টুকরো খবর
আদালতে মহিলাকে ‘চড়’ পুলিশের, নালিশ
গ্রেফতার হওয়া স্বামীকে আদালত চত্বরে দেখতে গিয়ে পুলিশের হাতে ‘থাপ্পড়’ খেলেন সেহেরুন বিবি নামে এক মহিলা। এমনই অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে কান্দি আদালত চত্বরে। সেহেরুন বিবি মাসখানেক আগে এক মেলায় মারপিটের ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী চাঁদ মহম্মদকে দেখতে গিয়েছিলেন। চাঁদ মহম্মদকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় সেহেরুন বিবি দেখতে গেলে সালার থানার সৈনিক তরফদার নামে এক পুলিশকর্মী তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। তাতে সেহেরুন বিবি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। এরপরেই তাঁর আত্মীয়েরা ওই পুলিশকর্মীকে মারতে যান। কিন্তু সৈনিকবাবু আদালতের একটি ঘরে ঢুকে পড়েন। ঘটনার জেরে আদালত চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা চলে। ওই পুলিশকর্মীর শাস্তির দাবি করেছে কংগ্রেস। চাঁদ মহম্মদও কংগ্রেসের সক্রিয় সমর্থক। সেহেরুন বিবি বলেন, “সারারাত ধরে আমার স্বামীকে মারধর করেছে। সোজা হয়ে হাঁটারও ক্ষমতা নেই। আমি দেখতে গেলে আমাকেও থাপ্পড় মেরেছে ওই পুলিশকর্মী।” অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের চিকিৎসার পরামর্শ দেন। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখনো ওই মহিলা বা অন্য কেউ কোনও অভিযোগ করেননি। এলাকার এসডিপিওকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। তারপরে ব্যবস্থা নেওয়া হবে।” কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “ওই পুলিশকর্মীর শাস্তির দাবি করছি।” মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “পুলিশের এই কাজ অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস মেনে নেবে না। এক মহিলাকে থাপ্পড় মারা মেনে নেওয়া যাবে না। সৈনিক তরফদার যে পুলিশের নামে কলঙ্ক তা প্রমাণিত হল।”

রেল লাইনের ধারে মিলল ব্যবসায়ীর দেহ
রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে এক ব্যবসায়ীর দেহ। পুলিশ জানিয়েছে, তাঁর নাম উৎপল দে (৫০)। বাড়ি কলকাতার বাঙুর এলাকায়। বুধবার নদিয়ার ধানতলা থানায় পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের রানাঘাট-গেদে শাখার রানাঘাট ও বঙ্কিমনগর স্টেশনের মাঝখানে নতুনগ্রাম এলাকার আপ রেল লাইনের ধারে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার একটু আগেই আপ গেদে লোকাল ওই লাইন দিয়ে গিয়েছে। রেল পুলিশ তাঁর দেহ রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। উৎপলবাবুর মামাতো ভাই রানা বসু বলেন, “ওর মোবাইল ফোনটি অক্ষত পাওয়া গিয়েছে। তবে তার সিম কার্ডটি নেই। তাতে সন্দেহ হচ্ছে, এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে।” রানাঘাট রেলপুলিশের আইসি সুভাষ রায় বলেন, “অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে এই ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” পারিবারিক সূত্রে জানা গিয়েছে, উৎপলবাবুর স্ত্রী স্নিগ্ধা দে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে নার্সের কাজ করেন। তাঁদের যৌথপরিবার। বেলা সাড়ে দশটা নাগাদ উৎপলবাবুর মোবাইলে একটি ফোন আসে। তারপরেই তিনি বেরিয়ে যান। উৎপলবাবুর মেয়ে অঙ্কিতা দে বলেন, “বাড়ির লাগোয়া একটি লেদ মেশিনের কারখানা চালাতেন বাবা। তা ছাড়া ফ্ল্যাট কেনাবেচার কাজও করতেন। তবে তাঁকে সাধারণত কোনও বিষয়েই উদ্বিগ্ন হতে দেখিনি।” অঙ্কিতা জানান, ওই দিন বিকেল থেকে তাঁর বাবার মোবাইল বন্ধ ছিল। তখনই সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। রাতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। তারপরে জানা যায়, তাঁর দেহ পাওয়া গিয়েছে। রানাবাবু বলেন, “দাদা কেন অতদূর রানাঘাটে গেল, তা-ও আমরা বুঝতে পারছি না।”

মিড-ডে মিলে ‘বিষ’, বিক্ষোভ
মিড-ডে মিলের খাবার নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।
মিড-ডে মিলের রান্নায় বিষ মেশানোর অভিযোগে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার কোতোয়ালির দিকনগর মোদকপাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রের এই ঘটনায় পুলিশকর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগরের (সদর) মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি। ‘বিষ মেশানো’ খাবারের নমুনাও সংগ্রহ করা হয়। এ দিন মহকুমাশাসক তদন্ত করার প্রতিশ্রুতি দলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ণেন্দুবাবু বলেন, “সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ব্যাবস্থা নেওয়া হবে।” কোতোয়ালির দিকনগর মোদকপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোনও ভবন না থাকায় স্থানীয় রাঘবেশ্বর প্রাথমিক বিদ্যালয়েই অঙ্গনওয়াড়িকেন্দ্রের লেখাপড়া চলে। এ দিন মিড-ডে মিল রান্নার সময়ে সন্দেহ হয় অঙ্গনওয়ারি কেন্দ্রের সহায়িকা বাপিরানিদেবীর। তিনি বলেন, “রান্নার সময়েই ভাত ক্রমশ নীলচে হয়ে যাচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না।” বাপিরানি দেবীর কাছে খবর পেয়ে গ্রামবাসীরা এসে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, স্কুলে নিয়মিত শিক্ষিকা আসেন না। দেখভালের অভাবে এমন হচ্ছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ধনঞ্জয় ঘোষ বলেন, “আমাদের সকলেরই অনুমান, ওই খাবারে বিষ মেশানো হয়েছে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করুক।”

গঙ্গায় ডুবে মৃত দুই ছাত্র
গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মারা গেল দুই কিশোর। পুলিশ জানিয়েছে, তাদের নাম অভিরাজ বিশ্বাস (১৫) ও কৌশিক দাস (১৫)। বৃহস্পতিবার দুপুরে অন্য দুই বন্ধুর সঙ্গে তারা নদিয়ার কল্যাণীর রথতলায় গঙ্গায় স্নান করতে গিয়েছিল। তার মধ্যে এক জন জলে নামেনি। পুলিশ জানিয়েছে, এই চার জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়াতে। চার জনেই কাঁচড়াপাড়ার হার্নেট স্কুলের দশম শ্রেণির ছাত্র। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “ওরা সাঁতার জানত না। তার মধ্যে হঠাৎ জোয়ারের জল বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটেছে। এক জনকে রক্ষা করা গেলেও বাকি দু’জন জলে তলিয়ে যায়।” স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই তিন জন তলিয়ে যাচ্ছে দেখে ঝাঁপিয়ে পড়েন। এক জনকে উদ্ধারও করা যায়। অভিরাজ ও কৌশিকের সন্ধানে তারপরে নৌকা নিয়ে খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত গঙ্গায় জাল ফেলে তাদের দেহ উদ্ধার করা হয়েছে।

খুনে যাবজ্জীবন
খুনের অভিযোগে বাংলাদেশের দলতপুরের বাসিন্দা কয়জল মণ্ডল, হামিদ মণ্ডল ও আনারুল মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ফাস্টট্রাক কোর্টের বিচারক সম্পা দত্তপাল। ২০০৫ সালের ২১ অগস্ট কাঁটাতারের ওপারে হোগলবেড়িয়ার চামনা গ্রামের বাসিন্দা কাঞ্চন সরকার (৩৮) ও আনন্দ মণ্ডলের (৩৪) দেহ পাওয়া যায়। আগের দিনই তাঁকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা। সরকার পক্ষের আইনজীবী পরেশ পাল বলেন, “নিহত দু’জনেরই কাঁটাতারের ও পারে জমি ছিল। বাংলাদেশি দুষ্কৃতীরা ওই জমির ফসল কেটে নিয়ে চলে যেত। তাতে বাধা দেওয়ায় আনন্দবাবু ও কাঞ্চনবাবুকে খুন করা হয়।”

ঝুলন্ত দেহ উদ্ধার ফরাক্কায়
জুগনু শেখ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ফরাক্কার বিন্দুগ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে গ্রামের এক ফেরিওয়ালার কাছ থেকে জোর করে তার মিহিদানার ঝুড়ি কেড়ে নিয়েছিলেন জুগনু। বাধা দিতে গেলে ওই ফেরিওয়ালাকে জুগনু মারধর করেন বলেও অভিযোগ। গ্রামের মসজিদে গিয়ে নালিশ করেন ওই ফেরিওয়ালা। এর পরে কয়েক জন গ্রামবাসী জুগনুর বাড়িতে এসে তাকে মারধর করেন বলে অভিযোগ। জুগনুর মাকে মিহিদানার টাকা ওই ফেরিওয়ালাকে দিয়ে দেওয়ার কথাও বলেন তাঁরা। আহত ওই ফেরিওয়ালার চিকিৎসার ব্যবস্থাও করতে হবে বলে জানান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।

গ্রেফতার দুষ্কৃতী
তিন কেজি বোমার মশলা ও একটি চোরাই মটোর সাইকেল-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। নাম আজিজুল শেখ। বাড়ি চাপড়ার বাঙ্গালঝি এলাকায়। বুধবার রাতে পাটপুকুর এলাকা থেকে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল সলিল সরকার (৩২) নামে এক যুবকের। বাড়ি কোতোয়ালির কালীনগরে। বুধবার বিকেলে দোগাছির একটি কালীমন্দিরে বিষ খাওয়া অবস্থায় সলিলকে দেখতে পান এলাকার মানুষ। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মারা যান তিনি। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই বিষ খেয়েছেন তিনি।

অস্ত্র-সহ ধৃত
অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রকিব শেখ। বাড়ি নওদার ওলাইচণ্ডী গ্রামে। বুধবার রাতে নওদার পাটিকাবাড়ি থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি সমেত তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে রকিবের বিরুদ্ধে ডাকাতি ও খুনের অভিযোগও রয়েছে। অনুমান আরও কোথাও ডাকাতি করার জন্যই তৈরি হচ্ছিল সে।

পুড়ল লরি
আগুনে পুড়ে গিয়েছে একটি লরি। বৃহস্পতিবার বেলডাঙার সরুলিয়া অঞ্চলে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পাটকাঠি ভর্তি ওই লরিটিতে আগুন লাগে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক বা খালাসি কেউই জখম হননি। তবে আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

চ্যাম্পিয়ন নবারুণ সঙ্ঘ
আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১১-১২ মরসুমের সিনিয়র প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শেষ হ’ল বৃহস্পতিবার। মহিষবাথান মাঠে লিগের শেষ খেলায় করিমপুর জামতলা নবারুণ সঙ্ঘ আট উইকেটে যমশেরপুর ক্রিকেট ক্লাবকে হারায়। এই মরসুমে উভয় দলই ১২ পয়েন্ট করে সংগ্রহ করে। কিন্তু গড় রানের ভিত্তিতে জামতলা নবারুণ সঙ্ঘ চ্যাম্পিয়ন হয়। এ দিন প্রথমে যমশেরপুর ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৫৫ রান করে। জবাবে করিমপুর জামতলা নবারুণ সঙ্ঘ ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান করে। ২৬ ফেব্রুয়ারি ৮ টি দল নিয়ে এই লিগের খেলা শুরু হয়েছিল।

অস্বাভাবিক মৃত্যু
জুগনু শেখ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ফরাক্কার বিন্দুগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গ্রামের এক ফেরিওয়ালাকে মেরে মিহিদানার ঝুড়ি কেড়ে নিয়েছিলেন জুগনু। গ্রামের মসজিদে গিয়ে নালিশ করেন ওই ফেরিওয়ালা। এর পরে কয়েক জন গ্রামবাসী জুগনুর বাড়িতে এসে তাকে মারধর করে বলে অভিযোগ। সেই রাতেই জুগনুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বাসের দাবি বড়ঞায়
বড়ঞা-কলকাতা রুটে সরকারি বাস চালু করার দাবি করেছেন বাসিন্দারা। তারা জানান, কান্দি থেকে কলকাতা যাওয়ার দু’টি সরকারি বাস বর্তমানে চালু আছে। তাতে বেশ ভালো ভিড় হয়। ফলে বড়ঞার লোকেদের ওই বাসে বহরমপুর বা বর্ধমান এসে সেখান থেকে ট্রেনে কলকাতা যেতে হয়। বড়ঞার বিধায়ক কংগ্রেসের প্রতিমা রজক বলেন, “বাসিন্দাদের দাবি মেনে পরিবহণ মন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সভাপতির কাছে দাবি জানানো হয়েছে। তাঁরাও উদ্যোগী হয়েছেন। তবে রুটটি পাঁচথুপি থেকে ডাকবাংলা হয়ে কলকাতা পযর্ন্ত হবে।”

যুবকের দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম নয়ন মণ্ডল (৪০)। বুধবার সন্ধ্যায় বড়ঞার প্যাটারি গ্রামের ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই নয়নবাবু আত্মঘআতী হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.