ঠিকাদার প্রহৃত, অভিযুক্ত প্রধান
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
পাওনা টাকা চাওয়ার জন্য এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল হাওড়ার আমতা ২ ব্লকের বিনোলা-কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বংশী কোলে তাঁর তাঁর কয়েক জন অনুগামীর বিরুদ্ধে। বুধবার দুপুরের ঘটনা। আশিস করাতি নামে ওই ঠিকাদারকে অমরাগড়ি বি বি ধর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশিসবাবু ওই গ্রাম পঞ্চায়েতে অনুমোদিত ঠিকাদার। পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, দুপুর ১টা নাগাদ তিনি পঞ্চায়েতে একটি কাজের বকেয়া টাকা আনতে যান। কিন্তু তা না দিয়ে তাঁকে ‘সিকিউরিটি’ বাবদ জমা দেওয়া সামান্য টাকার ‘ড্রাফট’ নেওয়ার কথা বলেন পঞ্চতায়েতের সচিব। এর পরেই প্রধান এবং তাঁর কয়েক জন অনুগামী আশিসবাবুকে একটি ঘরে ঢুকিয়ে নিয়ে বেধড়ক মারধর করেন এবং তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা, মোবাইল ফোন, সোনার আংটি এবং ঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
আশিসবাবু বলেন, “সচিব নিজেই আমাকে বকেয়া টাকা নিয়ে যাওয়ার জন্য ডেকে পাঠান। অথচ পঞ্চায়েতে গেলে আমাকে টাকা দিতে অস্বীকার করেন। মারধর করা হয়।” অভিযোগ অস্বীকার করে প্রধানের দাবি, দরপত্র অনুযায়ী একটি নতুন কাজের বরাত পাননি আশিসবাবু। পঞ্চায়েত অফিসে এসে এ দিন সেই দাবি জানান। প্রধানের কথায়, “আশিসবাবু আমাকে কটূক্তি করেন। ইট ছুড়ে মারতে উদ্যত হন। আমিও উত্তেজিত হয়ে পড়ি। সামান্য ধস্তাধস্তি হয়। ওঁকে মারধর করা হয়নি বা তাঁর কোনও জিনিসপত্র কেড়ে নেওয়া হয়নি।” |
একশো দিনের কাজে গোলমাল গোঘাটে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
শ্রম আইন অনুযায়ী মজুরি মিলছে না, এই অভিযোগে একশো দিনের কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাট ১ ব্লকের গোঘাট গ্রামে। প্রকল্পের দুই সুপারভাইজারকে মারধর করা হয় বলেও অভিযোগ। ওই গ্রামে একটি পুকুর সংস্কারের কাজ চলছে। শ্রমিকদের অভিযোগ, মাটি কাটার পরিমাণ কম দেখিয়ে মজুরি কম দেওয়া হচ্ছে। ক্ষুব্ধ শ্রমিকদের তরফে স্বপন রানা, রঘু রানা, ছবি রানা, পদ্মা রানাদের আরও বক্তব্য, সুপারভাইজারেরা অনেক দিন ধরেই জবকার্ড রেখে দিয়েছেন। এ দিন গোলমালের খবর পেয়ে পুলিশ আসে। পরে শ্রমিকেরা ব্লক অফিসে বিক্ষোভ দেখান। গোঘাট ১ বিডিও জয়ন্ত মণ্ডল বলেন, “শ্রমিকদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, মাটি কাটার মাপ অনুযায়ী মজুরি দেওয়া হবে। এতে ইচ্ছুক না হলে কেউ কাজ না-ও করতে পারেন। তবে মাপে ভুল হচ্ছে কিনা, সেই তদন্ত ব্লকের বাস্তুকারেরা করবেন।’’ জবকার্ড রেখে দেওয়ার প্রসঙ্গে নির্দিষ্ট অভিযোগ পেলে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্য দিকে, এ দিনের গোলমালের সূত্র ধরেই সকাল ৮টা নাগাদ গোঘাট থানা-সংলগ্ন দত্ত পুকুরেও একশো দিনের একটি প্রকল্পে শ্রমিকদের সঙ্গে সুপারভাইজারের বিবাদ বাধে। সুপারভাইজার প্রহৃত হন বলেও অভিযোগ। |
বিধিভঙ্গের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রের মাত্র ২০ মিটারের মধ্যে শ’খানেক শ্রমিক নিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে গোঘাটের বেঙ্গাই অঘোর কামিনী মহাবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেঙ্গাই হাইস্কুলের প্রধান শিক্ষক মুকুন্দচন্দ্র পাল বুধবার বিষয়টি গোঘাট ১ বিডিও জয়ন্ত মণ্ডলকে জানান। বিডিও বিষয়টি মহকুমাশাসক অরিন্দম নিয়োগীকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে শ্রমিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরীক্ষা চলাকালীন কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে।
কলেজের অধ্যক্ষ সরোজ সিংহ জানান, “সকালে কাজ হয়েছে। পরীক্ষার সময়, সকাল ১০টা-১টা পর্যন্ত কাজ বন্ধই ছিল। পরীক্ষার মধ্যে কোনও গোলমাল হয়নি।” |
দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দিঘা থেকে রায়নায় ফেরার সময়ে বাস ও লরির ধাক্কায় বাসের চালক-সহ ১০ জন আরোহী আহত হয়েছেন। বুধবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ায় বীরশিবপুরের কাছে মুম্বই রোডে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাত জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বর্ধমানের রায়না থেকে জনা সত্তর বাসিন্দা বাস ভাড়া করে দিঘায় গিয়েছিলেন। বাসটি মুম্বই রোড ধরে চলছিল। রাস্তার ধার থেকে পাথর-বোঝাই একটি লরি বাসের সামনে গিয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে। বাস-লরি আটক হয়েছে। |
গোঘাটে শেষ কৃষিমেলা
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে বুধবার তিন দিন ব্যাপী কৃষিমেলা শেষ হল। মঠ ও মিশন সংলগ্ন লাহাবাজার মাঠে আয়োজিত এই মেলায় হুগলির কৃষি ও কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা জানান, তিন দিনের মেলায় ছিলেন বিশিষ্ট কৃষিবিদেরা। |
ধানজমিতে আগুন গোঘাটে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
এক ব্যক্তির ধানজমিতে আগুন লাগার ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের শ্যাওড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিত ভাণ্ডারি নামে ওই সিপিএম কর্মীর সাড়ে তিন বিঘা ধানজমির খড়ের গাদায় আগুন লাগে। স্থানীয় মানুষ ও দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভালেও আগুনে পুড়ে গিয়েছে অনেকাংশই। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। |
বাগনানে উরস
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
১৮ মার্চ বাগনানের খাজুট্টি খানকাহ-এ কাদেরিয়া এ হোসায়নিয়াতে পীরনগরী পীরবাবা সৈয়েদেনা ও মওলানা হজরত সৈয়দ আরেফ শাহ আল কাদেরী আল হোসায়নী আল হাসায়নী পীরনগরীর ২৭ তম উরস পালিত হল। বহু ভক্তের সমাগম হয়েছিল। |