মুর্শিদাবাদ ও নদিয়া
ফরাক্কা ব্যারাজ রক্ষণাবেক্ষণে গাফিলতি স্বীকার কর্তৃপক্ষের
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা:
পাঁচ বছর পরে ফরাক্কা টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি তাদের দ্বিতীয় বৈঠকে বসল বৃহস্পতিবার। ফরাক্কা ব্যারাজ প্রকল্পের রক্ষণাবেক্ষণ-কাজ পর্যালোচনার জন্য ২০০৭ সালে গঠিত হয়েছিল ওই কমিটি। দীর্ঘ পাঁচ বছর পরে সেই কমিটির দ্বিতীয় সভায় এ দিন অবশ্য উপস্থিত সদ্যরা ব্যারাজ কর্তৃপক্ষকে তীব্র সমালোচনা করেন। নিজেদের ‘গাফিলতি’র কথা অবশ্য মেনেও নিয়েছেন ব্যারাজের জেনারেল ম্যানেজার অরুণকুমার সিংহ।
বহিরগাছিতে আত্মঘাতী বৃদ্ধা, অসুস্থ স্বামী
নিজস্ব সংবাদদাতা, ধানতলা:
পাশের ঘর থেকে রাতে হঠাৎ তীব্র কটূ গন্ধ পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন স্বপন বিশ্বাস। স্ত্রীকে ডেকে পাশের ঘরে বাবা-মায়ের ঘরের ভেজানো দরজা ঠেলে দেখেন, গন্ধটা সেখান তেকেই আসছে। বারবার ডেকেও সাড়া না মেলায় অচৈতন্য বাবা-মাকে নিয়ে ছোটেন হাসপাতালে। তবে বুধবার রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, স্বপনবাবুর মা নীলিমাদেবী (৬৮) ততক্ষণে মারা গিয়েছেন। বাবা কমলেশবাবুর অবস্থা সঙ্কটজনক।
বহরমপুরে জনবহুল এলাকায় যুবক খুন
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
ওই যুবককে খুব কাছ তেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। পুলিশ ওই ঘটনায় দু-জনকে আটক করে জেরা করছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই খুন। প্রাথমিক ভাবে তাই মনে হচ্ছে। দুষ্কৃতীরাও মোটরবাইকেই এসেছিল। খুব কাছ থেকে গুলি করায় ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন ওই যুবক।”
থানারপাড়ায় শিক্ষক খুনে গ্রেফতার দুই
টুকরো খবর
চিত্র সংবাদ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.