উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
পাঁচশোরও বেশি ছিনতাই, গ্রেফতার ‘হাতকাটা শ্যামল’ |
|
নিজস্ব সংবাদদাতা, হাবরা: চার জেলায় ৫০০টিরও বেশি ছিনতাই, বহু চুরি এবং ডাকাতিতে অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। বুধবার ভোরে হাবরার চোংদা মোড় এলাকা থেকে শ্যামল দাস নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। অপরাধ জগতে সে ‘হাতকাটা শ্যামল’ নামেই বেশি পরিচিত বলে পুলিশ জানিয়েছে। এ দিনই ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হয়। |
|
দুর্ঘটনার জেরে উত্তেজনা বসিরহাটে, পুলিশের গাড়িতে ভাঙচুর চালাল জনতা |
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: লরির ধাক্কায় জখম হয়েছিলেন এক সাইকেল আরোহী। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তুলকালাম বাধে বসিরহাটের শাঁকচুড়োর কোদালিয়া গ্রামে। পুলিশের দু’টি গাড়িতে ভাঙচুর চালায় জনতা। পুলিশকর্মীদের আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। জখম হয়েছেন তাঁদের ৪ জন। আহত নুরউদ্দিন মোল্লার চিকিৎসা চলছে বাগুইআটির একটি নার্সিংহোমে। |
|
|
|
ডায়মন্ড হারবারে মাঠ
থেকে উদ্ধার দু’টি দেহ |
|
কাজে বহাল রাখতে হবে, দাবি শিক্ষক-শিক্ষিকাদের |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
অবৈধ করাত-কলের
বিরুদ্ধে ব্যবস্থা |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: আরামবাগ মহকুমার অবৈধ করাতকলগুলি বন্ধ করতে উদ্যোগী হয়েছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহকুমায় তিনশোরও বেশি অবৈধ করাতকল রয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৫টি অবৈধ করাতকল ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাকিগুলির বিরুদ্ধেও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
|
|
নিজস্ব সংবাদদাতা, খানাকুল: এক বছর আগে আশা-কর্মী নিয়োগে বেশ কয়েকটি ক্ষেত্রে ‘অনিয়মের’ অভিযোগ উঠেছিল খানাকুল-২ ব্লকের অধিকাংশ পঞ্চায়েতে। মাস কয়েক ধরে তদন্তের পরে সেই ‘অনিয়ম’ ধরা পড়েছে জানিয়ে নতুন ভাবে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য দিন কয়েক আগে হুগলির জেলাশাসকের কাছে সুপারিশ করেছেন আরামবাগের মহকুমাশাসক (এসডিও) অরিন্দম নিয়োগী। |
আশা-কর্মী নিয়োগে
‘অনিয়ম’, ফের প্রক্রিয়া
চালুর সুপারিশ |
|
গোঘাটে পুলিশকে মেরে ছিনিয়ে নেওয়া হল ধৃত তৃণমূল নেতাকে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|