পলাশের ডাল ফুলশূন্য হওয়ার কথা কয়েক মাস আগেই। বসন্তের মাঝামাঝি কৃষ্ণচূড়ার রঙে লাল হয়ে
ওঠার কথা ছিল
চার দিক। প্রকৃতি বদলেছে। কৃষ্ণচূড়ার ডাল শুষ্ক পড়ে ছিল বসন্তে। অথচ পলাশের
ফুল এখনও বিদ্যমান। কোচবিহার
এন
এন পার্কের পূর্ব প্রান্তে রিক্ত কৃষ্ণচূড়ার পাশে
পলাশের এই অকাল শোভা নতুন লাগে। ছবি তুলেছেন আশুতোষ চক্রবর্তী। |