পঞ্চায়েতে একলা চলো, ডাক মৌসমের |
জমি ফিরে পেতে মরিয়া উত্তর মালদহের সাংসদ তথা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর আগামী পঞ্চায়েত নির্বাচনে মালদহে একলা চলার ডাক দিলেন। রবিবার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে দলের প্রকাশ্য সভায় দলীয় কর্মীদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, “আগামী পঞ্চায়েত নিবার্চনে জোট হবে কি না জানি না। তবে আমাদের এককভাবে ভোটে লড়াই করার প্রস্তুতি নিতে হবে। মালদহ জেলা পরিষদ আমাদের দখলে রয়েছে। একক ভাবে ফের জেলা পরিষদ দখল করতে হবে।”
|
ভাইয়ের পরিবর্ত হিসাবে রেলের কর্মী নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন দাদা। রবিবার কোচবিহারের বিবেকানন্দ হাইস্কুলের ঘটনা। ধৃতের নাম অমিত মন্ডল। বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থানার মহাদেবগঞ্জে। এদিন কোচবিহার শহরের বিভিন্ন স্কুলে রেলের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষা ছিল। শান্তলাল মণ্ডলের। ওই পরীক্ষার্থীর বদলে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হন তার দাদা। তাকে গ্রেফতার করা হয়েছে।
|
জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ৩ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালানোর সময়ে বাসিন্দারা ৩ জনকে তুলে দিলেন পুলিশের হাতে। শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পাতনোরে ঘটনাটি ঘটে। করণদিঘির বিকোর হাট থেকে টাকা আদায় করে ছোট গাড়িতে চড়ে ফিরছিলেন পাতনোর এলাকার ৩ মাছ ব্যবসায়ী।
|
বাম আমলে বন্ধ হওয়া প্রবহমান শিক্ষা প্রকল্প চালুর আশায় রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ১২০০ অনুপ্রেরক-সহ অনুপ্রেরক আইএনটিটিইউসিতে এলেন। এ দিন ফুলবাড়িতে তাঁরা তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ ধারাবাহিক জনশিক্ষা প্রসার কর্মী সমিতিতে যোগ দেন। |