আজকের শিরোনাম |
ইসলামাবাদে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান, মৃত ১২৭ |
ইসলামাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানে ১১৮ জন যাত্রী-সহ ৯ বিমানকর্মী ছিল। খারাপ আবহাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বিমানটি ঘন বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ায় আগুন লেগেছে ৪০টি বাড়িতে। এছাড়াও আগুনের গ্রাসে একটি স্থানীয় গ্যাস স্টেশনও। প্রত্যক্ষদর্শীদের মতে, ভেঙে পড়ার আগেই আগুন লেগে যায় বিমানটিতে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। কিন্তু দুর্ঘটনাস্থলে বিদ্যুত্ না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারের কাজ। ভোজা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি করাচি থেকে ইসলামাবাদ বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল, জানিয়েছেন পুলিশ আধিকারিক ফজল ইকবাল। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের সূত্রে খবর, দুর্ঘটনার তিন কিলোমিটারের মধ্যে সব ক’টি মৃতদেহ ছড়িয়ে পড়েছে।
|
দিলশান হত্যাকাণ্ড: যাবজ্জীবন অবসরপ্রাপ্ত সেনার |
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রামরাজকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিল চেন্নাই আদালত। অস্ত্র আইনের ৩০২ ধারায় আজ এই রায় দিয়েছে আদালত। প্রসঙ্গত, গত বছর জুলাইতে দিলশান নামে এক ১৩ বছরের বালককে গুলি করে খুন করেছিল রামরাজ। সেনা কার্যালয়ের বাগান থেকে ফল পাড়ার অপরাধে অবৈধ রাইফেল থেকে গুলি করে তাঁর কপালে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দিলশানের। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা চলছিল। আজ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করল।
|
সুন্দরবনে মধু সংগ্রহকারীর উপর বাঘের হামলা |
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হানায় আহত হলেন এক মধু সংগ্রহকারী। আহত ব্যক্তির নাম রবীন সর্দার। তিনি কুলতলির বাসিন্দা। রবীনবাবুরা বেশ কয়েকজন দল বেঁধে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন চোরাগাজিখালিতে। মধু সংগ্রহ করার সময় একটি বাঘ খাল সাঁতরে এসে রবীনবাবুর ঘাড়ে লাফ দেয়। সঙ্গীকে বাঁচাতে অন্যরা লাঠি নিয়ে বাঘটিকে আক্রমণ করলে সে পালায়। এই ঘটনায় গুরুতর জখম হন রবীনবাবু। আশঙ্কাজনেক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা। শুরু হয়েছে বাঘের খোঁজ।
|
খড়্গপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার |
খড়্গপুরের ছত্তিশপাড়ায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে এক নির্মীয়মাণ বাড়ির কুয়ো থেকে দেহটি উদ্ধার করে পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনাস্থলে বাঁশ ও রক্তের দাগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
|
তিন গাড়ি পাচারকারী গ্রেফতার |
আজ পুরুলিয়ার রঘুনাথপুর থেকে ৩ জন গাড়ি পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল মধু দাস, বাপি মণ্ডল ও অরূপ সাহা। এরা আন্তঃরাজ্য গাড়ি পাচারের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে দমদম, বাগুইআটি ও রাজারহাট এলাকা থেকে গাড়ি চুরির অভিযোগ আসছিল। সেই মতো ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ। আজ রঘুনাথপুর থেকে ১ টি নেমপ্লেটবিহীন বাইক, ২ টি গাড়ি-সহ এই তিন জনকে আটক করে পুলিশ। ধৃতদের সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
|
বসিরহাট থেকে অপহৃত ব্যবসায়ী |
বসিরহাটের ঘোজাডাঙায় এক পেঁয়াজ ব্যবসায়ীকে অপহরণ করল দুষ্কৃতীরা। ব্যবসায়ীর নাম রাজু মণ্ডল। পুলিশের অনুমান, বাংলাদেশের দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন এসেছে বলে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।
|
ভবানীপুরে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ |
ভবানীপুরে যদুবাবুর বাজারের সামনে অবরোধ করল খালসা স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। তার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আশুতোষ মুখার্জি রোডে। অভিযোগ, প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে না দেওয়ার হুমকি আসছিল বহিরাগতদের থেকে। বেশ কয়েকদিন ধরেই হুমকি আসছিল বলে জানা গেছে। আরও অভিযোগ, স্কুলকে বেসরকারিকরণের চেষ্টা চলছে। সেই সঙ্গে অধ্যক্ষকে অবৈধভাবে সরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও র্যাফ। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বেসরকারিকরণ না করার ও অধ্যক্ষকে না সরানোর লিখিত আশ্বাস পাওয়ার পরই অবরোধ তোলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
|
অস্ত্র-সহ তৃণমূল নেতা গ্রেফতার বীরভূমে |
আজ বীরভূমের দুবরাজপুর থেকে অস্ত্র-সহ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নেতার নাম শেখ ঝন্টু। তিনি খন্ডগ্রামের তৃণমূল নেতা। তাঁর বাড়ি থেকে পাওয়া গেছে রাইফেল, মাস্কেট ও বেশ কিছু কার্তুজ। এছাড়াও তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গা থেকে ছোট আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
|
দার্জিলিং বাজারে আগুন, বহু কোটির ক্ষতি |
গতকাল মাঝ রাতে আগুন লাগে দার্জিলিঙের এইচ ডি লামা রোডের একটি বাজারে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় বাজারের ৮০টি দোকান। ক্ষতি হয় বেশ কয়েক কোটি টাকার সম্পত্তির। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ছ’ঘন্টা পরে আজ সকালে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
|
গরু পাচারকারীর মত্যু |
আজ সকালে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের কাছে বিএসএফের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক ভারতীয় গরু পাচারকারীর। হিলি সীমান্তের ভীমপুরে এক দল পাচারকারীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে বিএসএফের। গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। আহত হন এক বিএসএফ জওয়ানও।
|
মহাকরণে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল |
আজ সকাল ৯:২৫ মিনিটে আগুন লাগে মহাকরণের চারতলার তথ্য ও সংস্কৃতি দফতরে। আগুন লাগে দফতরের ফলস সিলিং-এ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
|
কলকাতায় গ্রেফতার তিন তোলাবাজ |
আজ ভোর রাতে রাজাবাগান থানার মেটিয়াবুরুজ এলাকা থেকে তিন কুখ্যাত তোলাবাজকে গ্রেফতার করল পুলিশ। গত কয়েকদিন ধরে তারা ওই এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন মোল্লাকে ফোন করে ২৫ লক্ষ টাকা দাবি করছিল। হুমকি দেওয়া হয় তাঁর সন্তানদের অপহরণেরও। ওই ব্যবসায়ী রাজাবাগান থানায় অভিযোগ করলে তোলাবাজদের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ফের আত্মহত্যার চেষ্টা, স্বাভাবিক মেট্রো |
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এক যুবকের। আজ সকাল ৯:৪০ মিনিটে কবি নজরুল স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেয় ওই যুবক। তবে মোটরম্যানের তত্পরতায় প্রাণ বাঁচে যুবকের। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় মেট্রো চলাচল। প্রসঙ্গত মেট্রোর বর্ধিত অংশে আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম।
|
|