|
|
|
|
মংপু |
রবীন্দ্র গবেষণা কেন্দ্র গড়তে ৪ কোটি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সংগ্রহশালাকে ঘিরে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে মংপুতে । রবিবার শিলিগুড়িতে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তাঁর দফতর ওই কাজের জন্য ইতিমধ্যেই ৪ কোটি টাকা বরাদ্দ করেছে।
রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মংপুর ওই সংগ্রহশালাকে ঘিরে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছিলেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর জন্য প্রাথমিক ভাবে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই রবীন্দ্র গবেষণাকেন্দ্র গড়তে নথিপত্র তৈরি হচ্ছে। তার পরেই কাজ শুরু হবে।” তিনি জানান, ওই কেন্দ্র গড়তে অর্থ সমস্যা বাধা হবে না। কেন্দ্রের কাছেও আর্থিক সহায়তা চাওয়া হবে। ‘সেন্টার ফর এক্সেলেন্স’ হিসাবে কেন্দ্রটিকে গড়ে তোলা হবে। গবেষণাকেন্দ্র গড়ার কাজের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা গোর্খা জনমুক্তি মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী। তাঁর কথায়, “খুবই ভাল ব্যাপার। শিক্ষা অনুরাগীদের বেশি করে যাতে এর সঙ্গে যুক্ত করা যায়, তা দেখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তাঁর সাহিত্যচর্চা যাতে নিয়মিত এখানে হয়, সেই ব্যবস্থাও করতে হবে।”
প্রতি বছর এখানে রবীন্দ্রজয়ন্তী এবং রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আনুষ্ঠানিক ভাবে পালনের কথাও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সেই মতো আগামী মঙ্গলবার মংপুতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে রবীন্দ্রজয়ন্তী পালিত হবে। কলকাতা থেকে শিল্পীরা যাবেন। থাকবেন শিলিগুড়ির শিল্পীরাও। তবে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কে বর্তমান ‘টানাপোড়েনের’ প্রেক্ষিতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে মোর্চা নেতৃত্বের মধ্যে দ্বিমত রয়েছে। |
|
|
|
|
|