ক্ষত-বিক্ষত দুই যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের খাঁপাড়া মাঠে। পুলিশ জানায়, নিহত ওবায়দুল্লা লস্কর (৩৫) ও লতিপ মোল্লার (২৬) দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওবায়দুল্লা প্যান্ডেল তৈরির শ্রমিক সরবরাহের ঠিকাদারি করতেন। তাঁর বাড়ি ঘটকপুকুরে। এলাকা থেকে কয়েক জন শ্রমিককে নিয়ে বুধবার তাঁর ট্রেনে দিল্লি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরোন ওই যুবক। পাশেই একতারা গ্রামে একটি অনুষ্ঠান দেখতে যান। রাতে ফেরেননি। একতারা গ্রামের বাসিন্দা লতিপ জরির কাজ করেন। ওবায়দুল্লার সঙ্গে তাঁর পরিচয় ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তিনিও একতারা গ্রামে অনুষ্ঠান শুনতে গিয়েছিলেন। রাতে ফেরেননি বাড়িতে।
এ দিন সকালে একতারা গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে খাঁপাড়া মাঠে তাঁদের দু’টি দেহ একশো মিটার দূরত্বে পড়ে থাকতে দেখা যায়। |
স্থানীয় বাসিন্দারা মাঠে সব্জি চাষ করতে গিয়ে তা দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে।
দু’জনেরই সারা শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন ছিল। পাশেই পড়ে ছিল ওবায়দুল্লার বাইকটি। মৃতদেহের কাছ থেকে দু’টি ছোট বাঁশের লাঠিও উদ্ধার করেছে পুলিশ।
ওবায়দুল্লার ভাই কুতুবুদ্দিন লস্কর জানান, “দাদা বছর পাঁচেক ধরে কাজের সূত্রে দিল্লিতেই থাকেন। শ্রমিকদের দেওয়ার জন্য ৬০ হাজার টাকা সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে।” অন্য দিকে, লতিপের এক আত্মীয় মহিউদ্দিন নাইয়া জানান, একতারা গ্রামে লতিপের সঙ্গে তিনিও গিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। পরে একলা বাড়ি ফিরে আসেন। সকালে জানতে পারেন, লতিপের দেহ পাওয়া গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা নিয়ে শ্রমিকদের সঙ্গে বিবাদের জেরেই খুন হয়েছেন ওবায়দুল্লা। তবে লতিপ কেন খুন হলেন, তা নিয়ে পুলিশ অন্ধকারে। তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ-কর্তারা। |