l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
ইসলামাবাদে দুর্ঘটনায় কবলে ১২০ যাত্রী-সহ বিমান
•
দিলশান হত্যাকাণ্ড: যাবজ্জীবন অবসরপ্রাপ্ত সেনার
•
সুন্দরবনে মধু সংগ্রহকারীর উপর বাঘের হামলা
•
ফের আত্মহত্যার চেষ্টা, স্বাভাবিক মেট্রো
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
‘রেওয়াজ’ ভেঙে সরকারের
অনুষ্ঠানে আমন্ত্রিত বিরোধীরাও
সীমান্ত মৈত্র • বনগাঁ
রাজ্যে ‘পরিবর্তনে’র জমানায় সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের না-ডাকাটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। এ নিয়ে বিতর্কও কম হয়নি। বৃহস্পতিবার উল্টো ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। বসিরহাটে ‘কিষাণ ক্রেডিট কার্ড’ বিলি করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবরা, মিনাখাঁ, বনগাঁ এবং ব্যারাকপুর এই চার জায়গায় ‘কিষাণ মান্ডি’ তৈরির কথা ঘোষণা করেন। রিমোটের মাধ্যমে তিনি প্রকল্পের শিলান্যাস করেন। তার পরে চারটি জায়গায় স্থানীয় প্রশাসনের তরফে অনুষ্ঠান হয়। তিনটি জায়গায় তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন সিপিএম নেতারাও! মিনাখাঁতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি বলে সিপিএমের অভিযোগ। ব্লক প্রশাসন অবশ্য তা মানেনি। কাকতালীয় ভাবে, এই ঘটনা ঘটেছে যে জেলায়, সেখানকার পর্যবেক্ষক রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েকদিন আগেই তিনি দলের এক কর্মিসভায় ফরমান দিয়েছেন, সিপিএমের সঙ্গে ‘সামাজিক’ সম্পর্ক না-রাখতে। সেই নিরিখে প্রশাসনের তরফে সিপিএমের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোটাই ‘ব্যতিক্রম’।
বিস্তারিত...
কেএলও জঙ্গি-সহ ধৃত দুই শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
এলাকার বেকার যুবকদের ভিন্ দেশে অস্ত্র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন এক কেএলও জঙ্গি-সহ দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির খড়িবাড়ি থানা এলাকায় নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ওই দু’জনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পিন্টু বরুয়া ওরফে সুদীপ সরকার ও কাঁচালু সিংহ। বালুরঘাটের বাসিন্দা পিন্টু কেএলও সংগঠনে ‘পায়েল’ নামে পরিচিত। কেএলও-র ষষ্ঠ ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত পিন্টুকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। কাঁচালুর বাড়ি খড়িবাড়িতে। কাঁচালুকে সঙ্গে নিয়েই এলাকার কিছু যুবককে কেএলও-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল বলে পুলিশের সন্দেহ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “ধৃতদের মধ্যে এক জনকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। দু’জনকেই জেরা করা হচ্ছে।” পুলিশের একটি সূত্রের দাবি, প্রাথমিক জেরায় পিন্টু কবুল করেছে, অসমের কোকরাঝাড় এলাকায় কেএলও-র একটি ঘাঁটি রয়েছে।
বিস্তারিত...
ব্লক অফিস ভাঙচুর করে হেনস্থা
হরিশচন্দ্রপুরে, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদাদাতা • হরিশ্চন্দ্রপুর ও শামুকতলা
কংগ্রেসের উপ-প্রধানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ জানাতে গিয়ে বিডিও-র সামনেই তাঁর অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের একদল নেতা ও কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লক অফিসের ঘটনা। বিডিও সজল তামাংয়ের অভিযোগ, তাঁকেও হেনস্থা করা হয়েছে এবং যুগ্ম-বিডিওকে গালিগালাজ করে মারধরের চেষ্টা হয়। কয়েক জন কর্মী বাধা দিলে তাঁদেরও হেনস্থা করা হয়। ভাঙচুর করা হয় বিডিও-র টেবিলের কাচ। বিডিও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করলেও বিডিও ‘নিগ্রহ’ এবং সরকারি দফতরে চড়াও হয়ে ভাঙচুরের প্রতিবাদে আজ, শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতি এবং সমিতির অন্তর্গত ৭টি গ্রাম পঞ্চায়েতেই কর্মবিরতির ডাক দিয়েছে কংগ্রেস। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
নন্দীগ্রামেই প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • তমলুক
দলের দখলে থাকা কিছু পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির তদন্ত দাবি করল তৃণমূলের কর্মী-সমর্থকদের অন্য গোষ্ঠী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১-এর বিডিওকে তাঁরা বৃহস্পতিবার ওই দাবি তুলে ঘেরাও করেও রাখেন। ‘পরিবর্তনের আঁতুরঘর’ নন্দীগ্রামেই এই ঘটনার পরে শাসকদলের ‘শৃঙ্খলা’ নিয়েই প্রশ্ন উঠছে। এ ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের কোন্দলও ফের প্রকাশ্য এসে পড়ল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেনের প্রতিক্রিয়া, “বিষয়টি নজরে এসেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” বেআইনি ভাবে সরকারি জমির গাছ কেটে বিক্রি এবং অনিয়মের অভিযোগে ক’দিন আগেই নন্দীগ্রামের গোকুলনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অশোক মণ্ডলের নামে এফআইআর করেছিলেন পূর্ব মেদিনীপুরের বনাধিকারিক। তার জেরে অশোকবাবুরই নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক বৃহস্পতিবার নন্দীগ্রাম ১-এর বিডিওকে দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান।
বিস্তারিত...
মায়ের পর মেয়ের সম্মানহানির
হুমকি, ফের অভিযুক্ত তৃণমূল
সুব্রত গুহ • কানাইদিঘি (কাঁথি)
কাঁথির উত্তর কানাইদিঘির বামসমর্থক মহিলার কিশোরী কন্যার ‘চরম সম্মানহানি’র হুমকি দিল তৃণমূল। গ্রামের সালিশিসভায় ওই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ করাতেই এই হুমকি বলে দাবি কিশোরীর। বৃহস্পতিবার সকালে বাড়ি বয়ে এসে তৃণমূলের লোকজন তাকে এই হুমকি দেয় বলে ওই পরিবারের অভিযোগ। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তবে মায়ের সম্ভ্রমহানি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তরুণ, তিনিই এ বার বোনকে দেওয়া হুমকি নিয়ে ফের পুলিশের শরণাপন্ন হয়েছেন। তিনি অবশ্য গ্রামে ঢুকতে সাহস পাচ্ছেন না। বোনের কাছ থেকে এই দিন ফোনে ওই হুমকির কথা শুনে ওই তরুণ সোজা চলে যান কাঁথির এসডিপিও-র কাছে। পুরো ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিপিএমের মহিলা সংগঠন ‘গণতান্ত্রিক মহিলা সমিতি’ও কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত এবং এসডিপিও ইন্দ্রজিৎ বসুর কাছে স্মারকলিপি দিয়েছে।
বিস্তারিত...
দম্পতি-সহ মৃত ৩ বোমায়, চাপানউতোর
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
বোমা ফেটে এক দম্পতি-সহ তিন জনের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বর্ধমানের মঙ্গলকোটে। বিস্ফোরক তৈরির সময়ে এমন ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যদিও মৃতদের দলীয় কর্মী দাবি করে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএমের লোকজন তাঁদের খুন করেছে। সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মঙ্গলকোটের ধারসোনা গ্রামের পশ্চিমপাড়ায় বিস্ফোরণের আওয়াজ পান প্রতিবেশীরা। পাড়ার শেষ প্রান্তে, মাঠের ধারে মেহের শেখের (৩৪) বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখেন, তিনি, তাঁর স্ত্রী আস্পিয়া বিবি (২৯) এবং তাঁদের পড়শি কুরবান শেখ (৩০) ও তাঁর স্ত্রী রশিনা বিবি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বাসিন্দারাই তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রাতেই মেহের, কুরবান ও আস্পিয়া বিবির মৃত্যু হয়।
বিস্তারিত...
চাকরি পাওয়ার মামলা জিততেই তিন কুড়ি পার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চাকরির যোগ্যতা প্রমাণ করার আইনি লড়াই লড়তেই কেটে গেল ২৬ বছর। তার পর এল জয়! কিন্তু সেই জয় আদৌ কোনও কাজে আসবে কি? চাকরি করার বয়সই তো নেই আর! এক জন-দু’জন নয়, ৩১ জনের লড়াই! কলকাতা হাইকোর্টের রায়ে নিজেদের চাকরি পাওয়ার যোগ্য বলে প্রমাণ করতে পেরেছেন ওঁরা। কিন্তু যত দিনে এটা ‘প্রমাণ’ করা গেল, তত দিনে ওঁদের মধ্যে চার জনের বয়স ৬০ পেরিয়েছে। ২৭ জনের বয়স ৫৬ থেকে ৫৯। ফলে আদালতে এই ‘জয়’ বেদনার না আনন্দের, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে ওঁদের। ২৬ বছর ধরে আইনি লড়াইয়ের পরে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুক্লা কবীরের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের মধ্যে এই ৩১ জনকে প্রাথমিক শিক্ষকের পদে নিয়োগ করার নির্দেশ দিল।
বিস্তারিত...
বিমাননগরী চূড়ান্ত পর্যায়ে,
তবু ‘আপত্তি’ কয়লামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন
আসানসোলের কাছে অন্ডালে বিমাননগরী গড়ার সিংহভাগ কাজ হয়ে গিয়েছে। ভূগর্ভে কয়লা থাকলেও এই নির্মাণে তাদের আপত্তি নেই বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ‘নির্মাণ সহযোগী’ হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তিওএর সঙ্গে জড়িত। অথচ কয়লাঞ্চলে এই ধরনের নির্মাণে তাঁদের আপত্তি আছে বলে ফের দাবি করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। বৃহস্পতিবার ইসিএলের সদর কার্যালয় ও কয়েকটি কয়লা খনি পরিদর্শনের জন্য আসানসোলে যান কয়লামন্ত্রী। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে যে সব এলাকায় ভূগর্ভস্থ কয়লা আছে, সেখানে শিল্প করা যাবে না জানিয়ে তিনি বলেন, “২০০৯ ও ২০১১ সালে দু’বার চিঠি লিখে আমরা অন্ডাল বিমাননগরী নিয়ে আপত্তির কথা রাজ্যকে জানিয়েছি। ভবিষ্যতে আবারও আপত্তি জানিয়ে চিঠি লিখব।”
বিস্তারিত...
ফরাক্কা ব্যারাজ রক্ষণাবেক্ষণে
গাফিলতি স্বীকার কর্তৃপক্ষের
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা
পাঁচ বছর পরে ফরাক্কা টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি তাদের দ্বিতীয় বৈঠকে বসল বৃহস্পতিবার। ফরাক্কা ব্যারাজ প্রকল্পের রক্ষণাবেক্ষণ-কাজ পর্যালোচনার জন্য ২০০৭ সালে গঠিত হয়েছিল ওই কমিটি। দীর্ঘ পাঁচ বছর পরে সেই কমিটির দ্বিতীয় সভায় এ দিন অবশ্য উপস্থিত সদ্যরা ব্যারাজ কর্তৃপক্ষকে তীব্র সমালোচনা করেন। নিজেদের ‘গাফিলতি’র কথা অবশ্য মেনেও নিয়েছেন ব্যারাজের জেনারেল ম্যানেজার অরুণকুমার সিংহ। আড়াই ঘণ্টার বৈঠক উপস্থিত ছিলেন মালদহ ও মুর্শিদাবাদের ৭ জন বিধায়ক, মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী-সহ প্রশাসনিক কর্তারা। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের ১১ জনের একটি প্রতিনিধি দলও এ দিনের সভায় উপস্থিত ছিলেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
১০০ দিনের কাজে
সফল মালদহ
উচ্ছেদের বিরোধিতায়
আন্দোলন শুরু
দক্ষিণবঙ্গ
পুলিশ ধরল আক্রান্ত
যাত্রীদেরই
দুর্গাপুরে ছ’দিন ধরে
নিখোঁজ কলেজ ছাত্র
বর্ধমান
সিপিএম প্রধানকে মারধর,
কালনায় অভিযুক্ত তৃণমূল
কিছু কাজ হয়, কিছু দলাদলি
পুরুলিয়া
তৃণমূলের সংঘর্ষে
পড়ে জখম ছাত্র
মিড-ডে মিল বন্ধ
রাজনগরের স্কুলে
মুর্শিদাবাদ
বহিরগাছিতে আত্মঘাতী
বৃদ্ধা, অসুস্থ স্বামী
বহরমপুরে জনবহুল
এলাকায় যুবক খুন
মেদিনীপুর
জঙ্গলমহলে কাজ
শেষ করা নিয়ে সংশয়
ক্ষুদ্র ও মাঝারি
শিল্প-স্থাপনে উদ্যোগ
কলকাতা
৩৬.৫ /২৭.৭
আজকের দিনে
•
১৮৯৩:
মার্কিন অভিনেতা
হ্যারল্ড লয়েডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.