ভাঙাচোরা রাস্তা কেড়ে নিল দুই প্রাণ
জাতীয় সড়ক বেহালের জন্য প্রাণ দিতে হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। মৃতেরা হলনলহাটি থানার ভগলদিঘি গ্রামের রোসেনা খাতুন (১৭) এবং ওই থানার সুকরাবাদের হাবিবা খাতুন (১৭)।
বুধবার সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার মহেশপুর ও নগড়া মোড়ের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। এর জন্য বাসিন্দারা প্রশাসনকে দায়ী করেছেন। তাঁদের ক্ষোভ, এমনিতে এই জাতীয় সড়ক খানাখন্দে ভর্তি। তার উপরে যানচলাচলের নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ভগলদিধি গ্রামের বাসিন্দা বদরুল শেখ, মুকুল শেখ, বারাগ্রামের বাসিন্দা গোরা দত্ত, মহম্মদ গিয়াসউদ্দিনদের ক্ষোভ, “রাস্তার অবস্থা এতটাই খারাপ, কোনও প্রয়োজনীয় কাজে দ্রুত নলহাটি যেতে সমস্যা হয়। ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই ঘটছে। বার বার রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছি। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।” তাঁদের প্রশ্ন, “আর কত মানুষ মরলে প্রশাসনের টনক নড়বে?”
জেলা বাস মালিক সমিতির রামপুরহাট শাখার সম্পাদক জামিরুল ইসলাম বলেন, “জাতীয় সড়কের অবস্থার কথা বার বার প্রশাসনকে জানিয়েছি। এমন কী স্মারকলিপি দিয়ে বাস বন্ধের হুমকি দেওয়া হয়েছে। তবুও রাস্তার হাল ফেরেনি।” যদিও জাতীয় সড়কের মুখ্য নির্বাহী বাস্তুকার বঙ্কিম সরকারের দাবি, “রাস্তার বেহাল জায়গায় মেরামতির কাজ চলছে। শুধুমাত্র রাস্তা বেহালের জন্য দুর্ঘটনা ঘটছে এমনটা নয়, গাড়ি চালকদের অসতর্কতার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে।”
হাবিবা রোসেনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোসেনা ও হাবিবা নলহাটি থানার উজিরপুর হাইস্কুলের ছাত্রী। এ দিন দু’জনের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। পেশায় হাতুড়ে চিকিৎসক ভগলদিঘির বাসিন্দা মহম্মদ মণিরুদ্দিনের মোটরবাইকে করে তারা কয়থা হাইমাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টা নাগাদ মহেশপুর ও নগড়া মোড়ের মাঝামাঝি রাস্তার গর্তে পড়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় নলহাটিমুখী একটি ট্রাক ওই দুই ছাত্রীর উপর দিয়ে চলে যায়। গুরতর জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। মণিরুদ্দিনবাবুর কোনও ক্ষতি হয়নি। তিনি বলেন, “কয়থা গ্রামে আমার আমার চেম্বার আছে। রোজ বাইকে করে সেখানে যাই জেনে ওরা আমাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল। সেই মতো পরীক্ষা শুরুর দিন থেকে ওদেরকে বাইকে করে নিয়ে যাই। এ দিনও যথারীতি পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিলাম। রাস্তার গর্তে বাইকের চাকা হঠাৎ ফেঁসে যেতেই ওরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে পিছন থেকে আসা একটি ট্রাক ওদের পিষে দেয়। হঠাৎ এই ঘটনায় কী করব বুঝে উঠতে পারিনি।” এর পরে ওই রাস্তা দিয়ে যাওয়া যাত্রীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
এই চিত্র রাস্তার। ছবি: সব্যসাচী ইসলাম।
নির্বাহী বাস্তুকার বঙ্কিমবাবু বলেন, “৬০ নম্বর জাতীয় সড়কের নলহাটি থেকে মোরগ্রাম পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা পুরোপুরি সংস্কারের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৪৫ কোটির বেশি টাকা অনুমোদন করেছে। খুব শীঘ্রই ওই কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে। তবে এ দিন যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, যতদূর জানি ওই জায়গার খারাপ অংশের মেরামতি হয়েছে।” পুলিশ জানায়, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এ দিকে ছোট মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রোসেনার পরিবার। তার বাবা পেশায় প্রান্তিক চাষি মনেরুদ্দিন শেখ বলেন, “রোসেনা তিন মেয়ের মধ্যে ছোট। মাস খানেক আগে আমরা তার বিয়ের জন্য ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু মেয়ে পড়তে চাওয়ায় বিয়ে দিতে রাজি হয়নি। মেয়ে বলেছিল ভাল পরীক্ষা হচ্ছে। কিন্তু এই ভাবে হারাতে হবে ভাবতে পারছি না।” একই অবস্থা হাবিবার পরিবারেও। হাবিবার মা আমিরা বিবি বলেন, “হাবিবা বড় মেয়ে। তাকে পড়াব বলে বাপেরবাড়ি উজিরপুরে দু’বছর ধরে রেখে এসেছি। পরীক্ষা শুরুর আগে মেয়ে সুকরাবাদে এসে আশীর্বাদ নিয়ে গিয়েছিল!” উজিরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আসরাফ আলি বলেন, “ছেলেদের কয়থা হাইস্কুলে সিট পড়েছে। আর মেয়েদের সিট পড়েছে কয়থা হাই মাদ্রাসায়। প্রতিদিন সেন্টারে যাই। এ দিনও পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলাম। পথে খারাপ খবরে পেয়ে হাসপাতালে ছুটে যাই।” এ দিকে, মৃত দুই ছাত্রীর পরিবারকে সমবেদনা জানাতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নির্দেশে এলাকায় যান উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনার সৌমেন সমাজদার-সহ স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ গিয়াসউদ্দিন। তাঁরা জানান, ওই দুই পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.