টুকরো খবর
পুরুলিয়া কী চায়, তালিকা চাইলেন মুকুল
 
‘পরিবর্তিত পরিস্থিতি’তে নতুন রেলমন্ত্রীর কাছে পুরুলিয়ার জন্য একগুচ্ছ প্রকল্প দাবি করলেন ওই জেলার তৃণমূল নেতা এবং রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর দাবি, দীনেশ ত্রিবেদীর কাছেও তিনি ওই সব প্রকল্পের জন্য আর্জি জানিয়েছিলেন। কিন্তু সাড়া মেলেনি। এখন নতুন রেলমন্ত্রী মুকুল রায় তাঁর দাবিগুলি গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করবেন বলেই মনে করছেন শান্তিরামবাবু। বুধবার মহাকরণে এ ব্যাপারে প্রশ্ন করা হলে শান্তিরামবাবু বলেন, “আমাকে রেলমন্ত্রী ফোন করেছিলেন। তিনি পুরুলিয়ায় রেলের কী কী প্রকল্প প্রয়োজন, তা জানতে চান। তার ভিত্তিতে আজ বিকেলেই আমি প্রকল্পের তালিকা তাঁকে ফ্যাক্স করে দিয়েছি।” রেল বাজেট পেশের আগেও তিনি ওই তালিকা দীনেশ ত্রিবেদীর কাছে পাঠিয়েছিলেন। তাঁর কথায়, “কিন্তু কোনও লাভ হয়নি। তবে এ বার আমি আশাবাদী।” মহাকরণ সূত্রে খবর, যে সব প্রকল্পের তালিকা শান্তিরামবাবু রেলমন্ত্রীকে পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পুরুলিয়ার আদ্রা থেকে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম পর্যন্ত নতুন লাইন পাতার সমীক্ষার কাজ শুরু করা। মুকুলবাবুকে লেখা চিঠিতে তিনি এই প্রকল্পটিকে জঙ্গলমহল এলাকার ‘লাইফ লাইন’ বলে বর্ণনা করেছেন। এ ছাড়া, পুরুলিয়া থেকে কোটশিলা অবধি ডবল লাইন করারও আর্জি জানিয়েছেন তিনি। পুরুলিয়া থেকে হাওড়া বা শিয়ালদহ পর্যন্ত একটি প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চালু করা ও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণের দাবিও জানিয়েছেন মন্ত্রী।

মদ বিক্রি, ধৃত তিন
অবৈধ মদের দোকানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রামপদ বাগদি, শ্যমাপদ চৌধুরী ও ব্রক্ষদেব চৌধুরী। তিনজনেরই বাড়ি রঘুনাথপুরের নন্দুয়াড়াতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দুয়াড়াতে ঝুপড়ির মধ্যে দেশি মদ বিক্রি করতেন ধৃতরা। মঙ্গলবার রাতে পুলিশ ওই অবৈধ দোকানটিতে অভিযান চালিয়ে প্রায় একশো লিটার দেশি মদ বাজেয়াপ্ত করেছে এবং মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাঁকুড়ার ইঁদপুর থানার রঘুনাথপুরে বাড়িতে চোলাই-সহ দেশি ও বিদেশি মদ মজুত করা ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নেপাল মণ্ডল। জেলা পুলিশের এক কর্তা জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় নেপাল মণ্ডলের বাড়িতে হানা দিয়ে ১৫ লিটার চোলাই, ২০ লিটার দেশি-বিদেশি মদ উদ্ধার করে।

অলচিকি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
পুরুলিয়া জেলার মাওবাদী অধ্যুষিত ন’টি ব্লকের প্রাথমিক বিদ্যালয়গুলিতে অলচিকি হরফ জানা পার্শ্বশিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “আমরা আপাতত মাওবাদী অধ্যুষিত নয়টি ব্লকে অলচিকি হরফ ও সাঁওতালি ভাষা জানা ৩৭৪ জন পার্শ্বশিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ন’টি ব্লকে প্রাথমিক স্কুলের সংখ্যা ১২৯৪টি। স্কুলগুলিতে ৩১ হাজার ৯৯৪ জন তপশিলি উপজাতির পড়ুয়া রয়েছে। এর মধ্যে যে সব এলাকায় ৫০ শতাংশের বেশি তপশিলি উপজাতির মানুষ বাস করেন, তেমন ১৮৭টি প্রাথমিক স্কুলে অলচিকি হরফে পঠন পাঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই স্কুলগুলিতেই শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, আবেদনকারীদের পরীক্ষা নিয়ে নিয়োগপত্র দেওয়া হবে। বাংলা নববর্ষের মধ্যেই প্রশাসন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল সাঁওতালি এডুকেশন কাউন্সিলের পুরুলিয়া জেলা কমিটির সদস্য শম্ভুনাথ হেমব্রম বলেন, “২০০৩ সালে সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত হওয়ার আগে থেকেই আমরা অলচিকি হরফে পঠন-পাঠনের দাবিতে আন্দোলন করে আসছি। প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে জেলার অন্যান্য ব্লকেও আদিবাসী পড়ুয়ারা রয়েছে। সেই এলাকাগুলির ব্যাপারেও প্রশাসনের নজর দেওয়া উচিত।”

রেললাইনে মিলল দেহ
রেললাইন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মনোজ দে (৫০)। বাড়ি আদ্রা থানার পলাশকোলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজবাবু পলাশকোলা এলাকায় একটি রেশন দোকানে কাজ করতেন। বুধবার ভোরে আদ্রা স্টেশনের অদূরে রেললাইনের উপরে তাঁর দেহ পড়ে থাকতে দেখে রেল কর্মীরা পুলিশকে খবর দেন। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

জুয়ার ঠেকে হানা

জুয়ার ঠেকে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে একটি অ্যাম্বাসাডারও। মঙ্গলবার রাতে ভারডিহা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা খাতড়ার গোয়ালডাঙা, শালুকা ও দহলা গ্রামের বাসিন্দা। ওই জুয়ার ঠেক থেকে খেলার কিছু সরঞ্জাম, নগদ প্রায় সাড়ে সাত হাজার টাকা সহ তাদের ধরা হয়। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

দুর্ঘটনা, মৃত্যু দু’জনের
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম হলেন এক জন। বুধবার দুর্ঘটনাগুলি ঘটেছে পুরুলিয়ার নিতুড়িয়া ও বাগমুণ্ডি থানা এলাকায়।.পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কাজে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে কার্তিক সিং মুড়া (৩৫) নামের এক দিন মজুরের। তাঁর বাড়ি বাগমুণ্ডি থানার সেরেংডি গ্রামে। কালীমাটি-সেরেংডি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। নিতুড়িয়া থানার সড়বড়ির কাছে এ দিন দুপুরে লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তাঁর এক সঙ্গী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ আনসার (৪৫)। পেশায় রাজমিস্ত্রি আনসারের বাড়ি মুর্শিদাবাদে হলেও কাজের সূত্রে তিনি নিতুড়িয়ার সড়বড়িতে থাকতেন। তাঁর সঙ্গী শেখ আজিজুলের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর দু’জনে মোটরবাইকে সড়বড়ি থেকে মধুকুণ্ডা যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মোটরবাইকটির সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানেই আনসারের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দু’টি ক্ষেত্রেই ট্রাক্টর ও লরি আটক করা হয়েছে।

‘অসামাজিক’ কাজ, ক্ষোভ
সন্ধ্যা নামলেই গন্ধেশ্বরী সেতুর ‘ফুটওভার ব্রিজে’ অসামাজিক কাজকর্ম শুরু হয় বলে বাসিন্দাদের অভিযোগ। তাঁদের অভিযোগ, সেতুটি সংস্কারের কাজ চলছে বলে ওই ‘ফুটওভার ব্রিজ’ দিয়েই অনেকে যাতায়াত করেন। কিন্তু সন্ধ্যার পরে ওই ‘ফুটওভার ব্রিজে’ অসামাজিক লোকেদের দৌরাত্ম্য বেড়ে যায়। মহিলাদের তারা কটূক্তি করে। মদ্যপানও করা হয় বলে অভিযোগ। গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির সম্পাদক দেবী পালিতেরও অভিযোগ, “দীর্ঘ দিন ধরেই ওই ‘ফুটওভার ব্রিজে’ অসামাজিক কাজ হচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ করা উচিত।” বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “পুলিশের সঙ্গে আলোচনা করব।” পুলিশের এক আধিকারিক দাবি করেন, “সেখানে আসামাজিক কাজ চলে বলে কেউ অভিযোগ করেননি। তবে মাঝে মধ্যেই ওই সেতুতে পুলিশ টহল দেয়।”

দুই ট্রাকের সংঘর্ষ
রেলের কংক্রিটের স্লিপার বোঝাই একটি দশ চাকা ট্রাকের সঙ্গে পাথর বোঝাই একটি দশ চাকা ট্রাকের মুখোমুখি ধাক্কায় জখম হলেন দু’জন। জখম দু’জনই স্লিপার বোঝাই ট্রাকের কর্মী। সোমবার রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার গোপালপুরের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের চালক ও দু’টি ট্রাক আটক করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.