
বর্ধমান |
বিকল্প চাষে উৎসাহ বাড়ছে কালনায়
নিজস্ব সংবাদদাতা, কালনা: ধান, পাট বা আলু চাষের মতো ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে লাভের
নিশ্চয়তা। মূলত সেই কারণেই কালনার ৫ টি ব্লকের বহু চাষির কাছে জনপ্রিয় হচ্ছে পেঁপে, কলা,
পেয়ারার বিকল্প চাষ। এই ধরনের বিকল্প চাষে উৎসাহ বাড়ছে, স্বীকার করেছে মহকুমা কৃষি
দফতরও।
এক কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক বলেন, “বিকল্প চাষের এলাকা যত
বাড়বে, তত গতানুগতিক চাষের নিরাপত্তা বাড়বে।” |
|
কঙ্কাল-কাণ্ডে সাজা পাবে কি গপসারা, প্রশ্ন |
|
আদালতের নির্দেশেও তদন্তে নারাজ থানা, অভিযোগ বিধবার |
|
আসানসোল-দুর্গাপুর |
২৫ বছর পরেও অসমাপ্ত স্টেডিয়াম |
|
নীলোৎপল রায়চৌধুরী, আসানসোল: ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে প্রায় ২৫ বছর অতিক্রান্ত। এখনও অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে আসানসোল স্টেডিয়াম। নিকাশি ব্যবস্থা থেকে গ্যালারি, সুইমিং পুল থেকে ইন্ডোর স্টেডিয়াম, এই স্টেডিয়ামের সবই বেহাল। গত দু’দশক ধরে স্টেডিয়াম কমিটির সহ-সভাপতি ছিলেন রাজ্যের বর্তমান আইনমন্ত্রী মলয় ঘটক। এখন তিনি এই কমিটির সভাপতি। কমিটির সম্পাদক অমল সরকার জানান, কমিটির সভাপতি তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে স্টেডিয়ামের পরিস্থিতির কথা জানানো হয়েছে। |
|
কাঙাল, আমারে কাঙাল করেছ |
সুব্রত সীট, আসালসোল: লোকে রাজা সাজে। উনি গরিব সেজেছেন।
ডিএসপি-তে পাকা চাকরি। স্বচ্ছল সংসার। ভাল-মন্দে দিব্যি দিন কেটে যায়। অথচ বিপিএল তালিকায় ওঁর নাম উঠেছে।
উনি এলেবেলে কেউ নন। খোদ ৩৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সুধীর রুইদাস। বিপিএল তালিকায় নাম ওঠা নিয়ে বিরোধীরা হৈচৈ বাধালে দলেরও মুখ পুড়েছে। দলের জেলা সম্পাদক অমল হালদার বলেছেন, “এ সব বরদাস্ত করা হবে না।” এ বার আর তাঁকে টিকিট দেওয়া হয়নি। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়েই গিয়েছে। |
|
|
|
খোলামুখ খনিতে
মাছ চাষ, কাজ দ্রুত
শুরুর আশ্বাস |
|
অসুস্থ শিশু-মাকে
সারিয়ে পরীক্ষা
দিতে পাঠাল ক্লাব |
|
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|