|
|
|
|
১০০ দিনের কাজে সফল মালদহ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিযোগিতা ও পুরস্কার ঘোষণা করে ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক সাফল্য পেয়েছে মালদহ জেলা। আগামী ২৭ এপ্রিল জেলার শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত ও ব্লককে পুরস্কার ও শংসাপত্র তুলে দেবেন জেলাশাসক শ্রীমতি অর্চনা ও জেলা পরিষদের সভাধিপতি উজ্জল চৌধুরী। জেলাশাসক বলেন, “জেলার ১০০ দিনের কাজ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। গ্রামের মানুষদের সচেতনতার অভাব ছিল। সরকারি আধিকারিকদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কাজের সমন্বয়ের অভাব ছিল। ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, জল সঙ্কটের মত বিষয়গুলিকে প্রকল্পের আওতায় এনে কাজ করে এই সাফল্য মিলেছে।” প্রশাসনিক সূত্রের খবর, গত ২০১০-১১ আর্থিক বছরে মালদহ জেলা ১০০ দিনের কাজে ৫১ কোটি টাকা খরচ করতে পেরেছিল। ২৯ লক্ষ ২৫ হাজার ৫৮০ জন মানুষ গড়ে ২৪ দিন কাজ পেয়েছিলেন। সেখানে ২০১১-১২ আর্থিক বছরে ওই প্রকল্পের টাকা খরচ ১১১ কোটি ৯২ লক্ষ টাকায় পৌঁছেছে। এই সময়ে ৫৪ লক্ষ ১৪ হাজার মানুষ গড়ে কাজ পেয়েছেন ৩৩ দিন। শুধু টাকা খরচই নয়, গত আথির্ক বছরে ৩৫৬২টি প্রকল্পের কাজ হয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজারে। গত আর্থিক বছরে কাজ পেয়েথিলেন ১২৩৭টি পরিবার। এবার তা দাঁড়িয়েছে ৩৮১৩টি পরিবার। জেলা পরিষদের সভাধিপতি উজ্জল চৌধুরী বলেন, “সরকারি আধিকারিক থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাই এগিয়ে আসার ফলেই এবার জেলায় ১০০ দিনের কাজের সাফল্য মিলেছে। যাঁরা ভাল কাজ করেছেন তাঁদের পুরষ্কৃত করা হবে।” প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, ওই প্রকল্পে বন্যাপ্রবণ ব্লক কালিয়াচক, মানিকচক, রতুয়ায় ১০০ দিনের কাজের প্রকল্পে বন্যা প্রতিরোধের কাজ করা হয়েছে। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত পুরাতন মালদহ, গাজল, হবিবপুর, বামনগোলা এলাকায় মহানন্দা, টাঙন, পুনর্ভবা, ব্রাহ্মনী, কালিন্দ্রী নদীতে ১০০ দিনের প্রকল্পে খননের কাজ করা হয়েছে। পুরানো নদী সংস্কার করা হয়েছে। ভাঙন রুখতে বাঁধে গাছ লাগিয়ে গ্রিন মালদা প্রজেক্ট নেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, সম্প্রতি শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণে আম চাষের সঙ্গে যুক্ত শ্রমিকদের কথা ভেবে আমবাগানের পরিচর্যার কাজও প্রকল্পভুক্ত করা হচ্ছে। এ ছাড়া ১০০ দিনের কাজের প্রকল্পে মজে যাওয়া চারটি নদী পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে জেলার হাফ ডজন পরিত্যক্ত খাড়ি। পাশাপাশি ভাঙন ও বন্যার হাত থেকে বাঁচার আশা দেখছেন কালিয়াচক, মানিকচক, রতুয়ার প্রায় ২৫ টি গ্রাম লক্ষাক্ষিক মানুষ। এই সাফল্যের পিছনে কাজ করেছেন মালদহ থিয়েটার প্ল্যাটফর্মের ছেলেমেয়েরা। প্রকল্প নিয়ে উৎসাহ জোগাতে এবং সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে গিয়ে “জীবন এবার বদলে যাবে” পথনাটিকা করেছে। ওই সংস্থার সম্পাদক অমিতাভ চৌধুরী বলেন, “আমরা ৩৪টি গ্রাম পঞ্চায়েতে নাটক করেছি। ১০০ দিনের কাজ নিয়ে আমরা মানুষকে উৎসাহ দিয়েছি।” |
|
|
|
|
|