শহর সাজাতে রঙিন দোকান বহরমপুরে |
|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: দিনরাতের চব্বিশ ঘণ্টার মধ্যে আঠারোটি ঘণ্টাই রবি, মানিক, তোতনদের বহরমপুর শহরের পথেই কাটাতে হয়। ব্যস্ততম পথের অনেকটা অংশ জবরদখল করে তাঁদের মতো অনেকেই চা-বিস্কুট, রুটি-মাংস ও রঙিন মাছ বিক্রির দোকান করে এত দিন রুজি রোজগার করেন। তাঁদের কাছেও চেনা শহরটি হঠৎ যেন অচেনা হয়ে উঠতে শুরু করেছে। যেন বিদেশি বিদেশি ভাব। |
|
পরীক্ষাকেন্দ্র দূরে, নাকাল ছাত্রছাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: দূরদুরান্তের পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে এ বার নাজেহাল হচ্ছেন মুর্শিদাবাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। কোথাও কোথাও পরীক্ষার্থীদের ২০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। সর্বত্র বাস বা ট্রেনের বন্দোবস্ত নেই। তাই শেষ পর্যন্ত কেউ কেউ গাড়ি ভাড়া করে যাচ্ছেন, যাঁদের সেই সংস্থান নেই, তাঁদের কিছুটা রাস্তা যেতে হচ্ছে ভ্যানে বা হেঁটে। তাতে সময় যেমন বেশি লাগছে, তেমনই পরিশ্রমও হচ্ছে। |
|
|
গ্রান্টহলে টেবিলটেনিস প্রতিযোগিতা |
|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মৃতপ্রায় টেবিল টেনিসের পুরুজ্জীবনে অবশেষে উদ্যোগী হল বহরমপুর ‘যোগেন্দ্রনারায়ণ মিলনী’ (গ্রান্টহল)। তারই অঙ্গ হিসাবে গত মঙ্গলবার ‘যোগেন্দ্রনারায়ন মিলনী’-র গ্রান্টহলে হয়ে গল ২০১২ সালের আন্তঃ জেলা টেবিল টেনিস প্রতিযোগিতা। গত রবিবার থেকে তিন দিন ধরে হয়ে গেলে ‘ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস কম্পিটিশন ২০১২’। পেশায় প্রাথমিক শিক্ষক বছর চল্লিশের অশোক ঘোষকে ৩-১ গেমে হারিয়ে চাম্পিয়ান হলেন বেসরকারি সংস্থার কর্মী অরূপ ভৌমিক। |
|
টুকরো খবর |
|
|