l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• কয়লাখাদান কেলেঙ্কারিতে ফের বেকায়দায় ইউপিএ
• হাতিবাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড
• রেলমন্ত্রী মুকুল রায়ের জবাবি ভাষণ
বিস্তারিত...
• অতীতের তাঁরায় পরিব্রাজক, সাংবাদিক ও লেখক জলধর সেন।
• এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
পুলিশের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে সরব সিপিএমও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ নেতা তথা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোনাল্ড দে-র বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা নিয়ে কংগ্রেস-তৃণমূলের বিবাদ বেড়েই চলেছে। রোনাল্ড এখনও জেলে। তাঁর জামিন হয়নি। পক্ষান্তরে, তৃণমূল ছাত্র পরিষদ নেতা পঙ্কজ সিংহের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়নি। এই প্রেক্ষাপটে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সোমবার থেকে ধারাবাহিক মিটিং-মিছিল, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কংগ্রেস। বুধবার কংগ্রেস বিক্ষোভ মিছিল করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে রোনাল্ড মুক্তি না-পেলে শিলিগুড়িতে লাগাতার বন্ধ ডাকার হুমকি দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে দলতন্ত্র চালানোর অভিযোগ এনে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে সিপিএমের দার্জিলিং জেলা কমিটি। এ দিন সিপিএমের তরফে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেছেন, “তৃণমূল সর্বত্র দলতন্ত্র কায়েমের চেষ্টা করছে। রায়গঞ্জ ও মাজদিয়ার ঘটনায় তা প্রমাণিত হয়েছে। কলেজে হাঙ্গামার ঘটনায় রায়গঞ্জে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। অথচ মাজদিয়ায় মারপিটে অভিযুক্ত ছাত্রদের জেলে পাঠানো হয়েছে।”
বিস্তারিত...
পাঁচশোরও বেশি ছিনতাই,
গ্রেফতার ‘হাতকাটা শ্যামল’
নিজস্ব সংবাদদাতা • হাবরা
চার জেলায় ৫০০টিরও বেশি ছিনতাই, বহু চুরি এবং ডাকাতিতে অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। বুধবার ভোরে হাবরার চোংদা মোড় এলাকা থেকে শ্যামল দাস নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। অপরাধ জগতে সে ‘হাতকাটা শ্যামল’ নামেই বেশি পরিচিত বলে পুলিশ জানিয়েছে। এ দিনই ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, জেরায় ধৃত স্বীকার করেছে, অন্যান্য অপরাধ ছাড়াও সে ৫০০টির বেশি ছিনতাই করেছে। তদন্তকারী পুলিশ অফিসারেরা জানিয়েছেন, বছর ত্রিশের ওই দুষ্কৃতীর বাড়ি নদিয়ার হরিণঘাটার নগরউখড়ায়। তবে দীর্ঘদিনই সে বাড়িতে থাকত না। হাবরা, গুমা, বারাসত, দমদম, হুগলির শ্রীরামপুর, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ডেরা বানিয়েছিল। দশ বছরেরও বেশি আগে লোকাল ট্রেনে মহিলাদের হার ছিনতাইয়ের মাধ্যমে শ্যামলের অপরাধে হাতেখড়ি হয়। কয়েক বার পুলিশের হাতে ধরা পড়ে তাকে হাজতবাসও করতে হয়েছে। কিন্তু জামিনে মুক্ত হয়ে সে ফিরে গিয়েছে অপরাধ জগতেই।
বিস্তারিত...
অবৈধ করাত-কলের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আরামবাগ মহকুমার অবৈধ করাতকলগুলি বন্ধ করতে উদ্যোগী হয়েছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহকুমায় তিনশোরও বেশি অবৈধ করাতকল রয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৫টি অবৈধ করাতকল ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাকিগুলির বিরুদ্ধেও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। বন দফতরের আরামবাগ ডিভিশনের রেঞ্জ অফিসার চন্দ্রশেখর মাহাতো বলেন, “৩৫টি করাতকলকে আপাতত বন্ধ রাখার নোটিস পাঠানো হয়েছে। ওই সব করাতকল লাইসেন্সের জন্য আবেদন করেছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে, যে সব করাতকল কোনও আবেদনই করেনি বা আবেদন করেও যোগাযোগ রাখেনি, সেগুলিকেই ‘সিল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বন দফতরের এই সিদ্ধান্তে বহু শ্রমিক বেকার হয়ে পড়লেন বলে অভিযোগ তুলেছেন বন্ধ হয়ে যাওয়া করাতকলগুলির মালিকেরা। গোঘাটের একটি বন্ধ করাতকলের মালিক মোহন নন্দী বলেন, “বছর দশেক আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। এখনও পাইনি। কলে চোরাই কাঠ আনা হলে বন দফতর দেখে আইনানুগ ব্যবস্থা নিক। কিন্তু এ ভাবে ব্যবসা বন্ধ করবে কেন?”
বিস্তারিত...
পুরুলিয়া জেলে বিয়ের আসর
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
সাত পাকে বাঁধা পড়লেন ওঁরা। সানাইয়ের মাঙ্গলিক সুরে শুভদৃষ্টি থেকে সিঁদুরদান, মালাবদল থেকে মিষ্টিমুখ- সব কিছুই হল প্রথা মেনে। এটাই তো চেয়েছিলেন আড়শা থানার খুকড়ামুড়া গ্রামের তরুণী মঙ্গলা মাহাতো। তবে তফাৎ একটাই। বাড়ির উঠোনের বদলে বুধবার বিয়ের আসর বসেছিল পুরুলিয়া জেলা সংশোধনাগারে। পাত্র ওই গ্রামেরই যুবক কাঞ্চন মাহাতো। অভিযোগ, বিয়ের প্রতিশ্রতি দিয়ে তিনি মঙ্গলার সঙ্গে অবাধ মেলামেশা করেও পরে তাঁকে বিয়ে করতে রাজি হননি। উপায় না পেয়ে মঙ্গলা শেষে পুলিশের দ্বারস্থ হন। তারপর আইন-আদালতের দীর্ঘ লড়াই। শেষে সেই চার হাত এক হল। শেষ পর্যন্ত সেই চার হাত এক হল। পুরুলিয়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি পঙ্কজ গোস্বামী জানান, অভিযুক্ত যুবক মঙ্গলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করেছিলেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গর্ভপাত করেন। কিন্তু কাঞ্চন তাঁকে আর বিয়ে করতে রাজি হননি। শেষে মঙ্গলা ২০১০ সালের মে মাসে আড়শা থানায় কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে পুলিশ কাঞ্চনকে গ্রেফতার করে।
বিস্তারিত...
নকল পরচায় কৃষি-ঋণ, চক্র সক্রিয়
অনুপরতন মোহান্ত • বালুরঘাট
জমির ভুয়ো দলিল দেখিয়ে কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরে সরকারি ঋণ আদায়ের দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহে জেলার কুমারগঞ্জের মোহনায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্তারা এক ব্যক্তির নথিপত্র নিয়ে আপত্তি জানিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তার দফতরে পাঠান। সহ কৃষি অধিকর্তা নৃপেনবাবুর কাগজপত্র ব্লক ভূমি রাজস্ব দফতরে পরীক্ষার জন্য পাঠান। দেখা যায়, ওই আবেদনপত্রে উল্লিখিত জমির দাগ ও খতিয়ান নম্বর ঠিক নয়। জমির পরিমাণও ভুয়ো। সন্দেহ বাড়ায় কুমারগঞ্জ এলাকায় কিসান ক্রেডিট কার্ডে ঋণ চেয়ে আবেদন করা ২০০ জনের নথিপত্র পরীক্ষা করতে নামে ব্লক ভূমি রাজস্ব দফতর। নথি পরীক্ষা করতে গিয়ে নেমে চোখ কপালে ওঠে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ২০০ জনের মধ্যে ১৮০ জনেরই দাখিল করা জমির পরচা ভুয়ো বলে প্রাথমিক ভাবে প্রমাণ মিলেছে। ওই ব্লকের প্রায় তিন হাজার চাষি ইতিমধ্যে কিসান ক্রেডিট কার্ডের ঋণের জন্য আবেদন করেছেন। কৃষকের নামে জমির নকল পরচা বানিয়ে ঋণ নেওয়ার জালিয়াতি চক্র সক্রিয় হয়ে ওঠার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “গুরুতর ব্যাপার। কৃষি আধিকারিককে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হচ্ছে।”
বিস্তারিত...
মারধরে জামিন, তবু জেলেই অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দুই সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন খুনের ঘটনায় অভিযুক্ত ৬ ধৃতকে আরও ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিল আদালত। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ওই ছ’জনের মধ্যে চার জন ঘটনার দিন সিপিএম কর্মী রূপকুমার গুপ্তকে মারধরের ঘটনাতেও অভিযুক্ত। ওই মামলায় চার জনকে এ দিন জামিন দিয়েছে আদালত। গত ২২ ফেব্রুয়ারি বর্ধমানের দেওয়ানদিঘিতে খুন হন প্রাক্তন বিধায়ক প্রদীপ তা ও সিপিএমের জোনাল সদস্য কমল গায়েন। ওই ঘটনার আগে দু’পক্ষের বিবাদে জখম হন তৃণমূল কর্মী বিদ্যুৎবরণ হাজরা ও সিপিএম কর্মী রূপকুমার গুপ্ত। বিদ্যুৎবাবু বর্ধমান থানায় সিপিএম নেতা প্রদীপ তা, তাঁর ভাই প্রবীর তা, রূপকুমার গুপ্ত ও পীযূষ তা-র নামে অভিযোগ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হয়, যা জামিন অযোগ্য। রূপকুমার গুপ্তকে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের করেন তাঁর মা প্রতিমা গুপ্ত। তিনি মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁদের বিরুদ্ধে প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা হয়। দুই সিপিএম নেতা খুনের পরে প্রদীপবাবুর ভাই প্রবীরবাবু ২২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
৩ বছরে খরচ ২২ কোটি,
জল প্রকল্প মুখ থুবড়ে
উৎপাদন কম টম্যাটোর
তবু দাম পাচ্ছেন না চাষি
দক্ষিণবঙ্গ
দুর্ঘটনার জেরে উত্তেজনা বসিরহাটে, পুলিশের গাড়িতে ভাঙচুর চালাল জনতা
ডায়মন্ড হারবারে মাঠ
থেকে উদ্ধার দু’টি দেহ
বর্ধমান
কালনা পুরভবনে নজরদারি চালাতে বসছে সিসিটিভি
ধুলোর ঝড় ভাঙা রাস্তায়, বিপাকে কল-কারখানাও
পুরুলিয়া
ঘনঘন স্টপ, ক্ষোভ মানবাজারে
ভাঙাচোরা রাস্তা
কেড়ে নিল দুই প্রাণ
মুর্শিদাবাদ
শহর সাজাতে রঙিন
দোকান বহরমপুরে
পরীক্ষাকেন্দ্র দূরে,
নাকাল ছাত্রছাত্রীরা
মেদিনীপুর
ছাত্রসংসদ টিএমসিপি-র
পরিত্যক্ত আবাসনে
দুষ্কৃতীদের আখড়া
কলকাতা
৩৪.৫/২৫.০
আজকের দিনে
•
আন্তর্জাতিক জল দিবস।
• ২০০৭:
দার্শনিক
গোপাল কৃষ্ণমূর্তির মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.